![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন কৌতূহলী, আত্মভোলা অনুসন্ধানী। জানতে এবং জানাতে চাই অনেক কিছুই। কিন্তু কতটুকু সফল সেটা আর জানা হয়ে উঠেনা।অপরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল, নিজের বিশ্বাসের প্রতি অবিচল।আমার ব্লগে সবাইকে স্বাগতম।
হওয়ার কথা ছিল তাহরির স্কয়ার কিন্তু হয়ে গেলো ধানমণ্ডি ৩২ নম্বর। এখন সেখানে লীগ নেতাদের ভাষণ শোনান হছে। অবস্থান কর্মসূচির নিয়ন্ত্রণ চলে গেছে ছাত্রলীগের হাতে। দুঃখিত বামপন্থী বন্ধুরা। এবারও আপনারা আন্দোলনের রেশ ধরে রাখতে পারলেন না। আপনারা যে আন্দোলনের কথা বলে আমাদের মত সাধারণ জনগণকে ঘর থেকে বের করে শাহবাগে আনলেন তা আর জনগণের আন্দোলন রইল না। এটা এখন আওয়ামী লীগের দলীয় আন্দোলনে পরিণত হয়েছে। যে শাহবাগ তাহরির স্কয়ার হওয়ার কথা ছিল তা এখন রাসেল স্কয়ার হয়ে গেছে।
সন্ধ্যায় অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে আসা সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর ওপর বোতল ছুড়ে মারা হয়। এর পর থেকেই শাহবাগের নিয়ন্ত্রণ ধীরে ধীরে ছাত্রলীগ আর যুবলীগের নেতাকর্মীদের হাতে চলে যেতে থাকে। আরও একবার জনগণের আন্দোলন ছিনতাই হল। ব্লগার এবং অনলাইন আক্টিভিস্টরা যে গণজাগরণের ডাক দিয়েছেন তার ক্রেডিট এখন সরকার নিতে চাইছে। আর উল্টা-পাল্টা কথায় পারদর্শী আওয়ামী নেতাদের একজন আইন প্রতিমন্ত্রী বেফাঁস কথা বলে জামাত-শিবিরের হাতে আরেকটা সুযোগ তুলে দিলেন।
‘জনগণ আগে এভাবে মাঠে নামলে রায় হয়তো অন্যরকম হতো’
এখন চাইলেও শাহবাগে বসে সরকারের আঁতাত আর দুর্নীতি নিয়ে কিছু বলা যাবে না। । চাইলেও হলমার্ক, ডেস্টিনি আর আওয়ামী লীগে ঘাপটি মেরে থাকা রাজাকারদের বিচার চাওয়া যাবে না। যদি চাই তাহলে আর শাহবাগে আধ ঘণ্টাও বসতে দেয়া হবে না, যেখানে দুই রাত পার করে ফেলেছে। অথচ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর এই প্রথম আরেকটা গন আন্দোলন শুরু হয়েছিলো যেখানে সর্বস্তরের জনগণ সমর্থন করেছিলো, যার নেতৃতে ছিল ব্লগার এবং অনলাইন আক্টিভিস্টগন। সবার অংশগ্রহণ দেখে বন্ধুদের সাথে গাজীপুর থেকে ছুটে গিয়েছিলাম শাহবাগে গত সারারাত পার করেছি আন্দোলনকারীদের সাথে। কিন্তু এখন এর রং কেমন ফিকে হয়ে আসছে। যেভাবে দলীয় লোকজন এসে এর ক্রেডিট নিতে চাইছে তাতে আশঙ্কা হয় এর সুফল কি আমরা আদায় করতে পারব?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬
ভীতু সিংহ বলেছেন: ধন্যবাদ। এখন আন্দোলন কতদিন স্থায়ী হয় তার দিকেই লক্ষ্য রাখা উচিৎ।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৫
সোহানী বলেছেন: সহমত...
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৭
ভীতু সিংহ বলেছেন: ধন্যবাদ।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯
এন ইউ এমিল বলেছেন: এইখানে দলিয় প্রভাব পরলেই আন্দোল ফিকে হয়ে যাবে, যেকোন ভাবেই হউক দলীয় কেন বিষয় এখানে প্রবেশ করতে দেয়া যাবেনা
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬
ভীতু সিংহ বলেছেন: একমত।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২১
ফোকাস-০০৭ বলেছেন: কিছু ভাডা করা লোক নিয়া আন্দোলন করতে আইছেন!!!!? হা হা হা
। ব্যপুক বিনুদোন পাইলাম
আন্দোলনটা হৃদয়ের দাবী হতে হয় . :O
ভাডা করা লোক দিয়া আন্দোলন হয়্না শুধু কিছু তামাশা হয় মাত্র
ছাগু এবং হাগু (BAL) মুক্ত বাংলাদেশ চাই
:B
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮
ভীতু সিংহ বলেছেন: ভাড়া করা লোক দেখলেন কোথায়? প্রথমে যারা এসেছিলো সবাই নিজ উদ্যোগে এসেছিলো কিন্তু পরে এর নিয়ন্ত্রণ আওয়ামী কর্মীদের হাতে চলে যায়।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
আততায়ী০০৬ বলেছেন: Click This Link
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২
চারু_চারবাক বলেছেন: প্রথমে যারা এসেছিলো সবাই নিজ উদ্যোগে এসেছিলো কিন্তু পরে এর নিয়ন্ত্রণ আওয়ামী কর্মীদের হাতে চলে যায়।
যৌক্তিক কারনেই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপস্হিতি বেশী ছিল। তাদের ব্যাপারে চুলকানী থাকলে তাদের আসতে মানা করে দিন।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩
আখতার ০১৭৪৫ বলেছেন: আমি আপনার সাথে একমত। জনগণের আন্দোলনে কেউ যেন ফায়দা নিতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।