| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমিয়েন্দ্র
The Darkest Places in the Hell are Reserved for Those who Maintain Their Neutrality in Times of Moral Crisis. ꟷDante Alighieri

আমি প্রেমিক হতে চেয়েছিলাম
প্রিয়তমাকে বলেছিলাম তাকে বনলতা সেন হতে হবে না
যে দীর্ঘ ক্লান্তিকর যাত্রা শেষে বাড়ি ফিরলে মুখটা মুছিয়ে দিয়ে
জিজ্ঞেস করবে "এতদিন কোথায় ছিলেন?"
আমি তাকে সুনীলের বরুণাও হতে বলিনি
বুকের মধ্যে রাখতে বলিনি সুগন্ধি কোন রুমাল
শুধু চেয়েছিলাম মাঝরাতে ঘুম ভেঙে গেলে
যখন প্রচণ্ড একাকীত্ব ঘিরে ধরবে
তখন যেন তার বুকে মাথাটা রেখে একটু শান্তি পেতে পারি।
কিন্তু প্রিয়তমা আমাকে নিরাশ করেছে
তার বুকে তো মাথা রাখতে দেয়ইনি
উপরন্তু উপহার দিয়েছে এক আকাশ ঘন বিষাদ
বুকের মধ্যে এঁকে দিয়েছে দগদগে ক্ষত।
আমি বন্ধু হতে চেয়েছিলাম
র্যাঞ্চোর মতো বন্ধু।
সে কি! থ্রি ইডিয়টসের র্যাঞ্চোর কথা আপনার মনে নেই?
কীভাবে মনে থাকবে বলুন?
কে ই বা এত কাকে মনে রাখে?
আমি ওদেরকে ফারহান কিংবা রাজুর মত হতে বলিনি
শুধু নিজেকে ওদের জন্য উৎসর্গ করতে চেয়েছিলাম
র্যাঞ্চোর মতোই।
কিন্তু দেখুন না সামনে ও পিছনে, উভয় দিক থেকে
প্রথম সুযোগেই ওরা আমাকে হাসিমুখে ছুরি মারলো।
আমি পিতার আদর্শ সন্তান হতে চেয়েছিলাম।
কিন্তু কী আশ্চর্য দেখুন, আমার পিতাই সেটি চাইলেন না।
কুয়াশা মোড়া এক ভোরে
তিনি এম্বুলেন্সে করে এসে হাজির হলেন।
কী নিরব, নিস্তব্ধ, নিশ্চুপ বেদনাময় চাহনি।
মনে হচ্ছিল আমার দিকে তাকিয়ে
যেন বিদ্রুপের হাসি হাসছিলেন!
বৈঠা ধরা না শিখিয়েই
মাঝসমুদ্রে এক ভাঙা নৌকায় আমায় একা ফেলে চলে গেলেন।
এখন আমি বিশাল সব ঢেউয়ের সাথে যুদ্ধ করি প্রতিনিয়ত।
আদর্শ ছেলে হওয়ার সময় কই?
আমি মা'র সেই ছোট্ট বাবুটি হয়ে থাকতে চেয়েছিলাম আজীবন।
মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে চেয়েছিলাম প্রতিদিন।
ভেবেছিলাম মা আমাকে গান গেয়ে ঘুম পাড়াবেন চিরদিন।
কিন্তু মা....
সেদিন সংসারের হাল আমার কাঁধে তুলে দিয়ে বুঝিয়ে দিলেন
আমি আর তার ছোট্ট খোকাটি নেই
বড় হয়ে গেছি অনেক আগেই।
এখন আর মা'র কোলে শুয়ে ঘুমানোর স্বপ্ন দেখি না,
এ স্বপ্ন দেখা বড়দের জন্য পাপ!
সবার কাছ থেকে আঘাত পেয়ে, নিরাশ হয়ে
আমি ঈশ্বরের কাছে গিয়েছিলাম,
তার ভাল ভক্ত হতে চেয়েছিলাম।
ভেবেছিলাম তিনি আমাকে শান্তি দিতে পারবেন।
দিঘীর স্বচ্ছ জলের মত শান্তি।
পুরো পৃথিবী ঘুমিয়ে পড়লে, মাঝরাতে
সারাদিনের ক্লান্তি শেষে আমি তাকে ডাকতাম নিবিষ্টমনে।
মহামান্য ঈশ্বর আমাকে নিরাশ করেননি।
বলেছিলেন তাঁর দরজা সবসময় সবার জন্য খোলা।
কিন্তু পুরো পৃথিবী ঘুমিয়ে যাওয়ার পর
তার ঘরের দরজায় গিয়ে দেখি,
সেখানে ঝুলে আছে মস্ত বড় একটি তালা।
ফেব্রুয়ারি, ২০১৭
জামালপুর
২৭ শে মে, ২০১৮ সকাল ৮:২১
অমিয়েন্দ্র বলেছেন: ধন্যবাদ, সুন্দর একটি মন্তব্যের জন্য ![]()
২|
২৭ শে মে, ২০১৮ সকাল ৭:২৫
কাইকর বলেছেন: সুন্দর লিখেছেন।
২৭ শে মে, ২০১৮ সকাল ৮:২৪
অমিয়েন্দ্র বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ![]()
৩|
২৭ শে মে, ২০১৮ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: সব টূকু আবেগ ঢেলে দিয়েছেন।
২৭ শে মে, ২০১৮ রাত ৮:৩১
অমিয়েন্দ্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ![]()
৪|
২৭ শে মে, ২০১৮ সকাল ১০:২৫
মিঠু পারভেজ বলেছেন: দারুন লেগেছে
২৭ শে মে, ২০১৮ রাত ৮:৩১
অমিয়েন্দ্র বলেছেন: জেনে খুশি হলাম, ধন্যবাদ ![]()
৫|
২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৫৫
অনুতপ্ত হৃদয় বলেছেন: চমৎকৃত হলাম.. সুন্দর লিখেছে
২৭ শে মে, ২০১৮ রাত ৮:৩২
অমিয়েন্দ্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
ভাল থাকবেন...
৬|
২৭ শে মে, ২০১৮ সকাল ১১:০২
ন্যায়দন্ড বলেছেন: ভাল কবিতা।
+++
২৭ শে মে, ২০১৮ রাত ৮:৩২
অমিয়েন্দ্র বলেছেন: +++ এর জন্য অসংখ্য ধন্যবাদ ![]()
৭|
২৭ শে মে, ২০১৮ সকাল ১১:২৭
ফ্রিটক বলেছেন: কবিতাটি অনেক সুন্দর হয়েছে।(+++)
২৭ শে মে, ২০১৮ রাত ৮:৩৩
অমিয়েন্দ্র বলেছেন: সুন্দর মন্তব্য, +++ এর জন্য ধন্যবাদ ![]()
৮|
২৭ শে মে, ২০১৮ সকাল ১১:৩৭
সামু পাগলা০০৭ বলেছেন: ইশ! কতজনের কাছে কতশত অভিমান! একটু চেয়ে কিছুই না পাবার অভিমান। সবাই এই কবিতাটি পড়ে কোথাও না কোথাও নিজের সাথে মেলাতে পারবে।
কবিতায় লাইক অবশ্যই।
শুভকামনা!
২৭ শে মে, ২০১৮ রাত ৮:৩৫
অমিয়েন্দ্র বলেছেন: অসাধারণ মন্ত্যটির জন্য অসংখ্য ধন্যবাদ, ভালবাসা নিবেন এবং ভাল থাকবেন ![]()
৯|
২৭ শে মে, ২০১৮ সকাল ১১:৪৭
সাইন বোর্ড বলেছেন: সুন্দর লিখেছেন তালা কাব্য ।
২৭ শে মে, ২০১৮ রাত ৮:৩৮
অমিয়েন্দ্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ![]()
১০|
২৭ শে মে, ২০১৮ সকাল ১১:৫৭
মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: হুম! ভিত্রে গেঁথেছে
২৭ শে মে, ২০১৮ রাত ৮:৩৮
অমিয়েন্দ্র বলেছেন: জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাই ![]()
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৮ ভোর ৬:৫১
Sujon Mahmud বলেছেন: নান্দনিক রচনা কবি