নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষের প্রকৃত অর্থে যাহা গুণ থাকা দরকার সেরুপ গুন নিজের মধ্যে না থাকলেও চেষ্টায় আছি প্রকৃত মানুষ হয়ে বাঁচার।

এন.এ.আনসারী

একজন মানুষ হিসাবে আমিও সত্যক ভালবাসি। তাই আমারো চেষ্টা থাকে সত্য প্রকাশ করার আপ্রাণ চেষ্টা। অন্যের মত সহনশীলতার সাথে শুনা এটাই মনুষ্যত্য

এন.এ.আনসারী › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যার ইন ব্লগ এর পুরাতন ভার্সন ফিরিয়ে আনা হউক অথবা নতুন ভার্সনের পাশাপাশি পুরাতনকেউ তার সাথে রাখা হউক

১২ ই মে, ২০১৫ সকাল ১১:২০

সামু'র কাছে আকুল আবেদন, দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় এই ব্লগের পুরাতন ভার্সনটি অতিস্বত্ত্বর ফিরিয়ে আনা হউক অথবা নতুন ভার্সন আর পুরাতন ভার্সন দুইটাই রাখা হউক যাতে যার যেটা ইচ্ছা সে অনুযায়ী ব্যবহার করতে পারে। কারন আমরা নতুন ভার্সনে অনেক সমস্যার সম্মুখ হচ্ছি, ছবি আপলোড হতে সমস্যা হচ্ছে এবং হয়তোবা নতুন ভার্সনে এখন বুঝে উঠতে পারতেছি না, তাই সবার কথা চিন্তা করে অতিস্বত্ত্বর নতুন ভার্সনের পাশাপাশি পুরাতন ভার্সনকে আবারো ফিরিয়ে আনার জোর অনুরোধ জানাচ্ছি

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৫ সকাল ১১:২৫

লেখোয়াড়. বলেছেন:
অপেক্ষা করেন, ধৈর্য্য ধরেন।

২| ১২ ই মে, ২০১৫ সকাল ১১:৩১

বিদগ্ধ বলেছেন: নতুন এমনই বেখাপ্পা লাগে শুরুতে। ঠিক হয়ে যাবে ;)

৩| ১২ ই মে, ২০১৫ সকাল ১১:৪২

সুমন কর বলেছেন: কিছু সমস্যা হচ্ছে। আশা করি, ঠিক হয়ে যাবে।

৪| ১২ ই মে, ২০১৫ দুপুর ১২:০৪

সহজপাঁচালি বলেছেন: নতুনটা চালুর আগে এত সময় নেয়া হল তারপরও কেন এই সমস্যাগুলো হচ্ছে বুঝতে পারছি না। আশা করি ব্যাপারটা ঠিক হয়ে যাবে। নতুনটার কাঠমোটা ভালো লাগে। বিশেষ করে প্রিয় পোস্ট কিংবা মন্তব্য করা পোস্টগুলোর তালিকা দিয়ে এবার আর পেইজটা ভরে যাচ্ছে না।

৫| ১২ ই মে, ২০১৫ দুপুর ১২:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্যের পোষ্টে মন্তব্যে ফন্ট সহজেই সিলেক্ট করা যাচ্ছে!

কিন্তু নিজের পোষ্টে কমেন্টের উত্তর দিতে গিয়ে ফন্ট সিলেকশনের অপশন খূজে পাচ্ছিনা।

এটা কি শূধূ আমার না সবারই???????

৬| ১২ ই মে, ২০১৫ দুপুর ১২:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: সহমত,
অবশ্যই নতুনের সাথে পুরাতন ভার্সন চালু রাখা হোক
এখানে নানান প্রতিবন্ধকতা সৃস্টি করছে। মনে হয়
পুকুর থেকে সাগরে পড়লাম! গেটআপ আগেরটি অনেক
সুন্দর ছিলো। এখানে নিজস্ব ক্যাটাগরি নাই
যেখানে গল্প, কবিতা আলাদা আলাদা ফোল্ডারে
রাখার অপসন ছিলো। এখানেও সেই অপসন চাই

৭| ১২ ই মে, ২০১৫ দুপুর ১২:১২

জাকির হায়দার বলেছেন: ছবি আপলোড সকল জনপ্রিয় ব্রাউজার(িincluding internet explorer) টেসট করেছি। মোবাইল ব্রাউজার(iphone + andriod) টেসট করেছি। সব ব্রাউজার এ কাজ করছে।

৮| ১২ ই মে, ২০১৫ দুপুর ১২:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নতুন ভার্সনে ছবি আপলোড সংক্রান্ত কোন সমস্যা নেই। ছবি আপলোডের ক্ষেত্রে ড্র্যাগিং সিস্টেম আনা হয়েছে। অনুগ্রহ করে ভালো করে দেখে নিন কোথায় ছবি ড্র্যাগ করে আনতে হবে। এই ক্ষেত্রে ব্লগ সহায়িকা দেখার অনুরোধ রইল।

আপনাদের মতামত এবং প্রতিক্রিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ন। যেহেতু নতুন একটি ভার্সন আমরা চালু করেছি, অনেক নতুন ফিচারও যুক্ত হয়েছে, তাই ধৈর্য ধরে একটু অভ্যস্ত হবার চেষ্টা করুন। যে কোন সমস্যায় আমাদেরকে অবশ্যই মেইল করে জানাবেন। আমরা দ্রুত আপনাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব।

৯| ১২ ই মে, ২০১৫ দুপুর ২:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: 'নতুন আইডী মানামু আর আবার এক একটা নাস্তিক টাইপের ভদ্রলোকদের পেদাতে পেদাতে বৃন্দাবনের টিকিট ধরামু'

আপনার বক্তব্যের এই অংশটি খুবই আশংকামূলক এবং সাধারণ ব্লগারদের জন্য হুমকিস্বরুপ। আপনার এই ধরনের বক্তব্যে যদি কেউ আইনের আশ্রয় নেন, তাতে অবাক হবার কিছু থাকবে না। বর্তমানে বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি বিরাজ করছে তাতে আপনার এই ধরনের লেখা থেকে আমাদের প্লাটফর্মের অন্য ব্লগাররা কেন অনিরাপদ ও হুমকির মুখে পড়বে না, তা জানতে চাই।

আপনার যে কোন অভিযোগ আপনাকে উপযুক্ত তথ্য প্রমান দিয়ে উপস্থাপন করতে হবে। আমরা সেটার ব্যাপারে যতদ্রুত সম্ভব ব্যবস্থা নিব। কিন্তু প্রমান ছাড়া গুজব সৃষ্টির উদ্দেশ্যে ও অন্যায় ভাবে বিশৃংখলা সৃষ্টি ও হুমকির জন্য এই ধরনের লেখা যিনি লিখবেন তার ব্যাপারে অবশ্যই দেশের প্রচলিত আইন অনুযায়ী অভিযোগ দায়ের করার সুযোগ থাকে।

১২ ই মে, ২০১৫ রাত ১১:৫৩

এন.এ.আনসারী বলেছেন: আমি আমার ভুল স্বীকার করছি, আমি কিন্তু অতিরিক্ত বলে ফেলেছি এটা আমি উপলব্ধি করতে পেরেছি, বলে নিজের অযাচিত লেখাটি ফেবু থেকে রিমুভ করেছি। কিন্তু ভাই আপনাদেরই বুঝা উচিত যেহেতু এটা নুতন ভার্সন বুঝে উঠতে পারতেছি না, পোস্ট না হওয়া আমরা কি মনে করবো বলেন>

১০| ১২ ই মে, ২০১৫ দুপুর ২:৪০

জুন বলেছেন: @ কাল্পনিক ভালোবাসা,
আজ আমি একটি পোষ্ট দিতে গিয়ে গলদ ঘর্ম হয়ে গেলাম । এমন কি প্রথম বার ভুমিকম্প ও টের পাই নি । দু বার তো লেখাই উধাও হয়ে গেল । ভাগ্যিস ওয়ার্ডে লিখে রেখেছিলাম :( কিন্ত অনেকগুলো ছবি আপলোড করা হয়েছিল যা আবার করতে মরন দশা।
ড্র্যাগ করলেও সব নীচে জমা হয় । জায়গামত কার্সার রেখে ক্লিক করলে জায়গামত ছবি আপলোড করা যায় না :(
তারপর পোষ্ট করুনে ক্লিক করলাম পোষ্ট ড্রাফটে গিয়ে বসে রইলো । আবার তাকে কানে ধরে এনে উফফফফ আর লিখতে চাই না :(

১২ ই মে, ২০১৫ রাত ১১:৫৫

এন.এ.আনসারী বলেছেন: ঠিক এমনি সমস্যার সম্মুখ হয়েছি আমি একদম সেম। এইটার সমধান দিতে পারলে খুব ভাল হত সামু

১১| ১২ ই মে, ২০১৫ দুপুর ২:৪৭

শতদ্রু একটি নদী... বলেছেন: অনেক সমস্যা তো আছেই। ডেভেলপাররা রেগুলার ব্লগার নাকি জানিনা। হইলে ভালো হইতো। ইংরেজী ক্যামনে লিখবো বুঝতেছিনা।

কিন্তু আপনে তো একের পর এক পোস্ট চালাইয়াই যাইতেছেন। আপনার সমস্যা মনে হয় ব্লগে না, মনে...

১২ ই মে, ২০১৫ রাত ১১:৫৭

এন.এ.আনসারী বলেছেন: না ভাই উপরে দেকুন জুন নামে একজন কমেন্ট করেছে ঠিক তেমনি সমস্যার সম্মুখিন হচ্ছে শুধু আমি না অনেকে

১২| ১২ ই মে, ২০১৫ বিকাল ৫:৪৪

মুদ্‌দাকির বলেছেন: নতুন তো কয়েকদিন ঝামেলা লাগবেই!! তারপরে সব ঠিক, গত ভার্সানটাও এক সময় নতুনই ছিল :) :)

১৩| ১২ ই মে, ২০১৫ রাত ৮:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: কাল্পনিক ভালোবাসা ভাইয়া,
জুনাপুর মতো আমিও এক্টি পোস্ট দিতে গিয়ে প্রব্লেমে পড়েছি এবং সম্ভবত সেটা ১ম পাতায় আসে নি। পুরাতন ভার্সন টা অপসনাল ভাবে থাকলে সুবিধা হতো।

১২ ই মে, ২০১৫ রাত ১১:৫৯

এন.এ.আনসারী বলেছেন: আপনার এই কথার সাথে পুরোপুরি একমত ভাই, পুরাতন ভার্সনকে আনলে ভাল হত

১৪| ১২ ই মে, ২০১৫ রাত ৮:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: //তারপর পোষ্ট করুনে ক্লিক করলাম পোষ্ট ড্রাফটে গিয়ে বসে রইলো । আবার তাকে কানে ধরে এনে উফফফফ আর লিখতে চাই না//

জুনাপুর মন্তব্যের এই অংশের সাথে আমার দুর্ভোগের মিল আছে।

১৩ ই মে, ২০১৫ রাত ১২:০০

এন.এ.আনসারী বলেছেন: ঠিক এই সমস্যার কথাই আমি বলতে চাই

১৫| ১২ ই মে, ২০১৫ রাত ১০:১৬

আহমেদ জী এস বলেছেন: @ কাল্পনিক ভালোবাসা, ,

সমস্যা আছে অনেক । ব্লগার জুনের অভিজ্ঞতার সাথে আমার অভিজ্ঞতার হবহু মিল । আমার সাম্প্রতিক পোষ্ট নিয়ে এমন বিপাকেই পড়তে হয়েছিলো । একটি মাত্র ছবি সঠিক জায়গাতে দিতে গিয়ে দেখি একদম নীচে চলে যাচ্ছে , অনেক কসরত করে যখন উপরে আনতে পারলুম দেখি ঐ ছবিই ৪/৫ টা হয়ে গেছে । তাই বার এডিট অপশানে গিয়ে একটি রেখে বাকীগুলো বাদ দিতে হয়েছে । কিভাবে ছবি ঠিক জায়গাতে আসবে তা বলে দিলে ভালো হতো ।
নতুন ভার্সনে অভ্যস্ত হতে সময় লাগবে । তবে গেটআপটি ভালো হয়নি । এ ব্যাপারে কি নতুন করে ভাবা যায় ? আর " ব্লগার অনুসন্ধান" অপশানটি খুঁজে পাইনি । নতুন ভার্সনের "ব্লগ অনুসন্ধান" টিতে শুধৃ একগাদা সামু ব্লগের ঠিকানা আসে । ইত্যাদি.. ইত্যাদি..

১৩ ই মে, ২০১৫ রাত ১২:০২

এন.এ.আনসারী বলেছেন: এই সমস্যার কথাই আমি বলতে চাই, আসলে এখন দেখি এই সমস্যার সম্মুখিন শুধু আমি না অনেকে হয়েছে, তাই এই সমস্যার সমধান অতিসত্ত্বর পাওয়া গেলে ভাল হয়

১৬| ১৩ ই মে, ২০১৫ সকাল ১১:০৬

রাতুলবিডি৪ বলেছেন: জুন বলেছেন: @ কাল্পনিক ভালোবাসা,
আজ আমি একটি পোষ্ট দিতে গিয়ে গলদ ঘর্ম হয়ে গেলাম । এমন কি প্রথম বার ভুমিকম্প ও টের পাই নি ।

- সেটাই কি উত্তম ও জন কল্যাণকর না ? ভুমিকম্প টের পেয়ে আতংকিত হওয়ার থেকে টের না পেয়ে ভাল থাকা অনেক ভাল !

১৭| ১৩ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৮

আহসান কামরুল বলেছেন: নতুন ভার্সনে ছবি দিতে সমস্যা হয় না। তবে লেখার শিরোনামে কোট, আনকোট ('') ব্যবহার করলে /////// এ টাইপের লেখা আসে। আমার সবশেষ লেখাটা দেখতে পারেন। এখন কোট, আনকোট কেটে দিছি। @ কাল্পনিক ভালোবাসা।

১৮| ১৩ ই মে, ২০১৫ দুপুর ১:৩২

মাঘের নীল আকাশ বলেছেন: ভাল লাগছে না ভায়া...

১৯| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:২৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: এই ভার্সনটা যখন বেটা ভার্সন হিসেবে ছিল তখন থেকেই আমি ব্যবহার করছি। তবে পোস্ট দেয়া বা ছবি আপলোড করার ক্ষেত্রে আমার কোন সমস্য হয় নি। আমার কাছে যেট সমস্যা মনে হচ্ছে তা হল অটো লগআউট হয়ে যাওয়া।


যাহোক নতুন ভার্সন নিয়ে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথামালা নিয়ে অল্প সময়ের মধ্যে একটি পোস্ট দেয়ার ইচ্ছা আছে।

২০| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৫:১৬

সুফিয়া বলেছেন: আমি আজ একটি লেখা পোস্ট দেয়ার অনেকক্ষণ পর দেখি এটা পোস্ট হয়নি। তাছাড়া ছবিও তো দিতে পারছিনা।

২১| ১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

অপু তানভীর বলেছেন: পোস্ট দিতে গিয়ে আমিও একটু ঝামেলার সম্মুখিন হয়েছি বিশেষ করে পোস্ট আর প্রিভিউ অপশন টা এক সাথে রাখার মানে ঠিক বুঝলাম না । প্রিভিউটা আগে যেখানে ছিল যেখানে থাকলেই মনে হয় ভাল হত ! কিংবা ড্রাফটের মত করে প্রিভিউটা আলাদা করে রাখলে মনে হয় ভাল হত !

তাছাড়া আর কিছু সমস্যার এখনও সমস্যার সম্মুখিন হয় নি । যাদের কাছে একটু সমস্যা হচ্ছে তাদের আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি । তবে বিভাগ অপশন টা গায়েব হয়ে গেল কেন বুঝলাম না । নাকি আছে আমি খুজে পাচ্ছি না !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.