![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপসর্গ-মাথাব্যথা
কারণ-দিনভর ক্লান্তি
আমি ডাক্তার প্রেমিকউদ্দীন
ভালোবাসায় এমবিবিএস
পাশ করেছি মুঠোফোন মেডিকেল কলেজ থেকে
আদরে এফসিপিএস করেছি
হুডতোলা রিকশা হাসপাতালে
রোমিও-জুলিয়েটের অধীনে করেছি ইন্টার্নি
আমার ট্রিটমেন্টের ওপর নিচ্চিন্তে বিশ্বাস করতে পারো
এদিকে এসো তাতাই
দেখি হাঁ!
জ্বীহ্বার তলে আদর দিয়ে দেখি-
ওমা!শরীর পুড়ে যাচ্ছে দেখি ভালোবাসায়!
একি কান্ড!
প্যাথলজি,সাইকোলজি,আর্কিওলজির কসম
তোমার দরকার ইমিডিয়েট ক্লোজড ডোর সার্জারি
একটুও দেরী করা যাবেনা-তাড়াতাড়ি শুয়ে পড়ো
কার্বনডাই অক্সাইড মাস্ক পরায়ে দেই মুখে
মুহুর্তেই এনেস্থেশিয়া!
অপারেশন সাকসেসফুল
এইতো বড্ড তরতাজা লাগছে এখন
ব্যাথা বোধ হচ্ছে আর?ক্লান্তি?
জানতাম!এ বিদ্যে অব্যর্থ!
হঠাৎ বিরহ বেদনা লাগে যদি?
ভয় নেই-এই নাও,একপাতা আদরের বড়ি
একা লাগলে জিহ্বার ওপর রেখে চুষে চুষে খাবে
চব্বিশ ঘন্টার পর আবার ভিজিট
রেগুলার চেকআপ করানো ভালো!
প্রয়োজনে আবার সার্জারি!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬
অনুপম দেবাশীষ রায় বলেছেন: ধন্যবাদ
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৯
নিস্পাপ একজন বলেছেন: এতো দেখি চ্রম এডাল্ট কবিতা। তবে পড়ে ভালো লাগল। লিখতে থাকুন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫
অনুপম দেবাশীষ রায় বলেছেন: এডাল্ট ভাবলেই এডাল্ট!আদুরে ভাবলেই আদুরে!
আমাদের চিন্তাভাবনাই এডাল্ট!কি করা যাইবো,বলেন?
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৭
নিলু বলেছেন: মন্দ নয় , লিখতে থাকুন