নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবি বেশি, বলি কম, শুনি বেশি, দেখি আরো বেশি, তবু জানি কম, লিখি বেহিসেবি। না বেশি, না কম।

অনুপমা নিশো

মানুষ হিসেবে নিজের উপর আস্থা আছে। অমানুষ নই। নতুনকে বরন করার চেষ্টার মধ্য দিয়ে নিজেকে আধুনিক করে তুলতে পণ করেছি। চিন্তা, চেতনা, জ্ঞ্যান ও চর্চায় আধুনিকতাই পারে মুক্ত বুদ্ধির বিকাশ ঘটাতে। আমি এই বিশ্বাসের উপর ভর করে পথ চলছি। মানবিকতাকেও ধরে রাখা চাই। প্রত্যেকে মোরা প্রত্যেকের তরে। বিশ্বজগতের একনিষ্ঠ ছাত্র। আজীবন ছাত্রত্তের দাবীদার। জানার যেমন শেষ নেই, শেখারও শেষ নেই। ব্যক্তি জীবনে বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করি। জীবনের সকল ক্ষেত্র থেকেই সকল অভিজ্ঞতা থেকেই শেখার চেষ্টা করে যাচ্ছি। একটু আধটু লিখি, যা আছে লোক চক্ষুর অন্তরালে।

অনুপমা নিশো › বিস্তারিত পোস্টঃ

ভেবেছ টা কি!!

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৫

সে ভেবেছে আমি মনের দুঃখে দিন পার করব। মনমরা হয়ে ঘুরব। কথায় কথায় বড় বড় দীর্ঘনিঃশ্বাস ছাড়ব। তাঁকে দেখলে অপ্রস্তুত হয়ে যাব, কিংবা চোখের কোনে জল এসে চিক চিক করবে। তাঁকে এড়িয়ে চলব। হাহ! আমি দুর্বল নই হে যুবক। আমি ভালবাসতেও জানি, ঘৃণা করতেও জানি, ক্ষমা করতেও জানি। আর এটাও জানি যে তুমি এখন আর এগুলো কোনটারই যোগ্য নও। তুমি কেঊই নও। আর পাঁচটা মানুষের মতই তুমি একটা মানুষ। তুমি শুধু আমার কেঊ নও।

ভাবছ কি হাতের মুঠোয় পেয়ে গেছ আকাশটা
যখন খুশি ঘুড়ি ওড়াবে?
মেঘে ঢেকে দেবে তারাগুলো সব
বসন্তকালে বৃষ্টি নামাবে?
দমকা হাওয়ায়,বৃষ্টির ফোটায় আমায় ভেজাবে?
না না! পারবেনা তা, আমিতো নেই তোমার দুনিয়ায়!
পৃথিবীটা ছেড়ে, মহাকাশ আজ আমার সীমানা!
তুমি ভেবেছিলে সেদিন, কাঁদব আমি তোমায় হারিয়ে
দেখ, হাসছি আমি সব ভুলে আর ভুলগুলো ছাড়িয়ে।
আমি মুক্ত আছি, মুক্ত ছিলাম আমায় বাঁধবে কে?
মন বুঝে গেছে, আমার ভালো থাকা আমারই কাছে
তুমি সব ভুলে যাও, হেটে চলে যাও, হেসে গলে যাও, ভেসে চলে যাও
কিচ্ছু ভাবিনা!
কারণ তোমার জন্য এখন আমার কিছু যায় আসেনা!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪০

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন:
চমৎকার কবিতা " মন বুঝে গেছে, আমার ভালো থাকা আমারই কাছে
তুমি সব ভুলে যাও, হেটে চলে যাও, হেসে গলে যাও, ভেসে চলে যাও
কিচ্ছু ভাবিনা!" ধন্যবাদ কবিকে।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

অনুপমা নিশো বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

২| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫২

সুলতানা রহমান বলেছেন: ভাল তো!! হেসে গলে যাও, ভেসে চলে যাও …

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

অনুপমা নিশো বলেছেন: হুম, যা খুশি করতে পারে, কিচ্ছু যায় আসেনা।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২২

মাধব বলেছেন: আসলেই কি কিছু যায় আসে না ?

৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

অনুপমা নিশো বলেছেন: না।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

চিলেকোঠার চঁড়ুই বলেছেন: মানুষের প্রশংসা যাকে দুর্বল করে সে কখনো ভাল কাজ করতে পারেনা।কে যেন বলেছিল মনে নাই,চালিয়ে যান শুধু এটুকুই বললাম।

২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

অনুপমা নিশো বলেছেন: প্রতিটা একশনেরই একটা রিএকশন আছেনা? কিছু রিএকশন তো নিজ ইচ্ছায় কন্ট্রোল করা যায়। আর কিছুতে গা ভাসিয়ে দেয়া। বুঝলেন? ধন্যবাদ।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৮

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর লিখেছেন

৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় সুপ্ত অভিমান লুকায়িত । ভাল লেগেছে ।

২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

অনুপমা নিশো বলেছেন: কিছু সুপ্ত নয়। অবাধ তথ্য প্রবাহ। অক্ষরে অক্ষরে সব অনুভূতি।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

আখেনাটেন বলেছেন: ভাল লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.