নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষিত লোকই জাতির মেরুদণ্ড নহে

ভীতু সিংহ

একজন কৌতূহলী, আত্মভোলা অনুসন্ধানী। জানতে এবং জানাতে চাই অনেক কিছুই। কিন্তু কতটুকু সফল সেটা আর জানা হয়ে উঠেনা।অপরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল, নিজের বিশ্বাসের প্রতি অবিচল।আমার ব্লগে সবাইকে স্বাগতম।

ভীতু সিংহ › বিস্তারিত পোস্টঃ

শাবাশ সালমা বাহিনী।

০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

আমাদের সোনার ছেলেদের দৌড় কত টুকু তাতো আমরা অনেক আগেই বুঝে গিয়েছি। বাকি ছিলে শুধু তোমরা। নাহ!! তোমরা অন্তত আমাদের হতাশ করনি। কোথায় যেন পড়েছিলাম সুন্দরবনের বাঘিনি নাকি বাঘের চেয়ে বেশি হিংস্র হয়। আজকে শ্রীলংকার সাথে তোমাদের ম্যাচ যেন সেটাই প্রমান করলো। এর আগেও যেদিন সাকিব তামিমরা পাকিস্তানের সাথে ন্যাক্কার জনক ভাবে হেরেছিল ঠিক সেইদিনই তোমরা দেখিয়ে দিয়েছিলে কিভাবে শেষ পর্যন্ত লড়াই করতে হয়। অভিনন্দন টাইগ্রেস।







জানি তোমাদের এই জয়ে মিডিয়াতে কোন প্রতিক্রিয়া হবে না। আজকে যদি তোমরা ক্রিকেট না খেলে সানিয়া মির্জা, শারাপভাদের মত সংক্ষিপ্ত পোষাকে টেনিস খেলতে তাহলে মিডিয়া তো বটেই সামুতেও কত লুল পাব্লিকের আগমন ঘটত তোমাদের ম্যাচ রিভিও লেখার জন্য। তারপরেও অন্তরের অন্তস্তল থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের লঙ্কা বধ

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: শাবাশ!

স্বাগতম, শুভেচ্ছা।

কিন্তু দোহাই, ধরে রেখো ধারাবাহিকতা!!!!!

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৩

ভীতু সিংহ বলেছেন: ধারাবাহিকতা ধরে রাখাটাই আসল।

২| ০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

আমিনুর রহমান বলেছেন:




অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশ (মহিলা) ক্রিকেট দলকে ...

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

ভীতু সিংহ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

হেডস্যার বলেছেন:
আজ ছেলেরা খারাপ খেলছে বলেই মেয়েদের প্রশংসা করছেন।
তা না হলে এতদিন কে খবর নিত এই সালমা বাহিনীর !!

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৮:৫২

ভীতু সিংহ বলেছেন: ভূল বললেন। তারা যখন দক্ষিন আফ্রিকাকে পরাজিত করেছিলো তখন এই ব্লগে আমিই প্রথম পোস্ট দিয়েছিলাম সেই ২০১২তে।

আর খবর রাখার আরেকটা কারণ আছে অবশ্য। আমার এক নিকট আত্মীয়া মেয়েদের একাদশে আছে। আজকের ম্যাচেও উনি খেলেছিলেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.