নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারন, বেচেঁ থাকতে চাই মরনের আগে পর্যণ্ত, মৃত্যুর পরে দেখতে চাই, অন্তত একটি মানুষের চোখে একটু ভালবাসার জল।
একদিন বিলগেটস তার বন্ধুকে বললো , " আমার কনুই তে ব্যাথা পেয়েছি , আমার মনে হয় আমার কোন ডাক্তারকে দেখানো উচিত "
তার বন্ধু তাকে বললেন, " ডাক্তার দেখানোর দরকার নাই , বরং তোমার অফিস এর সামনে যে নতুন ওষূধ এর দোকান হয়েছে , সেখানে কম্পিউটার এর মাধ্যমে খুব দ্রুত আর অল্প ডলার এ রোগ নির্নয় আর প্রেস্ক্রিপশন পাওয়া যায় , তুমি সেখানে তোমার মূত্র স্যাম্পল দিলে ১০ ডলার এর বিনিময়ে টেস্ট করে তোমার সমস্যা আর প্রতিকার পেতে পারো ।
বিল গেটস , চিন্তা করল , " মাত্রই তো ১০ ডলার একটা ট্রাই দেয়া যাক , সে একটি জার এ তার ইউরিন দিয়ে ভর্তি করল , আর কম্পিউটার টি খুজে নিয়ে সেখানে ঢেলে দিলো ।
যথারীতি কম্পিঊটারটি , বেশ কিচ্ছুক্ষন গড় গড় সাউণ্ড করে একটা ছোট স্লিপ বের করে দিলো , সেখানে লিখা ছিলোঃ
" তোমার হাড়ে আঘাত জনিত ব্যাথা হয়েছে , তোমার কনুই গরম পানিতে ডুবিয়ে রাখো প্রতিদিন কিছু সময় , আর ভারী কোন কিছু উঠাবে না , তোমার হাতের ব্যাথা ২ সপ্তাহে ভালো হয়ে যাবে । "
বিলগেটস যখন সন্ধায় এই অদ্ভুত যন্ত্রটি নিয়ে চিন্তা করছিলো , তখন সে চিন্তা করল , সে ভাবল এই যন্ত্র তো বিজ্ঞানের বিষ্ময় , সে চিন্তা করল , দেখা যাক এই যন্ত্রটাকে বোকা বানানো যায় কিনা !!
সে চিন্তা করল দেখা যাক , সে কি করল, " সে একটা জারে , প্রথমে কিছু পানি নিলো , এরপর কুকুরের ইউরিন নিলো , এরপর নিলো তার স্ত্রী এর ইউরিন স্যাম্পল আর তার মেয়ের ইউরিন স্যাম্পল , সাথে তার নিজের স্পার্ম দিয়ে সব গুলা জারে মিক্স করলো ।
এরপর সেই স্যাম্পল নিয়ে , সে কম্পিটারে দিলো , ১০ ডলার পে করল , যথারীতি মেশিন কিছুক্ষন সাউন্ড করলো , আর একটা কাগজ বেরিয়ে এলো ।
কাগজে লিখা ছিলো, "
" তোমার ট্যাপের পানি অত্যধিক ক্ষারীয় , আরো সফট ওয়াটার ইউজ কররার ট্রাই করো ,
তোমার কুকুর অত্যাধিক দুর্বল , তাকে ভালো খাবার আর ভাইটামিন দাও ।
তোমার মেয়ে কোকেইন খায় , ওরে রহ্যাবিটেশন ক্লিনিক এ ভর্তি করাও । :!> :-&
তোমার বউ প্রেগনেন্ট তার গর্ভে জমজ বাচ্চা , দুর্ভাগ্যজনক ভাবে , বাচ্চা দুটো তোমার না , তুমি বরং একজন ল'ইয়ার খুজো ।
আর , তুমি তোমার হাত দিয়ে ঝাকাঝাকি বন্ধ কর , না হলে তোমার টেনিস এল্বো পেইন এই জীবনে আর ভালো হবে না ।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫০
উজবুক ইশতি বলেছেন: মামা পড়ে মজা পেলাম
২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০
অনির্বাণ রায়। বলেছেন: ভাগিনা ধন্যবাদ
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২
শাকিল ১৭০৫ বলেছেন: ১৮++++
২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০
অনির্বাণ রায়। বলেছেন:
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৮
দি সুফি বলেছেন: হাহাহাহাহাহা। বেচারা বিল্লু!
কিন্তু ঘটনা হইল, বিলগেট্স এমন একটা যন্ত্র পাইলে, এর মডেলের উপর ভিত্তি করে নিজেই একটা নতুন যন্ত্র বানাইয়া বিক্রী শুরু করে দিত!
২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯
অনির্বাণ রায়। বলেছেন:
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২০
ভারসাম্য বলেছেন: ভালই তবে এটারই একটা ওল্ড ভার্শান শুনেছিলাম আগে যেখানে এক মাতাল একটা ওয়াইন প্রোডিউসার কোম্পানীর বিভিন্ন স্যাম্পল এক চুমুক পান করেই সেটার উপাদান, উৎপাদনকাল সহ অন্যান্য গুণাগুণ গড়বড় করে বলে দিচ্ছিল। শেষে প্রোডাকশান ম্যানেজার রেগে পাশের রুমে থাকা তার মহিলা সহযোগীর ইউরিন একটা ওয়াইনের বোতলে ভরে নিয়ে এল। মাতালটা সেটাও এক চুমুক খেয়ে সেই মহিলা সহযোগীর সব গুণাগুণ বলতে থাকল, এক পর্যায়ে সে তিনমাসের প্রেগন্যান্ট এটাও বলল এবং হুমকি দিল যে তাকে বড় অংকের টাকা না দিলে সেই ম্যানেজারই যে সেই মহিলার আসন্ন বাচ্চার বাবা এটা সে ফাঁস করে দেবে।
বিল গেটস ভার্শানটাও ভাল লাগলো। ++++
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৬
অনির্বাণ রায়। বলেছেন: হাহাহা , এটাও মজার ।
ধন্যবাদ শেয়ার করার জন্য
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫০
উজবুক ইশতি বলেছেন: মামা পড়ে মজা পেলাম