নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানলা আমার মানেনা আজ ধর্মের বিভেদ/জানলা জাতীয়তাবাদের পরোয়া করে না

অঞ্জন ঝনঝন

অঞ্জন ঝনঝন আমার আসল নাম না। আমি সামুর নিয়মিত ব্লগারও না। মাঝেমধ্যে ঘুরে যাই ভাল্লাগে।

অঞ্জন ঝনঝন › বিস্তারিত পোস্টঃ

যে কারণে কবি সাহিত্যিকরা একটু লুচু টাইপের হয় :P ;) #18+

২২ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৭

এ পোস্টের সারাংশ আগেই বলে দেইঃ
"ছেলেদের সেক্সুয়াল ফ্যান্টাসির খোরাক যোগায় পর্নোগ্রাফী আর মেয়েদের ক্ষেত্রে এ দায়িত্ব পালন করে প্রেমের উপন্যাস, পর্নোগ্রাফী নহে।"
.
কলেজ লেভেলের ছাত্র ছাত্রীদের উপর চালানো একটা বেশ ইন্টারেস্টিং গবেষণার কথা বলি।
.
কলেজের কিছু ছাত্রদের বলা হয়েছিল তারা অচেনা ছাত্রীদের সামনে গিয়ে বলবেঃ
"এই মেয়ে শোন, তোমাকে অনেক দিন ধরেই ক্যাম্পাসে দেখছি। তুমি খুবই আকর্ষণীয়।"
তারপর তিনটি প্রশ্ন করবে।
"১। তুমি কি আমার সাথে ডেটে যেতে ইচ্ছুক?
২। তুমি কি আমার সাথে আমার এপার্টমেন্টে যেতে ইচ্ছুক?
৩। তুমি কি আমার সাথে সেক্স করতে ইচ্ছুক?"
.
ফলাফলে দেখা গেছে ৫০% ছাত্রী ডেটে যেতে রাজি হয়েছে, ৬% এপার্টমেন্টে আর সেক্স করতে? ০% :D
খেয়াল কৈরা এটা কিন্তু কোন রক্ষণশীল দেশে চালানো গবেষণা না। বরং পশ্চিমা আধুনিক দেশেরই। সেখানের মেয়েদের কাছেও এই কথা নেই বার্তা নেই এসেই সেক্সের অফার দেয়াটাকে অপমানজনক মনে হইছে।
.
এবার আসুন উলটো গবেষণার ফলাফল দেখি অর্থাৎ কোন মেয়ে যখন কোন ছেলেকে উপরের প্রশ্নগুলি করে তখন দেখা গেছে সাথে সাথে ৫০% ছেলে ডেটে যেতে রাজি হয়েছে, ৬৯% এপার্টমেন্টে যেতে, আর
সেক্স করতে রাজি হইছে!!!!
প্রায় ৭৫% ;)
.
আসলে পুরুষের সেক্স বেশীরভাগ সময়ই যান্ত্রিক। এটা ইমোশনের খুব একটা ধার ধারে না। তারা বহু পার্টনারের সাথে সেক্সুয়াল ফ্যান্টাসিতে ভোগে। অন্যদিকে নারীদের ক্ষেত্রে বিষয়টা ব্যাতিক্রম তাদের ইমোশনের কচকচানি বেশী পছন্দের। যান্ত্রিক সেক্স নয় বরং তাদের কাছে সেক্সুয়াল রিলেশন অনেকটাই ইমোশনের সাথে সম্পর্কিত।
.
যাহোক পুরুষের এই উগ্র সেক্সুয়াল ফ্যান্টাসির খোরাক যোগাতে বাজারে ভরে আছে এত এত ওয়েবসাইট হার্ড, সফট, থ্রি সাম,গ্রুপ ইত্যাদি নানা টাইপের জিনিসপাতি। এসবের গ্রাহক প্রধানত পুরুষই মেয়েরা তুলনামূলক কম। (প্লে বয়ের আদলে প্লে গার্ল চালানোর চেষ্টা করা হইছিল। ওটা নাকি চলে নাই :D.
.
তো মেয়েদের এইসব পছন্দ না হলে তাদের ফ্যান্টাসির খোরাক যোগায় কে? এনাদের জন্যে আছে প্রেম নিয়া ইমোশনাল সব গল্প, উপন্যাস আর সিনেমা। এনাদের জন্যেই আবেগের পশরা সাজিয়ে ইমদাদুল হক মিলনরা বিখ্যাত লেখক হয়ে যান, যদু মধুরা হয়ে যায় ফেইসবুকে সেলিব্রেটি লেখক।
.
একটা কথা শুনে থাকবেন হয়তো কবি-সাহিত্যিকরা একটু লুচু টাইপের হয়। আসলে তাদের কোন দোষ নাই ;) । বরং সত্যি কথা হল তাদের আবেগী প্রেমের লেখালেখি দেখে নারী সমাজই গলে যায় আর গলে গিয়ে ঢলে পড়ে। আর পুরুষ মানুষ কতই নিজেরে দমাইয়া রাখতে পারে বলেন :P
.
যাক সবশেষে একটু ফ্রী উপদেশ।
আপনি কি ফেইসবুকে নারীসমাজে পপুলার হতে চান?
-তাহলে আজই বালছাল লেখা বাদ দিয়ে প্রেম নিয়ে আবেগী লেখালেখি প্রাক্টিস করুন। সফলতা গ্যারান্টেড, বিফল হলে পয়সা ফেরত।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:



সময়ের সাথে বুঝা যাবে এই পোস্টটা গার্বেজ, নাকি ভাবনা শক্তিতে সমস্যা আছে।

২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪৩

অঞ্জন ঝনঝন বলেছেন: এটা একটা ইনফরমেটিভ পোস্ট ভায়া। অনেক সাইকোলজিস্টদের গবেষণার রেজাল্ট জাস্ট দু একটা জিনিসের সাথে রিলেট করে লেখা হইছে। চোখ কান খোলা রাখলে এর সত্যতা দেখতে পাবেন :)

২| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৫

লা অ্যালবাট্রস বলেছেন: ভালো বলেছেন! :)

২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯

অঞ্জন ঝনঝন বলেছেন: কথা কিন্তু সত্যি :-D

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: তাদের আবেগী প্রেমের লেখালেখি দেখে নারী সমাজই গলে যায় আর গলে গিয়ে ঢলে পড়ে!!! ;) ;)

২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০১

অঞ্জন ঝনঝন বলেছেন: ভাই আপনি সাবধানে থাইকেন। ;) যেকোন সময় কেউ ঢলে পড়তে পারে :-D

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: তাই তো বলি!

২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

অঞ্জন ঝনঝন বলেছেন: তাইলে প্রেমের কবিতা লেখা শুরু কইরা দেন :-D:-P

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

রাসেল ফেরদৌস নূর বলেছেন: প্রেমের কবিতা লিখতে ভালো লাগে মাঝে মাঝে । কিন্তু , প্রেমের কবিতা বা প্রেম বিষয়ক লেখা ফেসবুকে পোস্ট করতে শরম লাগে । এ শরম থেকে বাঁচার উপায় কি ?

২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

অঞ্জন ঝনঝন বলেছেন: শরম থেকে বাঁচতে পোষাক পরেন ;)

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

বিলিয়ার রহমান বলেছেন: অঞ্জন ঝনঝনভাইয়্যু

আমিতো লুচু টাইপ নই তাহলে তো আমি কবিও না??

হায় হায় আমার কি হবে .........?

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৫

অঞ্জন ঝনঝন বলেছেন: ভাই আপনি হয় অচিরেই কিছু ঘটায়া ফেলবেন :P ;) নাহয় আপনি মহাপুরুষ! :D

৭| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৪

সৈয়দ মেহবুব রহমান বলেছেন: হ্যা পুরো লেখাটা ১০০% বিশ্বাস করলাম ,,

মেয়েরা ভোলে পুরুষের কথা ও টাকার জোরে //

আর পুরুষকে ভোলাতে নারীর রূপই যথেষ্ট // ওই যে বলেনা নারীর ১৬ কলার ০১ কলাই যথেষ্ট পুরুষ ভোলাতে

১১ ই জুলাই, ২০১৭ রাত ২:২০

অঞ্জন ঝনঝন বলেছেন: সেটাই টাকা আর কথা দুইটাই সিকিউরিটির সাথে সম্পর্কিত আপনার টাকা আছে মানে সে আপনার কাছে ইকোনোমিকালি সিকিউরড। আর আপনি ভাল কথা বলে তার প্রতি ভালবাসা প্রকাশ করতে পারেন মানে সে ইমোশনালিও সিকিউরড ফীল করবে। নারীরা আসলে নিরাপত্তা চায়। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.