নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবরুদ্ধ অনিক

অমানুষের প্রতিবিম্ব

অবরুদ্ধ অনিক › বিস্তারিত পোস্টঃ

জিহাদকে নিয়ে কিছু কথা

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩২

জিহাদের কথা ভাবছি।প্রায় ২৩
টা ঘন্টা ১৭ ইঞ্চি ব্যাসার্ধের
একটি পাইপের
মধ্যে তিলেতিলে কষ্ট
পেয়ে মৃত্যুর স্বাদ গ্রহন
করেছে ছেলেটা।ভাবলেও কেমন যেন
গা শিউরে ওঠে।।
ফেইসবুক,টুইটার,ব্লগের মত কিছু
সামাজিক যোগাযোগ
ওয়েবসাইটে এসম্পর্কে কিছু
মন্তব্য দেখলাম।কেউ এই
টপিকটাকে জোকস
বানিয়ে স্ট্যাটাস দিয়েছে।
টুইটারে টুইট করেছে।কেউ অাবার
টপিকটাকে রাজনৈতিক দিকে মোড়
দিয়েছে।কেউ অাবার গুজব
বলে হাসিনার
মায়রে বাপরে নিয়া গালিগালাজ
দিয়েছে।
জানি না,এই সমস্ত পাবলিকের মগজ
কি দিয়া তৈরি।তবে এদের
যে ফিলিংস
বলে যে ব্যাপারটা অাছে ঐটা যে নাই
তা অামি হলফ করে বলতে পারি।
যাহোক,জিহাদের অাত্মার
সদগতি কামনা করি।এটাই চাই।
পাশাপাশি যে কুত্তার
বাচ্চা বলেছে যে পাইপের ভিতর
টিকটিক অার ইঁদুর ছাড়া কিছু নাই
তারও দৃষ্টান্তমূলক সাজা হোক।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.