![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে বাসায় ফেরার জন্য
বাসে বসে অপেক্ষা করতাছিলাম। এমতাবস্থায় এক
সুন্দরী আপু বাসে উঠল আর উইঠাই প্রথম তাকাইল
আমার দিকে। আমার তহন পুরাই রোমান্টিক
অবস্থা। পাশের সিটটা ফাঁকা ছিল। কোন সন্দেহ নাই
আপু আমার পাশেই বসব। আমি তখন মনে মনে নৃত্য
শুরু করিয়া দিছি। হঠাৎ ছন্দপতন। আপি আমারে পাশ
কাটাইয়া পাশের খালি সিটে গিয়ে বসল।
এইটা প্রবলেম ছিল না। একটুপর রহস্যজনক
বয়সের এক লোক বাসে উঠল।
আপি লোকটারে ডাইকা নিয়া নিজের পাশে বসাইল।
একটু পর লোকটা আইপির সাথেই আসছে।
ততক্ষণে আমার মনে হৃদয়ভাঙা গান শুরু হইয়া গেছে।
আমি আর ওদিকে তাকাইলাম না। রাস্তায় জ্যাম
ছিল আর আমি একটা আরামের ঘুম
দিতে চেষ্টা করলাম।
©somewhere in net ltd.