![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় শংখচিল,
হায়াহীন রাধা বলছি।।সেদিন একজোড়া হাত দেখেছি লাল রঙ খেলছে খুশিতে অভিনব কলাকে চুমু খেয়ে।ইচ্ছে হচ্ছিল সেই কলার রাস্তা ধরে আমিও তান্ডব করি।কিন্তু আমি চাইনা তোমার প্রেয়সির হাত ক্ষত বিক্ষত করতে।রক্ত যখন উপচে পড়বে সেই হাত দিয়ে ধরে রাখতে বলব তাকে ।।তুমি কিন্তু সেই রক্ত ছুতে যেওনা।আমিতো জানি তুমি কততা বেসামাল।।এক ফোঁটাও মাটিতে যেন না পরে।ওকে বলব রক্তের ঘনত্ত মাপতে,যদি ভার সইতে না পারে মাঝে মাঝে আনলোড করব গায়ে মাখিয়ে স্নানে যাব.......
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
radha বলেছেন: ধন্যবাদ।আপনাকেও শুভকামনা
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২
বিজন রয় বলেছেন: ছোট হোক তবুও হবে।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১
বিজন রয় বলেছেন: নতুন লেখা দিলেন তাহলে!!
ধন্যবাদ সেজন্য।
মনের অনেক অনুভূতি প্রকাশ করেছেন এই লেখাটিতে।
লিখুন নিয়মিত। ছোচ হোক তবু।
শুভকামনা রাধাকে।