![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকাসোকা মানুষ, কঠিন কথা বুঝিনা। মৌলবাদের গুষ্ঠি কিলাই। লিখতে ভাল্লাগে তাই লিখি। যোগাযোগ: [email protected]
“আমরা এমন ব্যবসায়িক প্রতিষ্ঠান চাই, যেখানে কোনো শিশুশ্রম হয়না, যেখানে শ্রমিকদের তাদের প্রাপ্য মজুরি দেয়া হয় এবং সর্বোপরি যেখানে শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়- যাতে এরকম ঘটনা না ঘটে। কিন্তু, মুশকিল হলো- এর জন্য হয়তো আমাদেরকে একটা কাপড় ৫ ডলার বেশি মূল্যে কিনতে হবে, এবং গ্রাহকরা সেই মূল্য দিতে নারাজ।”- বললেন হাফিংটন পোস্ট সাংবাদিক মার্ক হিল।
একটা বিল্ডিংয়ে ফাটল ধরেছে, ভেঙে পড়বে পড়বে- করছে, তার মধ্যে ভেড়ার পালের মত খেদিয়ে তাড়িয়ে শ্রমিকদের ঢোকানো হয়েছে। তারপর সে ভবন ভেঙে পড়েছে, হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে- আর মন্ত্রী মহোদয় বলছেন- হরতালকারীরা এসে বিল্ডিং ঝাঁকিয়ে দিয়ে গেছে...
আমি ফেসবুকে স্ট্যাটাসগুলো দেখছি, ছবি দেখছি, খবর পড়ছি- বিশ্বাস করতে পারছি না। আমার বিশ্বাস হচ্ছে না- যে এই হাজার হাজার লোক ওভাবে পুরো একটা দিন চাপা পড়ে আছে, এবং এভাবেই চাপা পড়ে থাকবে- মরে না যাওয়া পর্যন্ত। বিশ্বাস হচ্ছে না, যে আমাদের কিছুই করার নেই। আমাদের দমকল, আমাদের আর্মি- এদের কারও পর্যাপ্ত প্রযুক্তি নেই- এই লোকগুলোকে উদ্ধার করার জন্য। পৃথিবীর বিভিন্ন দেশে বহু প্রতিষ্ঠান রয়েছে- যারা এ ধরনের উদ্ধারকার্যে পারদর্শী এবং পৃথিবীর যে কোনো প্রান্তে কয়েক ঘন্টার নোটিশে ছুটে গিয়ে সেবা প্রদান এবং উদ্ধারকার্য সফলভাবে পরিচালনায় সক্ষম। কিন্তু সরকার বাইরের দেশগুলোর কাছে সাহায্য চাইছে না- নিছকই নিজেদের গোঁয়ার্তুমীর কারণে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এতগুলো খেটে খাওয়া লোকের জীবনের চেয়ে তাঁর নিজের আত্মসম্মানই বড় হলো। তবে তাই হোক- কেটেছিঁড়ে হাত-পা টুকরো টুকরো করে কাউকে কাউকে বের করা হবে, আর বাকিরা ওভাবেই চাপা পড়ে থাকবে- মরে না যাওয়া পর্যন্ত। তারপর মিউনিসিপালিটির বড় বুলডোজার এসে পুরোটাকে গুঁড়িয়ে দেবে; ধ্বংসস্তুপের ওপর আরেকটা প্লাজা হবে।
চলতেই থাকবে লাশের মিছিল। আর ওই লাশের দামে, রক্তের দামে, স্বজনহারা মানুষের গগনবিদারী আর্তনাদের দামে কেনা বৈদেশিক মুদ্রায় ট্যাক্সও দেবেন না কেউ। ইলেকশনে পার্টি ফান্ডে চাঁদা জমা পড়বে, নিমেষেই সবকিছু ফাইলে চাপা পড়বে। বাংলাদেশ ক্রমশঃ উপরে উঠছে, উন্নতি করছে। নেক্সট ইলেভেন, সবচেয়ে সম্ভাবনাময় দেশগুলোর একটি। অর্থনীতি নাকি আকাশচুম্বী। আরও কত হাজার লাশের পাহাড় হলে সে পাহাড় আকাশে পৌঁছুবে???
©somewhere in net ltd.