নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু হলেও অন্যায়ের প্রতিবাদ করুন

ভালোর স্বপক্ষে থাকুন সে যেই হোক, আর অন্যায়ের বিরুদ্ধে থাকুন সে যেই হোক। বাবা, মা, দল, গোত্র, গোষ্ঠী এসব ভালো কিংবা অন্যায় নির্ধারণ করে না।

বিচার চাই

আমি দুর্নীতি বিরোধী আমি বিচার চাই । আমি ভালোকে সমর্থন করি, আমি অন্যায়কে ঘৃণা করি।

বিচার চাই › বিস্তারিত পোস্টঃ

নতুন বছরের শুরুতেই ভারতের বাংলাদেশকে উপহার, পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রিকে অভিনন্দন।

০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২



নতুন বছরের শুরুতেই ভারতের বাংলাদেশকে উপহার, পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রিকে অভিনন্দন। X((X((X((





নতুন বছরের শুরুতেই এরূপ বড় উপহারের জন্য ভারত কে বাংলাদেশের কৃতজ্ঞতা নাকি, অকৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আপনারাই বলেন... :|:|:|:|:|:|:|



নাকি বলবেন এ সরকারের আমলে পূর্ববর্তী যেকোন সরকারের চেয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো এবং এজন্য তারা বাংলাদেশিদের মেরে লাশটা ফেরত দিতে পারে তাই কৃতজ্ঞতা স্বীকার করবেন। X(X(



যারা নিরপরাধ মানুষদের এভাবে নির্বিচারে হত্যা করে, তারা যত ক্ষমতাধরই হোক কেন তাদের কুকুরের মত মৃত্যু কামনা করছি। আর যারা অন্যায়কে প্রশ্রয় ও সহায়তা করে তাদেরও বিচার চাই। :-/:-/:-/:-/:-/:-/:-/:-/



উপহারটি হলঃ



X(( ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত X((





ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুজরুক সীমান্তে মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে মুক্তার আলম (২৭) ও নুরুল ইসলাম (২৮) নামে ২ বাংলাদেশি নিহত হয়েছেন।



তারা হরিপুর উপজেলার কাদাশুকী গ্রামের বাসিন্দা।



বুজরুক সীমান্তের ৩৬১/১এস পিলার এলাকায় ভারতের বোররা ক্যাম্পের বিএসএফ গুলি ছুঁড়লে তাদের মৃত্যু হয়।

বিস্তারিতঃ বাংলানিউজ২৪

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

তারান্নুম বলেছেন: +

০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

বিচার চাই বলেছেন: আমাদের সকলকেই যার যার জায়গা থেকে এধরনের কাজের বিরুদ্ধে কাজ করা উচিত এবং এরূপ কাজকে ঘৃনা করা উচিত।

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

রিওমারে বলেছেন: বাংলাদেশের সীমান্ত অঞ্চলে ভারত যে বর্বতা চালাচ্ছে তা জাতিসংঘের নজরে দেওয়া উচিত।এ ব্যাপারে মানবাধিকার সংস্থা গুলোর ভুমিকা নেয়া জরুরি। ভারতের পা চাটা কুত্তা আওয়ামীলিগ সরকারের কাছে এটা কোণ বিষয় না।

০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

বিচার চাই বলেছেন: মানবাধিকার সংস্থার এক্ষেত্রে অবশ্যই পদক্ষেপ নেয়া উচিত, এবং তার আগে আমাদেরই এগিয়ে আসতে হবে।

কেবল নিজের লীগের বা দলের কথা ভাবলেই চলবে না। দেশের কথাও ভাবতে হবে।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

কামের কথা কন!! বলেছেন: ভাই নিজের দেশ কে নিজেদের কেই রক্ষা করতে হবে ।। আপনি কি মনে করেন এই বিডী আর ভেঙ্গে বি জি এফ না কি করছে এটা কি এমনি করেছে। আর এত গুলো আর্মি অফিসার মেরেছে এমনি এমনি। ভাল করে ডিটেইল খোঁজ নিয়ে দেখেন যে আর্মি অফিসার গুলো মারা পড়েছে তাদের হিস্টরি তা হলেই বুঝতে পারবেন আসল কাহিনি। এটা একটা ইন্টারন্যাশনাল নোংরা পলিটিক্স এর অংশ ছিল মাত্র। আবার কোন দিন ১/১১ আসলে হয়ত বিষয় টা খোলাসা হবে।

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

বিচার চাই বলেছেন: আবার কোন দিন ১/১১ আসলে হয়ত বিষয় টা খোলাসা হবে। B:-) B:-) B:-) B:-)

৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

শূন্য পথিক বলেছেন: X(( X(( X((

তার আগে আমাদেরই এগিয়ে আসতে হবে। সহমত। :(

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

বিচার চাই বলেছেন: 8-| 8-| 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.