নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু হলেও অন্যায়ের প্রতিবাদ করুন

ভালোর স্বপক্ষে থাকুন সে যেই হোক, আর অন্যায়ের বিরুদ্ধে থাকুন সে যেই হোক। বাবা, মা, দল, গোত্র, গোষ্ঠী এসব ভালো কিংবা অন্যায় নির্ধারণ করে না।

বিচার চাই

আমি দুর্নীতি বিরোধী আমি বিচার চাই । আমি ভালোকে সমর্থন করি, আমি অন্যায়কে ঘৃণা করি।

বিচার চাই › বিস্তারিত পোস্টঃ

মনে পড়ে......সেই রাতের কথা, তুমি আমি নদী তীরে বসে একা !!

০৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৫

মনে পড়ে......সেই রাতের কথা, তুমি আমি নদী তীরে বসে একা বসে কত যে গান, কত যে সুর, কত যে কথা, মনে পড়ে কি তোমারো......। বলনা আমায় তুমি বলনা।।

মনে পড়ে সেই দিনের কথা, ভেবেছিলেম... আমি তো কখনো চাইনি তোমায়...... কষ্ট দিতে তুমি কি তা জান না.........। বলনা আমায় তুমি বলনা।।



ওয়ারফেইজের গানগুলো খুবই ভাল লাগে এখনো......ভাল মুড......খারাপ মুডে......সবসময় শোনা যায়।:D

এই পুরাতন গান গুলো অনেক শোনার পরও ভাল লাগে কিন্তু নতুন গান কেন যেন কিছু শুনলেই আর ভাল লাগে না।

আপনার কার গান ভাল লাগে..;)....?

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫০

ঘুমন্ত আমি বলেছেন: ওয়ারফেজ বস ব্যান্ড ।প্লাস

২| ০৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৭

আবু আমর বলেছেন: চমৎকার একটা গান। 'অবাক ভালোবাসা', 'যখন' এই গানগুলাও শুনতে পারেন- যদি ওদের স্লো গানগুলা ভালো লাগে।

০৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩৫

বিচার চাই বলেছেন: হা, স্লো গানগুলাও ভালো!!!

৩| ০৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:১৯

১১স্টার বলেছেন: আমি তো কখনো চাইনি তোমায়...... কষ্ট দিতে তুমি কি তা জান না.........। বলনা আমায় তুমি বলনা।।

৪| ০৮ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৯

চলো..... হাসান বলেছেন: কোন এক রোমান্টিক মুহূর্তে আমার প্রেমিকা নাকি আমাকে এই গানটা শুনাবে, সেই মুলায় ই ঝুলে আছি।

৫| ০৮ ই নভেম্বর, ২০১১ রাত ৮:২৬

চাটিকিয়াং রুমান বলেছেন: ওয়ারফেইজের গান তেমন শোনা হয়না আমার।

৬| ০৮ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৩৯

মাকসুদ বদ্দ০০৭ বলেছেন: মনে পড়ে......সেই রাতের কথা, তুমি আমি নদী তীরে বসে একা বসে কত যে গান, কত যে সুর, কত যে কথা, মনে পড়ে কি তোমারো......। বলনা আমায় তুমি বলনা।।
মনে পড়ে সেই দিনের কথা, ভেবেছিলেম... আমি তো কখনো চাইনি তোমায়...... কষ্ট দিতে তুমি কি তা জান না.........। বলনা আমায় তুমি বলনা।।


খুব খুব খুব প্রিয় একটা গান। অনেক মিল খুঁজে পাই গানটার সাথে।

:( :( :(

০৯ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৩৬

বিচার চাই বলেছেন: আমিও :P

৭| ০৯ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৪০

রাজসোহান বলেছেন: দারুন গান :)

৮| ০৯ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৪৪

ব্লগীয়ষণা বলেছেন: এই ছাগলটার কাম দেখেন। কিভাবে না পড়েই এত কমেন্ট করে বেড়ায় দুইটা কমেন্টের আশায়।






এসব রাস্তার ছেলেদের কাছ হতে দুরে থাকুন।

০৯ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:২৯

বিচার চাই বলেছেন: আপনার কাজটা ঠিক হল কিনা বুঝলাম না, কিন্তু মজা পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.