![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
ভাতের কাঙাল নই || আনোয়ার কামাল
[রফিক আজাদ শ্রদ্ধাভাজনেষু]
আর কোনদিন ভাতের কাঙাল হয়ে দেবে নাকো হাঁক ডাক
থেমে গেলে শবযাত্রা আপন গুহায় মুখ ফেরায় অসীম সময়
ফেরে নাকো আর; বড্ড অসহায় চেপে ধরে সাহসী প্রাণের
দেখা মেলেনা সহসা। অসম্ভবের পায় ভর করে সীমাবদ্ধ
জলে, সীমিত সবুজে চুনিয়া আমার আর্কেডিয়া হয়ে সশস্ত্র
সুন্দর এক জীবনে খুব বেশি দূর নয় হাতুড়ির নিচে জীবন
অপার অরণ্যে বর্ষণে করো অশ্রুপাত হৃদয়ের কী দোষ দেবে
বলো না হয় ক্ষমা করো বহমান হে উদার অমেয় বাতাস।
আমাদের ক্ষমা করো; আর কোন দিন দরাজ কণ্ঠে হুঙ্কার দিয়ে
চাইবো না ভাত দে—নইলে মানচিত্র খাবো।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
আনোয়ার কামাল বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।