| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত শুক্রবার রাশিয়ার উরাল পর্বতমালায় যে উল্কাপিন্ডের পতন ঘটেছে তার বিস্ফোরণ ক্ষমতা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিয়ায় নিক্ষিপ্ত আণবিক বোমার চেয়ে ৩০ গুণ বেশি। নাসার বিজ্ঞানীরা একথা জানিয়েছেন। ৫৫ ফুট প্রশস্ত এবং ১০ হাজার টন ওজনের এ উল্কাপিন্ডের পতন ঘটলে হাজার হাজার লোক আহত এবং অগণিত ঘরবাড়ি বিধ্বস্ত হয়। আধুনিক ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। নাসার বিজ্ঞানী বিল কুক বলেছেন, এ উল্কাপিন্ডের শক্তি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত আণবিক বোমার চেয়ে বহু গুণ বেশি ।অগ্নিময় উল্কাপিন্ড ছিল সূর্যের চেয়ে অনেক বেশি আলোকিত। এটি প্রায় ৫০০ কিলোটন শক্তি নিঃসরণ করে। এ শক্তি ছিল ১৯৪৫ সালে হিরোশিয়ায় নিক্ষিপ্ত আণবিক বোমার চেয়ে ৩০ গুণ বেশি শক্তিশালী। ভূ-পৃষ্ঠ থেকে বায়ুমন্ডলের ২৪ কিলোমিটার ওপরে বিস্ফোরণ ঘটার ৩২ দশমিক ৫ সেকেন্ড পর ৬ লাখ ৪৩ হাজার ৭৩৪ মাইল বেগে এটি নিচে পতিত হয়।
©somewhere in net ltd.