![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে ধর্মবাদী সে ধর্ম প্রচারে-প্রসারে ব্যতিব্যস্ত ,
যে বস্তুবাদী সে বস্তুবাদ ব্যস্ত প্রমাণ যুক্তি খণ্ডনে ;
যে মানবতা বাদী সে মানবতা বিলাতে ব্যস্ত ,
যে নির্লিপ্ত সে বাকিদের ব্যস্ততায় ত্যক্ত বিরক্ত ;
আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে ভিন্ন মতে বিরোধী ,
প্রত্যেকেই দিন শেষে সুখের আশ্রয়ে ঘুমাতে চাই ,
প্রত্যেকেই অপরের অমনোযোগিতায় ক্ষুণ্ণ হই
প্রত্যেকেই পরস্পর নির্ভরতার হাত হাতড়ে বেড়াই;
জীবন বিহারে আমারা আমাদের নিয়েই বাঁচি মরি,
মরণের দারে দাড়িয়ে আমরা এক মন একই একক;
তবুও কারো নিগুঢ় ষড়যন্ত্রের খাতিরে আমরা আমাদের কেউ না,
আমরা কারো সুনিপুণ সৃষ্টির বিশেষিত অংশ বিশেষ;
ঢাকা
২৯/১০/১৫
©somewhere in net ltd.