নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিউলী ফুল

আমি জানি আমি কেউ না ।তবু কবিতায় রং মেশাই । সেই রং মুহূর্তকে রাঙ্গিয়ে রঙিন ফুল পাঠায় তোমার খোঁপায় । গান দিয়ে বেঁধে রেখ

দুরবীনের চোখ

খুবই সাধারন অমিশুক একটি প্রাণী

দুরবীনের চোখ › বিস্তারিত পোস্টঃ

কাশফুলের একা অরণ্য

৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৭




গোলাপ কাঁটার গান
শুনতে পায়নি সে
দিনের শেষের কাক...
ভাবছে কে সে?

আবাস ভোলা ফড়িং
গুলো,
দুমড়ে যাওয়া মেঘের জন্য
ঘরের দেয়াল টুকরো করে কাশফুলের একা অরণ্য।

ছায়ার জন্য
মায়ার জন্য
শুধুই বিস্বাদ, স্বাদের জন্য
কাকের বাসায় সাজিয়ে তোলা কাশফুলের একা অরণ্য ।

কলসি ভরা জলের মধ্যে
বিশ্বাসী আঙ্গুল নাড়িয়ে নিলে,
ঢেউ বেশে হালকা হেসে
চোখের নজর ছাড়িয়ে দিলে,

সেদিন ভেবে যেদিনে নেবে
ভেজার জন্য , হাসির জন্য
না হয় পাখির ডানায় সাজিয়ে দিলাম কাশফুলের একা অরণ্য ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:৫৩

কাজী দিদার বলেছেন: ভাল লগলো

০১ লা জুলাই, ২০১৫ রাত ৮:৩৮

দুরবীনের চোখ বলেছেন: ধন্যবাদ। প্রথম মন্তব্য পেয়ে ভাল লাগল। 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.