নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষিত লোকই জাতির মেরুদণ্ড নহে

ভীতু সিংহ

একজন কৌতূহলী, আত্মভোলা অনুসন্ধানী। জানতে এবং জানাতে চাই অনেক কিছুই। কিন্তু কতটুকু সফল সেটা আর জানা হয়ে উঠেনা।অপরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল, নিজের বিশ্বাসের প্রতি অবিচল।আমার ব্লগে সবাইকে স্বাগতম।

ভীতু সিংহ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ক্রিকেট নিয়ে উপহাস আর জুয়াড়ি উপাখ্যান।

১৮ ই মে, ২০১৩ রাত ১:১৭

ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই দেশগুলোর মানুষের গায়ের রং, খাদ্যঅভ্যাস প্রায় কাছাকাছি হলেও মূল্যবোধ, আচার-আচরণ এসবে যে অনেক ব্যবধান তার প্রমান বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশ ছাড়া বাকি তিনটা দেশের ক্রিকেটাররা অনেকবারই ম্যাচ-ফিক্সিংএর দায়ে অভিযুক্ত হয়েছে। কেউ কেউ ভাবতে পারে আইপিএল অথবা বর্তমান ক্রিকেটের ব্যাপক বিশ্বায়নই এর জন্য দায়ী। কিন্তু, ভারত, পাকিস্তান, শ্রীলংকার ক্রিকেটাররা সেই ৯০ দশক থেকেই পাতানো খেলার সাথে যুক্ত। আযহার উদ্দিন, সেলিম মালিক, কালুভিতারানার মত নামকরা প্লেয়ারও এই অপকর্মের দায়ে অভিযুক্ত হয়েছিলো। এই একটা দিকে আমরা সৌভাগ্যবান যে মাশরাফি, সাকিব, তামিমদের মত খেলোয়াড় পেয়েছি, যারা পাতানো খেলার অফার পেলেও নির্দ্বিধায় বোর্ডকে জানিয়ে দেয়। বাংলাদেশ দলও মাঝে মাঝে দুর্বল দলের কাছে পরাজিত হয়, কিন্তু ম্যাচ-ফিক্সিঙ্গের কালি তাদের গায়ে লাগেনা। বয়কট, সিধু আর রমিজ রাজার মত স্টুপিডরা বাংলাদেশের যত খুঁতই ধরুক না কেন, ম্যাচ ফিক্সিঙ্গের বেলায় তারা সব চুপ।

বাংলাদেশের দামাল ছেলেদের আবারো সাধুবাদ তাদের নৈতিকতার জন্য। সশস্ত্র বাহিনীর পর ক্রিকেট সেনারাই শুধু বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করতে পেরেছে। সিধু, রমিজ রাজার মত তেলাপোকাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিছু বলতে আসার আগে আসিফ, বাট আর শ্রীশান্তের মত খচ্চরদের কথা মাথায় রাখা উচিৎ। আর জামিলের মত যেসব কুলাঙ্গাররা বিদেশের অনুষ্ঠানে যেয়ে বাংলাদেশ দলকে নিয়ে উপহাস করে তাদের জন্য রইল ধিক্কার।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৩ রাত ১:৩১

ছাসা ডোনার বলেছেন: সিধু, রমিজ রাজার মত তেলাপোকাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিছু বলতে আসার আগে আসিফ, বাট আর শ্রীশান্তের মত খচ্চরদের কথা মাথায় রাখা উচিৎ। আর জামিলের মত যেসব কুলাঙ্গাররা বিদেশের অনুষ্ঠানে যেয়ে বাংলাদেশ দলকে নিয়ে উপহাস করে তাদের জন্য রইল ধিক্কার।
স হমত!!!!!!!!!!

২| ১৮ ই মে, ২০১৩ রাত ১:৩৯

আমি বিভীষণ বলেছেন: একটা জিনিষ কিন্তু মানতে হবে, এরা যতই বাংলাদেশের নিন্দা করছে, বাংলাদেশ কিন্তু বরগানুপাতিক হারে উন্নতি করছে।

তাই মাইনাসে মাইনাসে পিলাচ। আপনার পোস্টেও পিলাচ রইল।

১৮ ই মে, ২০১৩ ভোর ৬:৫৫

ভীতু সিংহ বলেছেন: আপনাকেও +++

৩| ১৮ ই মে, ২০১৩ রাত ১:৪০

সেফানুয়েল বলেছেন: সিধু, রমিজ রাজার মত তেলাপোকাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিছু বলতে আসার আগে আসিফ, বাট আর শ্রীশান্তের মত খচ্চরদের কথা মাথায় রাখা উচিৎ। আর জামিলের মত যেসব কুলাঙ্গাররা বিদেশের অনুষ্ঠানে যেয়ে বাংলাদেশ দলকে নিয়ে উপহাস করে তাদের জন্য রইল ধিক্কার।----
সহমত

১৮ ই মে, ২০১৩ ভোর ৬:৫৫

ভীতু সিংহ বলেছেন: ধন্যবাদ।

৪| ১৮ ই মে, ২০১৩ রাত ২:০৫

অনবদ্য অনিন্দ্য বলেছেন: সহমত

৫| ১৮ ই মে, ২০১৩ রাত ২:২২

তৌফিক মাসুদ বলেছেন: খাতি কোঠা বোলোচেন।

৬| ১৮ ই মে, ২০১৩ সকাল ৮:৩৩

জাহাজ ব্যাপারী বলেছেন: কিছু ছন্দপতন ছাড়া বাংলাদেশ ক্রিকেটে উন্নতির ধারা বজায় রেখেছে। ইন্ডিয়ানরা বাংলাদেশের কোন ভালো সহ্য করতে পারে না। জামিলের বিষয়টিতে বাংলাদেশের প্রতি ওয়েস্ট বেঙ্গল-এর ইন্ডিয়ানদের সাধারণ ও চিরাচরিত অবজ্ঞা ও শ্লেষের বহিঃপ্রকাশ ঘটেছে মাত্র। মনে হচ্ছিল অপদার্থ, কূলাঙ্গার ও দেশদ্রোহী এক জামিলের ভাঁড়ামিতে বাংলাদেশের রেপ দেখে ইন্ডিয়ান জানোয়ারেরা যেন শ্বাদন্ত বের করে ক্রুর হাসিতে আত্মহারা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.