![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকাসোকা মানুষ, কঠিন কথা বুঝিনা। মৌলবাদের গুষ্ঠি কিলাই। লিখতে ভাল্লাগে তাই লিখি। যোগাযোগ: [email protected]
স্বাধীনতা তুমি
গলার দড়িতে একটু ঢিল;
খুঁটির চারধারে ঘুরেফিরে খড় খাওয়া।
স্বাধীনতা তুমি
বাঁশের বেড়া, কাঁটাতারের ঘেরাটোপ-
তার মাঝে নিরাপদ বিচরণ।
স্বাধীনতা তুমি
সেন্সর করা ‘হাম্বা’ ডাক, শিখিয়ে দেওয়া বুলি,
স্বাধীনতা তুমি
জিহ্বার তালা, চোখের কাপড়, কানের পাশে আঁটা ঠুলি।
স্বাধীনতা তুমি
পাঁচ বছর আওয়ামী লীগের, পাঁচ বছর থাকো বিএনপি’র
কখনও তুমি আর্মির, কখনও হেফাজতের ইসলামীর।
স্বাধীনতা তুমি
মিছিল-মিটিং, হরতাল, আর নির্বাচনী ক্যাম্পেন,
গাড়ি ভাংচুর, পুলিশ মারা, পেট্রোল বোমা-ককটেল।
স্বাধীনতা তুমি
সনদপ্রাপ্ত বুদ্ধিজীবির টকশো’ করার অধিকার,
বেতনভূক সাংবাদিকের মিথ্যা কথার সমাহার।
স্বাধীনতা তুমি
ব্লগের ব্যান, বন্ধ ইউটিউব, ফেসবুকে নজরদারী
স্বাধীনতা তুমি
পুলিশের কবজি, বিশ্বজিৎ, সংখ্যালঘুর আহাজারী।
স্বাধীনতা তুমি
সারাটা জীবন ঘুমিয়ে থাকা, মাতাল হয়ে প্রলাপ বকা
স্বাধীনতা তুমি
চুষিকাঠি, লেবেঞ্চুষ, ছেলের হাতের লজেন্স-ললি।
স্বাধীনতা তুমি
জুয়েল আইচের ভেল্কি, শুভঙ্করের ফাঁকি,
গাঁজার জাহাজ, রুপকথা আর মিথ্যা যত বুলি।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬
আম-আঁটির ভেঁপু বলেছেন: ধন্যবাদ।
২| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮
অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ! ভাল স্যাটায়ার !
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬
আম-আঁটির ভেঁপু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪
হাসান মাহবুব বলেছেন: ভালো স্যাটায়ার হয়েছে পদ্যে।