![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকাসোকা মানুষ, কঠিন কথা বুঝিনা। মৌলবাদের গুষ্ঠি কিলাই। লিখতে ভাল্লাগে তাই লিখি। যোগাযোগ: [email protected]
একটা নিঃসঙ্গ রাত, অন্ধকার ও বন্ধুহীন
টিমটিমে ল্যাম্পপোস্ট আঁচড় কাটছে আঁধারের গায়
একাকী জেগে থাকা নির্ঘুম বিষণ্ন কোনো কবি
বিষণ্নতা অকারণ বিলাসিতা,
বিষণ্নতা সুখ কিংবা নেশা- অনেকটা মাদকের মত।
গাছের রহস্যময় শাখাপ্রশাখার আড়ালে
পাখিশাবকের ক্ষীণ অনুযোগ,
অপরিচিত এক নিরুদ্দেশ বালকের হেঁটে হেঁটে চলে যাওয়া
জীবনের ক্যানভাস রঙিন কিংবা সাদাকালো
হয়তো এ নাটকে কোনো দর্শক নেই,
জেনে বা না জেনে- সবাই অভিনেতা
কিংবা হয়তো সবাই দর্শক-
কোনো অন্ধকার জানালা দিয়ে
কেউ হয়তো বিষণ্ন কবির অভিনয়ও
বিমগ্ন, নির্ঘুম চেয়ে চেয়ে দেখে যায়।
২| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগল।
৩| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১১
টুম্পা মনি বলেছেন: ভালো লাগল।