নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

আমার চাইনিজ বস বলেছেন, তারেক রহমান বদলে গিয়েছে...

১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১১



১. আগেই বলেছি, চাইনিজ বস বাংলাদেশের রাজনীতি সম্পর্কে খুব খেয়াল রাখেন। এ দেশের বেশীরভাগ রাজনীতিবিদ অসৎ হলেও তিনি মনে করছেন, ১৮ বছর ইউকে-তে থেকে দেশে আসার পর তারেক রহমান হয়তো বদলে গিয়েছেন, মানে গতানুগতিক রাজনীতিবিদদের মত হবেন না। দেশে নেমে তারেক রহমানের খালি পায়ে হাঁটা, সমাবেশে সাধারণ চেয়ারে বসা সবকিছু তিনি ইতিবাচক হিসেবে দেখেছেন। আমার মতামত জানতে চাইলে আমি বললাম, তেনার মনের ভেতরে কী আছে জানি না, এসব অনেক সময় লোক দেখানো রাজনৈতিক স্ট্যান্টবাজি। তবে তিনি চেঞ্জ হলে তো দেশের জন্য ভালই হয়…
২. অনেক বছর আগে যখন তারেক রহমান দলে আস্তে আস্তে কাজ করা শুরু করেন, হাওয়া ভবনে আলাদা বলয় গড়ে তোলেন, তখন সিনিয়র নেতারা এ ব্যপারে নাখোশ ছিলেন। পরবর্তী চেয়ারম্যান হলে তারেক রহমানকে সিনিয়র মানবেন না বলে কথা উঠে। আমার পরিচিত অনেকে বলেছে, তারেক দল চালাতে পারবে না। আমি বলেছি, এটা বাংলাদেশ। এখানে পরিবারই শেষ কথা। যখন তেনাকে চেয়ারম্যান বানানো হবে তখন সবাই স্যার স্যার বলে আনুগত্য করবে…
৩. এই ব্লগে চাঁদগাজী, কলাবাগান, রাজীব নূর সহ অনেকেই তারেক রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। সম্ভবত চাঁদগাজীর এক পোস্টে লিখেছিলাম, বেঁচে থাকলে একদিন (তখনও জানিনা আদৌ হাসিনার কখনো পতন হবে কিনা) তারেক রহমানের অধীনেই দেশ চলবে এবং সবাইকে সেটা মানতে হবে…
৪. জুলাই বিপ্লবের পর হাসিনা তথা আওয়ামী লীগের সব হিসাব উল্টে গেল। জামায়াত রাজনীতির বৈধতা পেল, খালেদা জিয়া মু্ক্ত হলেন, তারেক রহমান দেশে ফেরত আসলেন (হাসিনা থাকলে পারতেন না) এবং বীরের মতই দলের হার ধরলেন। আসার পর এখন পর্যন্ত কোন বক্তব্যে হাসিনাকে নিয়ে বিষেদগার করতে শুনিনি। সব কিছুই পজিটিভিলি যাচ্ছে…
৫. তবে যত সমস্যা তার দলের লোকদের নিয়ে। এনারা ১৭ বছরের ক্ষুধা ১৭ মাসেই তুলে নিতে চাইছে। ৫ই আগস্ট বিকাল থেকেই তেনারা যা শুরু করেছেন! ২০০+ নেতা কর্মী মারা গিয়েছে নিজেদের মধ্যে অন্তর্কোন্দলে। যে জুলাই আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া মুক্ত হয়েছিলেন, যে আন্দোলনের পর তারেক রহমান দেশে ফিরলেন, সেই জুলাই-কে বিএনপি’র নেতা কর্মীদের তেমন ধারণ করতে দেখছি না। এনাদের তো উচিত ছিল ভাষণই শুরু করা জুলাই শহীদদের স্মরণ করে, তারপর অন্য কথা (একই জিনিস জামায়াত বা অন্য দলের বেলাতেও প্রযোজ্য)। সংস্কারের আসল বিষয়গুলোতে বিএনপি রাজি নয়। তেনারা যদি আগের মতই দলীয়করণ, আত্মীয়করণের মাধ্যমে দেশ চালাতে চায় তাহলে সেটার পরিণতির জন্য অপেক্ষা করতে হবে…

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩১

রাসেল বলেছেন: হতে পারে, ইহাও হতে পারে সুযোগের অভাবে ভাল।

১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভুল থেকে শিক্ষা নেয়া উচিত সবারই। এনাফ ইজ এনাফ...

২| ১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: একজন মানুষকে সঠিক ভাবে বুঝতে হলে তার হাতে ক্ষমতা তুলে দিতে হয় ।

১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: Fair enough...

৩| ১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৪২

মেঠোপথ২৩ বলেছেন: যে দলে অন্তরকোন্দলে ২০০+ কর্মী মারা যায় , সেই দলের কর্মীরা কি আপনার মনে হয় যে দলীয় প্রধানকে ভাল হতে দেবে ? সেটা সম্ভব?

১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই চিন্তার বিষয়। যাদের বহিস্কার করা হয়েছিল, তাদেরও প্রায় সবাইকে দলে ফেরত নেয়া হয়েছিল...

৪| ১২ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩১

নতুন বলেছেন: তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী হবে যদি খারাপ কিছু না হয়।

যদি উনার ইচ্ছা থাকে তবে উনি পরিবর্তন আনতে পারবেন।

কিন্তু বিএনপির দলীয় দূনিতি নিয়ন্ত্রন সবচেয়ে বড় চ্যালেন্জ হবে।

আমলীগের নেতাদের টাকার কাছে বিএনপির অনেক নেতাই বিক্রি হয়েছে, তাদের মাঝে অনেকেই বিএনপির অনেক কিছু নিয়ন্ত্রন করবে।

তবে বিএনপির জন্য প্রথম ১ বছর খুবই ক্রিটিকাল হবে, এর মধ্যে নিয়ন্ত্রন নিতে না পারলে আমলীগ/জামাত মিলে তাদের ক্ষমতা থেকে নামানোর কাজ শুরু করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.