নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষিত লোকই জাতির মেরুদণ্ড নহে

ভীতু সিংহ

একজন কৌতূহলী, আত্মভোলা অনুসন্ধানী। জানতে এবং জানাতে চাই অনেক কিছুই। কিন্তু কতটুকু সফল সেটা আর জানা হয়ে উঠেনা।অপরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল, নিজের বিশ্বাসের প্রতি অবিচল।আমার ব্লগে সবাইকে স্বাগতম।

ভীতু সিংহ › বিস্তারিত পোস্টঃ

আসুন, একটি চেতনার সরল অঙ্ক সমাধান করি।

২৬ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৬

আজকের অনুষ্ঠানের একটি সাধারন খরচের হিসাব । এইভাবে এই উদ্দেশ্যে খরচকে যারা অপচয় মনে করেন , তাদেরকেই আমি বাঁকা চোখে দেখতে চাই, আর সে আমার যত প্রিয় মানুষই হোন না কেন ?





আমি নিশ্চিত হয়তো তার বোঝার ভুল আছে , অথবা তার উদ্দেশ্য ভিন্ন । আসেন ৯০ কোটি টাকার একটা ক্ষুদ্র অংশের একটা লামসাম বেসরকারী হিসাব করি, ভুল হইলে ধরাইয়া দিয়েন।

পাউরুটি- ২ টা x ১০/- = ২০/-

আপেল -১টা x৩০/- = ৩০/-

জুস - ১টা x১৫/- = ১৫/-

কেক- ২টা x১০/- = ২০/-

বিস্কিট- ১প্যা. x১২/- = ১২/-

পানি - ১টা x১৫/- = ১৫/-

স্যলাইন- ১টা x৫/- = ৫/-

--------------------------------

মোট--- /- ১১৭/-

ক্যাপ- ৪০ টাকা

ব্যাগ- ৫০ টাকা

লিরিক্স- ১০ টাকা

পতাকা- ১০ টাকা

--------------------

মোট - ১১০ টাকা

সর্বমোট- ২২৭ টাকা ,

একটা রাউন্ড ফিগারে নিয়ে আসি

= ২২৭ টাকা/জন তাইলে দাড়াইল=

৩,০০,০০০ x ২২৭ টাকা = ৬,৮১,০০,০০০টাকা ;

অনুষ্ঠানের মোট বাজেট ছিল----৯০,০০,০০,০০০ টাকা।



পুনশ্চঃ গার্মেন্টস শ্রমিকদের কালকের বেতন দেয়া হবে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৪

মদন বলেছেন: :)

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

ভীতু সিংহ বলেছেন: ;)

২| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৭

স্টকহোম বলেছেন: :P ব্যবসা আর ব্যবসা.............।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

ভীতু সিংহ বলেছেন: যথার্থ বলেছেন।

৩| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৮

মুদ্‌দাকির বলেছেন: বাকি টাকা কি বাকের ভাই এর পকেটে ??? জাতির বিবেকের কাছে প্রশ্ন !!!!! B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪০

ভীতু সিংহ বলেছেন: জাতির বিবেক এই মুহূর্তে নতুন কি রেকর্ড করা যায় সেটার ভাবনায় মগ্ন আছে।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৪

একজন ঘূণপোকা বলেছেন: পুনশ্চঃ গার্মেন্টস শ্রমিকদের কালকের বেতন দেয়া হবে। =p~ =p~

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

ভীতু সিংহ বলেছেন: সেই কালকে আর এলনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.