![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই সাধারন অমিশুক একটি প্রাণী
অবিরাম স্বপ্ন দেখুক কোন এক পাখি,
শুধুই ঠোঁটের পরিমাণ খাবার যোগাড়ের প্রত্যাশা।
বয়ে বেড়াক সমস্ত শহরের ধুলো,
খুঁজে নেয়ার প্রত্যয় তার শেষ আশা।
ঘুরছে ত ঘুরছেই উদ্দেশ্যবিহীন,
ব্যর্থ চোখ খুঁজে কাকে?
কোন আলো কে?
চাঁদ সূর্য নয়,
তারা বাতি নয়,
এই আলো লক্ষ আলোকবর্ষ দুরের ।
দেখা যায়,
অনুভব করা যায়,
ছড়িয়ে দেয়া যায়,
কিন্তু চোখে প্রতিফলিত হয়না এই স্বপ্নালো!
©somewhere in net ltd.