![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্নীতি বিরোধী আমি বিচার চাই । আমি ভালোকে সমর্থন করি, আমি অন্যায়কে ঘৃণা করি।
নারীদের অনুন্নতির জন্য নারীরাই দায়ী।
কয়টা নারী তার অর্থনৈতিক ও মানসিক উন্নয়নের জন্য কাজ করে।
বর্তমানে ৯০% নারীই কেবল তার শারিরিক উন্নয়নে কাজ করে, তাই আধুনিক ও আটসাট জামাকাপড়ের সাথে হট মেকাপ করাকেই জীবনের উন্নতি মনে করে।
তাই পুরুষরা তাদের ঐভাবেই নেয়, ভোগের বস্তু হিসেবে।
কিন্তু তারা মেকাপ ও হট পোশাকের টাকা দিয়ে পড়ালেখা করত এবং গুনের চর্চা করত তাহলে সেই কারনেই পুরুষরা তাদের পেছনে ছুটত।
বর্তমানে অবশ্য নারীরা তাদের সৌন্দর্যকেই আসল গুন মনে করে, তাই পুরুষরা সেটাকেই ব্যাবহার করে। নারীর ভুল ধারনা কবে ভাংবে জানিনা।
আমরা পুরুষরা যখন নারীদের পোশাক শালীনতা নিয়ে কথা বলি, তখন সবাই বলে পুরুষের চোখের দোষ। কিন্তু সেদিন যখন ভারতের সংসদের এক নারী নেত্রী নারীদেরকেই তাদের অশালীন পোশাকের জন্য দুষলেন, তখন আধুনিক নারীরা কোন কথা বলতে পারল না।
অনেক কথা বললাম আশা করি নারীরা ব্লগাররা, নারীদের প্রকৃত জাগরনে আরো পোষ্ট দিবেন। এখন নারীদের নারীরাই চালিত করতে পারে ভাল দিকে, পুরুষরা নয়। কারন পুরুষ বলে তো নারীদের পিছিয়ে রাখার জন্য -এই বাহানা দেয়া যাবে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১০
বিচার চাই বলেছেন: পুরুষতন্ত্র ভূমিকা নগন্ন, পুরুষরা যা বলে নারীরা কি তা শোনে ???
ধরুন কিছু পুরুষ বলে আধুনিক পোশাক পরতে এবং শারিরিক উন্নয়নে কাজ করতে, তাদের শরীরই পুরুষের মন জয় করবে।
আবার কিছু পুরুষ বলে তোমরা শালীন কাপড় পর, শরীরকে ঢেকে রাখ, এবং নিজের গুনের মাধ্যমে পুরুষের মন জয় কর।
এখানে নারীরা কোনটা করবে তার নিজের ব্যাপার।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫
আদম_ বলেছেন: সহমত।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩
দি সুফি বলেছেন: ইট্স্ জাস্ট গুড বিজনেস! :-<
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১
বিচার চাই বলেছেন: কোন অফিসে নারী কর্মকর্তা থাকলে কর্মচারীরা পুরুষ হোক আর মেয়ে তাকে মানতে বাধ্য হয়। নারীর গুনের চর্চা করলে পুরুষরা এমনিতেই তাদের অধিকার দিতে বাধ্য হবে। নারীরাও গুন ও মেধার কারনে পুরুষকে নিয়ন্ত্রন করতে পারবে।
আর যদি নারীরা তাদের শরীর নিয়েই ব্যস্ত থাকে তাহলে পুরুষরা কিছুটা তাকে মানবে ঠিকই কিন্তু সেটা শুধুই তার শরীর ভোগের জন্য, ভোগ শেষ নারীও শেষ। আর শরীর দিয়ে পুরুষকে নিয়ন্ত্রন অসম্ভব।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১
একজন ঘূণপোকা বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩
শরৎ চৌধুরী বলেছেন: বর্তমানে ৯০% নারীই কেবল তার শারিরিক উন্নয়নে কাজ করে, তাই আধুনিক ও আটসাট জামাকাপড়ের সাথে হট মেকাপ করাকেই জীবনের উন্নতি মনে করে। ...........
এই বয়ানের পেছনে পুরুষতন্ত্রের ভূমিকা কি?
এখন নারীদের নারীরাই চালিত করতে পারে ভাল দিকে, পুরুষরা নয়।
পুরুষেরা নয় কেন?