![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই সাধারন অমিশুক একটি প্রাণী
কখনো পরী দেখেছ?
লাল পরী , নীল পরী ,
রাত পরী , ঘুমপরী ?
জানিনা পরী আছে কি না,
জানিনা রূপকথা মিছে কি না ,
তারা গান শিখেছে কিনা ,
তারা ছবি এঁকেছে কিনা
তারা স্বপ্ন দেখেছে কিনা,
তারা বিশ্বাস রেখেছে কিনা,
তাদের কাঠিতে কি অলৌকিকতা আছে ?
তাহলে পুরো পৃথিবীটাই রূপকথা হোক ।
তাদের গানে পৃথিবী ছন্দময় হোক ।
তাদের ছবিতে প্রত্যেকে হাসিমুখে থাকুক ।
তাদের স্বপ্নে সুন্দর দিন আসুক ।
তাদের বিশ্বাসে অন্ধকার দুর হোক ।
রূপকথা হোক পৃথিবী
রূপকথা হোক।।
©somewhere in net ltd.