নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৃতাত্ত্বিক পরিচয়ে আমি একজন বাঙালি। আর আমি রাজনীতি বুঝি না। আমি শুধু মানুষ বুঝি।

অপর্ণা সেন

সত্য যত কঠিনই হোক তবুও সত্য বলতে চাই।

অপর্ণা সেন › বিস্তারিত পোস্টঃ

“হে সামহোয়্যারইন ব্লগ” আর কতদিন আমাকে অপেক্ষা করতে হবে?

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭

দুই বছর তিন মাস আগে এই ব্লগে একটি অ্যাকাউন্ট খুলেছিলাম!!! আজও এখানে লেখালেখির কোনো সুযোগ পেলাম না!!! বছরের পর বছর কেটে গেল!!! অপেক্ষার পর অপেক্ষা শুধু!!! তবুও ব্লগে লেখার কোনো অনুমতি মেলেনি!!!

এখন তাই মনের দুঃখে বলছি: পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি?
কত দেরি? কত দেরি?
কত দেরি? কত দেরি?
আর কত দেরি? তবে ভোর হবে? আর কবে এখানে লেখালেখির একটু সুযোগ মিলবে?

আর কতদিন লাগবে আমাকে পর্যবেক্ষণ করতে? আমি তো ভিনগ্রহের মানুষ নই।

কবে এখানে লেখার একটুখানি সুযোগ মিলবে?
নাকি সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষের কাছে এই আকুতি কোনোদিন পৌঁছাবে না?

উত্তরের অপেক্ষায় রইলাম: “হে সামহোয়্যারইন ব্লগ” কর্তৃপক্ষ।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

অধীতি বলেছেন: বুঝলাম না।বিস্তারিত বলেন।

২৪ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

অপর্ণা সেন বলেছেন: দুই বছর তিন মাস আগে এই ব্লগে জয়েন করেছি!!!
আজও প্রথম পাতায় লেখার সুযোগ পাইনি।
তাই, ভীষণ হাতাশা।

ধন্যবাদ ও শুভেচ্ছা।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হতে হবে।
এবার ঠিক হবে।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে নিয়মিত লিখতে হবে,
প্রথম পাতায় নাই বলে অনেকেই আপনাকে চেনেনা,ব্লগের নিয়ম
অনুসারে শুধু লিখলে চলবে না, অন্যান্য ব্লগার এর লেখায় মন্তব্য সহকারে
অংশগ্রহন করতে হয় তখন আপনার পরিচিতি বাড়বে এবং লেখার মান ও
বৃদ্ধি পাবে । সেই সঙ্গে আপনার স্বীকৃতি ও মিলবে ।
..............................................................................................
আশাকরি এখন থেকে আপনি নিয়মিত ভাবে লিখবেন ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুই বছর ৪ মাস
অনেক সময় !!
মনে হয় জ্বিনের আছর
ঝাড়ফুক করতে হবে।
ব্লগ-ডেতে আসুন
সব ঠিক হয়ে যাবে।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার লিখার হাত ভালো। আপনি নিয়মিত হউন ব্লগে। অন্যান্য ব্লগারদের ব্লগে মন্তব্য দিন। দেখবেন কয়েকদিনেই আপনার পরিচিতি ছড়িয়ে পড়বে। যাই হোক ব্লগডেতে যোগ দিন। শুভ কামনা নিরন্তন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.