![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকাসোকা মানুষ, কঠিন কথা বুঝিনা। মৌলবাদের গুষ্ঠি কিলাই। লিখতে ভাল্লাগে তাই লিখি। যোগাযোগ: [email protected]
আলতো নুয়ে তোমার ঠোঁটে ঠোঁট রাখতেই
পাতলা চামড়া বেয়ে উঠে আসে-
বিষণ্ন বিষ।
তোমার চোখে, মুখে প্রতিটি অভিব্যক্তিতে
যে বিষণ্নতা গ্রাস করে আছে আজকের প্রতিটি মূহুর্ত
সেই বিষণ্নতার বিষ।
আজ থেকে কয়েক বছর আগে, কিংবা কয়েক যুগ
হয়তো কয়েক শতক,
প্রথম চুমু খেয়েছিলাম তোমার ঠোঁটে,
এক ফোঁটা তরল বিষ
মুখ-গলা-বুক বেয়ে পাকস্থলী, হৃৎপিন্ডে,
প্রতি ধমনী- শিরা- উপশিরায় ছড়িয়ে গিয়েছিলো;
বিষে বিষাক্ত, বিষে আসক্ত হলাম আমি।
আজ অবধি কোনো নারীকে ছুঁইনা আমি
চুমু খাই না, ভালোবাসার কথা বলিনা
যে বিষের বীজ রক্তে বয়ে নিয়ে ছুটছি অনন্তকাল
সে কেবল আমারই থাক;
কাউকে আসক্ত করতে চাই না আর
কাউকে বিষাক্ত করতে চাই না আমি-
বিষের নেশায় ছুটে আসি তোমার কাছেই
বারংবার;
নুয়ে পড়ে তোমার ঠোঁট খুঁজে নেই
খুঁজে নেই পরম আরাধ্য তরল বিষ
শিরা উপশিরা দপদপ করে ওঠে
রক্তে আগুন ধরে- তবু পরম আরাধ্য সে বিষ।
পারিনি আর কোনো নারীকে ভালোবাসতে
পারিনি আর কাউকে হৃদয় দিতে
কিংবা কারো হৃদয়ে স্থান নিতে
শুধু তুমি- অনাদি অনন্ত, কত বছর-
কত যুগ কিংবা শতাব্দী
শুধু তুমি;
তোমার ঠোঁটের মাঝে সবকিছু অর্থ খুঁজে পায়
কিংবা হয়তো সবকিছু অর্থ হারায়-
এতদিন পরেও বুঝতে পারি না কিছুই।
কাকে বেশি ভালোবাসি? তুমি না তোমার মাদক বিষ?
সেটাও আজ অবধি বুঝে উঠতে পারিনি।
__________________________________ অনীক ইকবাল
©somewhere in net ltd.