| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আম-আঁটির ভেঁপু
বোকাসোকা মানুষ, কঠিন কথা বুঝিনা। মৌলবাদের গুষ্ঠি কিলাই। লিখতে ভাল্লাগে তাই লিখি। যোগাযোগ: [email protected]
সুরঞ্জনা লো সুরঞ্জনা
তরার বাড়িত যামুনা
বাড়ির পিছে কাঁটার গাছ
ঝোপের ভিতরে গোখরা সাপ
সকাল দুপুর খাড়য় থাহি
রাইতের বেলাও চায়া থাহি
একবারও তুই জানলা দিয়া
বাইরে চায়া দেহস না।
সুরঞ্জনা লো সুরঞ্জনা
তর কলেজে যামুনা
কলেজ’র সামনে খাড়য় থাহি
বিয়ান বেলায় কলেজ ছুটি-
তুই তো তর সই’র লগে
হাইট্যা হাইট্যা চইলা যাস
আমার দিকে দেহস না।
সুরঞ্জনা লো সুরঞ্জনা
তর লগে আর কথা নাই
তুই তো বেডি দেমাগ দেহাস
কথায় কথায় গোস্বা কইরা
মুখ ঘুরাইয়া চইল্যা যাস।
আমার দিলে কেমুন পুড়ায়
এইডা তো তুই বুঝস না
দিলের কথা বুঝতি,
যদি মনের কথা পড়তি-
এত দিনে আমার ঘরের
বউই হইয়া আইতি।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৭
আম-আঁটির ভেঁপু বলেছেন: না না... হয়নাইক্কা।
তয় ধইন্যা...
![]()
২|
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩২
উঠতি বুদ্ধিজীবী বলেছেন: ছ ছেড
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৭
আম-আঁটির ভেঁপু বলেছেন: ![]()
৩|
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬
হাসান মাহবুব বলেছেন: পেলাস!
২৬ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৯
আম-আঁটির ভেঁপু বলেছেন: থ্যাংকু ![]()
৪|
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮
নীল-দর্পণ বলেছেন: নিজের এলাকার ফ্লেভার পাচ্ছি একটু একটু
২৬ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৯
আম-আঁটির ভেঁপু বলেছেন: ![]()
৫|
২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩
সমুদ্র কন্যা বলেছেন: বাহ চমৎকার!
২৬ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৯
আম-আঁটির ভেঁপু বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৮
সীমাবেস্ট বলেছেন: বুঝতারছি ময়মন্সিঙ্গা পোলা
। তয় লেখা ভালা !