![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকাসোকা মানুষ, কঠিন কথা বুঝিনা। মৌলবাদের গুষ্ঠি কিলাই। লিখতে ভাল্লাগে তাই লিখি। যোগাযোগ: [email protected]
একটা গল্প লিখবো, বুঝলে?
শ্যামলা গড়নের, কৃষ্ণকেশী এক রাজকন্যার
সে গল্পে একটা রাজপুত্রও আছে...
না, থাক। রাজপুত্র দিয়ে কাজ নেই
এ গল্প শুধু রাজকন্যার গল্প।
সাতসমুদ্র তের নদীর ও’পারে,
পাহাড় চুড়ায় কোনো এক মেঘের দেশে
সেই রাজকন্যার প্রাসাদ-
মেঘের মত, পাহাড়ের মত একেলা
পাহাড়ের গা বেয়ে-
শিরশিরিয়ে বয়ে যাওয়া বাতাসের মত একেলা
কিংবা ঠিক আমাদের রাজকন্যার মত একেলা।
তুমি কি হবে আমার সেই গল্পের নায়িকা?
বলো, হবে তুমি আমার কৃষ্ণকেশী রাজকন্যা?
সে গল্পে নাহয় একটা রাজপুত্রও থাকুক।
মর্ত্যের দেশের বাসিন্দা নয় মোটেও;
মেঘপুত্র, মেঘের পাখায় ভেসে বেড়ানোই তার কাজ
হঠাৎ একদিন তেমনি ভাসতে ভাসতে
সে উদাসী রাজকন্যার গাল ছুঁয়ে যাবে-
ঠিক যেমন সাঁঝের বাতাস রোজ
চুমু খেয়ে যায় তার গালে
এক দেখাতেই প্রেম হয়ে যাবে ওদের...
না, ঠিক ওদের নয়। শুধু রাজপুত্রের।
হঠাৎ সে ভালোবেসে ফেলবে আমাদের রাজকন্যাকে
তারপর প্রতিদিন কারণে অকারণে ডানায় ভর করে
রাজকন্যার গালে মেঘ হয়ে চুমু খেয়ে যায় সে
কখনো বা বৃষ্টি হয়ে সে ঝরে পড়ে রাজকন্যার সারা গায়ে
তুমি কি হবে সেই রাজকন্যা?
মেঘপুত্রের বড় সাধ সে একদিন মানুষ হবে,
শুধু হাওয়া নয়, বৃষ্টি নয়,
রক্তমাংসের ঠোঁট দিয়ে রাজকন্যার গালে একটা চুমু আঁকবে
শুধু একদিনের জন্যও যদি হয়,
শুধু একটি চুমুর অনুমতি যদি পায় তাও সই-
কিংবা হয়তো সেই ভালো,
মেঘ হয়ে সে ইচ্ছেমতন চুমু খেতে পায়
রক্তমাংসের মানুষ কি কোনোদিন
পৌঁছুবে সেই একেলা প্রাসাদে?
সাতসমুদ্র আর তের নদীর পারে,
পাহাড় চুড়ায় মেঘের দেশে?
আজ মনে বড় সাধ জাগে মেঘ হতে
শুধু একদিনের জন্যও যদি হয়,
শুধু একটি চুমুর অনুমতি যদি পাই তাও সই।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩১
আম-আঁটির ভেঁপু বলেছেন: মন্দ হয় না...
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১২
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৬
আম-আঁটির ভেঁপু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৩
পাঠক১৯৭১ বলেছেন: কালো চুল হতে হবে কেন, স্বর্ণকেশী হলে কেমন হয়?