নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম-আঁটির ভেঁপু

কবে যাবো পাহাড়ে... কবে শাল মহুয়া কণকচাঁপার মালা দেব তাহারে....

আম-আঁটির ভেঁপু

বোকাসোকা মানুষ, কঠিন কথা বুঝিনা। মৌলবাদের গুষ্ঠি কিলাই। লিখতে ভাল্লাগে তাই লিখি। যোগাযোগ: [email protected]

আম-আঁটির ভেঁপু › বিস্তারিত পোস্টঃ

তবু ভোর হয়

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭

মুষল বর্ষণে ভেসে যাচ্ছে শহর, গ্রাম

টিনের চালে বৃষ্টিফোঁটার উচ্ছৃঙ্খলতা

চাপা পড়ে ভাঙা হাড়ের আর্তনাদে

আকাশে ফুটফুটে সাদা চাঁদ,

কালো কালো ছোপ ছোপ-

অন্ধকার গাঁথা হয় রক্তের ক্যানভাসে

তবু ভোর হয়, রাত শেষে তবু পাখি ডাকে।



বীর্য আর ঘামের গন্ধে ডুবে থাকা পতিতারা ওঠে জেগে

বুনো হিংস্র শেয়ালের লাল জিহ্বা বেয়ে লালা নেমে আসে

সবুজ ঘাসেরা মরে যায় ফ্যাকাশে হলুদ হয়ে

তবু ভোর হয়, তবু বাতাসে আমের পরাগ।



রক্তের লাল লাল ছোপ আঁধারের গায়ে

উপড়ে নেয়া স্তন, ক্ষতবিক্ষত যোনী-

মৃত তবু মৃত নয়, ধর্ষিতা আরো জন্ম দেয়

জারজ-বেজন্মার দল, কুরে কুরে খায়

নির্যাতিতা মায়ের শরীর।

মার্চের কালো রাত, ফিরে আসে বারবার

তবু ভোর হয়, আরেকটা রাত আসবে বলে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.