![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকাসোকা মানুষ, কঠিন কথা বুঝিনা। মৌলবাদের গুষ্ঠি কিলাই। লিখতে ভাল্লাগে তাই লিখি। যোগাযোগ: [email protected]
তোমাকে ছেড়ে যাবো না কোনোদিন।
সব খেলা চুকে গেলে- তারপরও
বাতাস হয়ে শনশন বয়ে যাবো গা ছুঁয়ে
কিছুতেই হারিয়ে যাবো না।
চিনে নিও সেদিন, বুঝে নিও ঠিকঠাক,
পাক ধরা চুলে, জ্বলজ্বলে দৃষ্টির
বিচক্ষণ ষাটোর্ধ বৃদ্ধ তুমি যদি
তখনও রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়াও
চা’র কাপ হাতে, চিনে নিও ঠিকঠাক-
গা ছুঁয়ে বয়ে যাওয়া শনশন হাওয়া।
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৪
আম-আঁটির ভেঁপু বলেছেন:
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫৮
এম.এ.জি তালুকদার বলেছেন: আম আটির ভেপু- কথাটি শুনলেই মনে পড়ে পথের পাচালির কথা। সংক্ষিপ্ত পরিচিতির আত্মিক শ্লোগানের সাথে লেখকের মন-মননশীলতা ও রুচির সঙ্গতিপূর্ন মিলনাত্তক লেখার মিল খুজে পাই না।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩১
এম এস নিলয় বলেছেন: কোথাও না যাওয়াই ভালো
ভালো লিখেছেন