![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকাসোকা মানুষ, কঠিন কথা বুঝিনা। মৌলবাদের গুষ্ঠি কিলাই। লিখতে ভাল্লাগে তাই লিখি। যোগাযোগ: [email protected]
লাল গোলাপের পাপড়িগুলো শুকিয়ে যাবার পর,
ভরা পূর্ণিমার সাদা জোছনা মিলিয়ে গেলে ‘পরে,
পৌষ মাসের গাছের পাতা ঝরে পড়া শেষ হলে,
বরফগলা নদীর পানি সাগরে মিশে হারিয়ে গেলে-
তোমার চিবুকখানি আলতো ছুঁয়ে, চোখে রেখে চোখ
ফিসফিসিয়ে বলবো- ‘ভালোবাসো তো’?
যদি বলো ‘হ্যাঁ’-
তোমার সিক্ত ঠোঁটে মেটাবো জন্মজন্মান্তের তৃষ্ণা...
আর যদি বলো- ‘না’-
আমাদের প্রেম নিয়ে এক মহাকাব্য হবে লেখা।
পৃথিবীর সব খাতা, সব সাদা পাতা-
ভরে দেবো বিষাদের কবিতায়।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
হাসান মাহবুব বলেছেন: ভালোই।