নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

বইমেলা আর আমার প্রিয় লেখক

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৭

প্রিয় লেখকের বই নিয়ে কিছু লেখার সময় ১০০ পারসেণ্ট ভালাবাসা নিয়ে লেখা হলেও মনে হয় অনেক কথা তো লেখাই হয়নি।

আমার অসম্ভব প্রিয় একজন লেখক হচ্ছেন শরীফ তমাল। এবার ওনার বইমেলাতে দুইটা বই বের হয়েছে। একটা গল্পের আর একটা কবিতার। ফেইসবুক আর ব্লগের খাতিরে ওনার অনেক লেখা আমি পড়েছি। যতবার পড়েছি ঠিক প্রত্যেকটাবার আমার মনে হয়েছে ওনার প্রত্যেকটা লেখার চরিত্র আমার খুব চেনা। আমার খুব কাছের চরিত্র। তাইতো আজ ক্লাশে যখন ২১ এর বইমেলা নিয়ে একটা প্রেজেন্টেশন করার কথা বললো প্রথমেই মনে হলো তার বইটাই হোক আমার বিষয়।

আমি তখন সামওয়্যার ইন ব্লগে আর ইস্টিশনে লেখালেখি করছি, আমার এক বন্ধু জামান আমার ব্লগিং করার কথা শুনে আমাকে বললো তার বন্ধু তমালের কথা। সেই মাধ্যমেই আমার শুরু তমাল ভাইয়ের লেখা পড়ার। যতোই পড়তাম ততোই অবাক হতাম। কি করে কেউ এতো সুন্দর লেখতে পারতো ভাবতাম।

আপনার মতোন একজন লেখকের ভক্ত হওয়া আমার জন্য ভাগ্যের বিষয়। অনেক ভালো থাকুন তমাল ভাই। আর এতো সুন্দর সুন্দর বইয়ের আশায় রইলাম।

আর সব থেকে ভালো খবর এখন ঘরে বসেই রকমারি থেকে বইটি কিনে ফেলতে পারবেন অনায়াসে। Click This Link

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৩

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ আপনার অনুভূতি প্রকাশ করার জন্য। আমিও পড়ব তার লেখা বই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৭

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ।

পড়লে আশাহত হবেন না আশা রাখি।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২০

কানিজ ফাতেমা বলেছেন: আমি তার লেখা মোটামুটি পড়ি । এক কথায় অসাধারন ।
শুভেচ্ছা জানবেন ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৭

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ওনার প্রত্যেকটা লেখা পড়ার মতোনই।

ভালো থাকুন।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

জুন বলেছেন: আনিসা নাসরিন
শরিফ তমাল নামটি ও তার চেহারা আমার একেবারেই অচেনা , কিন্ত দেন "আই ডিসাইডেড টু কিক আউট মাইসেলফ" নামটি আবার আমার বড্ড চেনা । আমার অত্যন্ত প্রিয় এক ব্লগার শতদ্রু একটি নদী নিকে যখন সামহ্যোয়ার ইন ব্লগে এই পোষ্টটি লিখছিলেন তখন আমি ছিলাম তার সেই লেখার নিয়মিত পাঠিকা । ইভেন আমি কপি পেষ্ট করেও তার সেই লেখাগুলো সংগ্রহে রেখেছি । এখন বই আকারে বের হচ্ছে দেখে খুব ভালো লাগছে । হয়তো আমি তা সংগ্রহ করতে পারবোনা। কিন্ত আমি তার বই ও লেখক জীবনের সর্বাংগীন সাফল্য কামনা করছি ।
আপনার সাথে দেখা হলে জানিয়ে দেবেন আমার অভিনন্দনটুকু :)
শুভেচ্ছা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ জুন আপনাকে। আমি আপনার শুভ কামনা অবশ্যই তমাল ভাইকে জানিয়ে দেবো।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৮

এডওয়ার্ড মায়া বলেছেন: শরিফ তমাল কি শতদ্রু একটি নদী ?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০১

আনিসা নাসরীন বলেছেন: জ্বী

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: ফেসবুকে উনার সাথে নিয়মিতই কথা হয় । এবারের বইমেলায় গেলে প্রথমেই উনার বই কিনবো ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০১

আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: লেখক এবং পোষ্ট দাতা দুজনের প্রতি শুভ কামনা রইল । X(( খুব শীঘ্রই সংগ্রহ করবো ।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৬

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.