নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম-আঁটির ভেঁপু

কবে যাবো পাহাড়ে... কবে শাল মহুয়া কণকচাঁপার মালা দেব তাহারে....

আম-আঁটির ভেঁপু

বোকাসোকা মানুষ, কঠিন কথা বুঝিনা। মৌলবাদের গুষ্ঠি কিলাই। লিখতে ভাল্লাগে তাই লিখি। যোগাযোগ: [email protected]

আম-আঁটির ভেঁপু › বিস্তারিত পোস্টঃ

আজকে রাতটা চুটিয়ে প্রেম করে যেতে চাই

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

আজকে রাতটা চুটিয়ে প্রেম করে যেতে চাই।

কোনো এলোচুল রমনীর মাথা কোলে নিয়ে

সারা রাত কাটিয়ে দিতে চাই আকাশের তারা গুণে।

আজ রাতে হারিয়ে যেতে চাই গহীন বনে।

বনহরিণীর সন্ত্রস্ত পদশব্দ পিছু নিয়ে

কেটে যাক পুরোটা সময়।

মুখোশটা খুলে আয়নায় মুখটা দেখে নিতে চাই

আরেকবার, শেষবারের মত-

আমার অনেকদিনের পুরনো ভুলে যাওয়া মুখ।

একটা বড় মাস্তুল, পালতোলা জাহাজ চাই

কিংবা ছোটখাট বজরা হলেও ক্ষতি নেই

রাত কেটে যাক ভেজা হাওয়ায় ঝিরঝিরিয়ে

নোনা ঢেউয়ের শব্দে, গাঢ় কালো অন্ধকারের বুকে।

আজ রাত হোক স্বপ্নের রাত, রাত হোক জেগে থাকার

আজ রাত হোক সব মুখোশ খুলে ফেলে

আবরণহীন আকাশের নীচে কোনো ভণিতাহীন নারীর সঙ্গে

ঢেউয়ে ঢেউয়ে অজানায় ভেসে চলার রাত।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

হারানো ওয়াছিম বলেছেন: কোন ভণিতাহীন নারীর সংখা যদি অনেক হয়? কবিতাটি ভালো লাগলো । চমৎকার একটা কবিতা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

আম-আঁটির ভেঁপু বলেছেন: ধন্যবাদ। :)

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

গ্রাম্যবালিকা বলেছেন: আমিও লিখি? :#>

আজকে রাতটা চুটিয়ে প্রেম করে যেতে চাই।
কোনো মায়াময় পুরুষের বুকে মাথা রেখে
সারা রাত কাটিয়ে দিতে চাই মোহনীয় চাঁদের আলোয় স্নান করে।
আজ রাতে ভালোবাসতে চাই মন ভরে।
দুজন দুজনায় আবেশে মোহবিষ্ট হয়ে
কেটে যাক পুরোটা সময়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

আম-আঁটির ভেঁপু বলেছেন: জটিল!! :) :) :)

থ্যাংকু!

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

লোনলিফাইটার বলেছেন: গ্রাম্যবালিকা @রিয়েলি? ;) B-)) :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

আম-আঁটির ভেঁপু বলেছেন: ;) ;) ;)

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

গ্রাম্যবালিকা বলেছেন: নো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!@ লোনলিফাইটার

দ্যাট ওয়াজ জাষ্ট এ পয়েম! :#>

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

আম-আঁটির ভেঁপু বলেছেন: :( :( :(

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০

দায়িত্ববান নাগরিক বলেছেন: B-) B-) B-) B-) ভালো লাগলো। শুভকামনা ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

আম-আঁটির ভেঁপু বলেছেন: ধন্যবাদ :)

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

কালোপরী বলেছেন: আমি ঘুমাইতে চাই :P



সুন্দর কবিতা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

আম-আঁটির ভেঁপু বলেছেন: সব রাতই কি ঘুমানোর হয়? কোনো কোনো রাত হয় জেগে থাকার রাত... :)

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

সিডির দোকান বলেছেন: ওহ্
গ্রাম্যবালিকা এইটা কী করলো?
বহু পুরুষের আকাঙ্খিত মন ভেঙে চুরুমুরু হয়ে গেলো রে... :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

আম-আঁটির ভেঁপু বলেছেন: সেইটাই... কন দেখি! বুক ভাইঙ্গা গেলো...

৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হে হে ......লক্ষ্মন ভালা না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.