| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমিয়েন্দ্র
The Darkest Places in the Hell are Reserved for Those who Maintain Their Neutrality in Times of Moral Crisis. ꟷDante Alighieri
হযরত ফাতিমা (রাঃ) এর ইন্তেকালের পর তাঁর লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন। হযরত আলী (রাঃ), শিশু হাসান ও হোসাইন (রাঃ)।
হযরত আলী ভাবছিলেন যে, খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারী (রাঃ) এলেন ও খাটিয়ার এক কোনা বহন করলেন।
হযরত আলী প্রশ্ন করলেন, আমি তো কাউকে জানাইনি, আপনি জানলেন কিভাবে?
হযরত আবু যর গিফারী (রাঃ) বললেন, আমি আল্লাহর রাসূল (সাঃ) কে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর! আমার ফাতিমার লাশ বহন করার লোকের অভাব। তুমি গিয়ে একটু ধর।
হযরত আবু যর গিফারী (রাঃ) কবরের কাছে গিয়ে বললেন, হে কবর! আজ তোমার মধ্যে কে আসছে জানো?
দোজাহানের বাদশাহের মেয়ে, হযরত আলীর স্ত্রী, হাসান হোসাইনের মা, জান্নাতের সর্দারনী! খবরদার বেয়াদবি করোনা।
আল্লাহ্ কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি দোজাহানের বাদশাহের মেয়েকে চিনিনা, হযরত আলীর স্ত্রীকে চিনিনা, হাসান হোসাইনের মাকে চিনিনা, জান্নাতের সর্দারনীকে চিনিনা, আমি শুধু চিনি ঈমান আর আমল!!
একটু চিন্তা করেন যদি নবী (সাঃ) এর আদরের মেয়ে যাকে জান্নাতের সর্দারনী বলা হয়েছে, তার জন্য কবর এমন হয় তা হলে আমরা কিসের আশায় কী চিন্তা করে আল্লাহর হুকুম থেকে এতো গাফেল (ভুলে) আছি।
আল্লাহ আমাদের ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাবার তওফীক দান করুন। আমিন!
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬
অমিয়েন্দ্র বলেছেন: আমিন! মন্তব্যের জন্য ধন্যবাদ ![]()
২|
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৪
কাবিল বলেছেন: ভাল পোস্ট, আমিন।
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৭
অমিয়েন্দ্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন.... ![]()
৩|
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৫
রাবার বলেছেন: আমিন
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৯
অমিয়েন্দ্র বলেছেন: আমিন। ধন্যবাদ ![]()
৪|
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪২
অমিয়েন্দ্র বলেছেন: প্রথম পাতার বৈচিত্র রক্ষার্থে নাকি পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে ফেলা হয়েছে! আচ্ছা যদি সামুতে আর না আসি তাহলে তো আর বৈচিত্রও রক্ষা করতে হবে না, লেখা সরিয়েও ফেলতে হবে না। ছিঃ
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আল্লাহ আমাদের ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাবার তওফীক দান করুন। আমিন!