![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন কৌতূহলী, আত্মভোলা অনুসন্ধানী। জানতে এবং জানাতে চাই অনেক কিছুই। কিন্তু কতটুকু সফল সেটা আর জানা হয়ে উঠেনা।অপরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল, নিজের বিশ্বাসের প্রতি অবিচল।আমার ব্লগে সবাইকে স্বাগতম।
৩৬০ পীর আউলিয়ার দেশে সবাই সাধু শুধুমাত্র পুলিশ ছাড়া!
ঘরে বসে কী বোর্ডে ঝড় তুলে দেওয়া সবাই আজ দেশপ্রেমিক শুধুমাত্র পুলিশ ছাড়া।
দুর্নীতি মুক্ত দেশ হিসাবে বাংলাদেশ বিশ্বে পরিচিতি পাচ্ছে না,শুধুমাত্র পুলিশ ঘুষ খায় বলে।
সর্বত্র আজ সুশাসন শুধুমাত্র পুলিশ বাহিনী ছাড়া।
বাচ্চাকে প্রশ্ন কিনে এ প্লাস পাওয়ানোর জন্য রাত জাগা অভিভাবক যখন দেয়ালে শেয়ার দেয়, "পুলিশ চো** টাইম নাই",তখন এই অভিভাবক হিসাবে তার সচেতনতা প্রশ্নের মুখে পড়ে যায়!
"পুলিশ কোন চ্য***র বা*"- লাস্ট ২/৩ দিনে ওয়ালে শেয়ার হওয়া সব থেকে বেশি পোষ্ট।
যে দেশে মানুষ ঘুষ দিতে স্বচ্ছন্দ বোধ করে সে দেশে আপনি মুখে নীতি কথা আর কী-বোর্ডে ঝড় তোলা ছাড়া কি-ই বা করতে পারবেন!!! কোরআন হাদিস অনুযায়ী কিন্তু ঘুষ দেওয়া,নেওয়া দুটোই সমান অপরাধ।
আপনি তিন লক্ষ টাকা দিয়ে বাইক, চল্লিশ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনতে পারেন কিন্তু চার হাজার টাকা খরচ করে লাইসেন্স করতে পারেন না।
একটা চেকপোস্ট এ গাড়ির কাগজ দেখতে চাইলে আগে বলেন,"ফোনে একটু কথা বলেন, বলেন আমি টিভির/পত্রিকার সাংবাদিক
আপনার ফোন-কলই যে দেশে লাইসেন্স হিসাবে কাজ করে সেখানে আপনি চান, "নিরাপদ সড়ক"।
সেলুকাস জাতি
নিরাপদ সড়ক চান কিন্তু দুই কদম হেটে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চান না।ব্যস্ত রাস্তার মাঝখান দিয়ে দৌঁড়ে রোড ডিভাইডারের লোহার তার ছিদ্র করে রাস্তা পার হয়ে যান।এই অপরাধে জরিমানা করা পুলিশরাই আজ চ্য***র বা*
আইন থাকুক দেশে কিন্তু নিজে ট্রাফিক আইন মানতে চান না।
জেব্রা ক্রসিং, সিগন্যাল বাতি,রোড ডিভাইডার, কোন কিছু দিয়েই আপনার বেপোরোয়া ড্রাইভিং বন্ধ করা না গেলেও নিরাপদ সড়ক চেয়ে সব থেকে বেশি সোচ্চার আপনিই থাকেন।
আফটার অল ফেসবুক কেন্দ্রিক সচেতন নাগরিক আমরা।
আমরা সেই সচেতন সিটিজেন, যে নিজে একবার ঠেলে বাসে উঠতে পারলে সারা রাস্তায় বাসের ভিতর দাঁড়িয়ে চিৎকার করেন, "ওই হ্লা দাঁড়িয়ে যাত্রী নেস ক্যা?"
আমরা সেই সুনাগরিক যে, নির্দিষ্ট বাস স্টপেজে না নেমে বাড়ির সামনে নেমে একটু পরে আবার সেই আমরাই বলি "শালার ব্যাটা যেখানে সেখানে বাস থামাস ক্যা।"
সব দেশে যেখানে ধর্মকে কেন্দ্র করে দ্রব্যমুল্যের দাম কমায় সেখানে আমরাই পুলিশ একটা মা**র ফা**র বলতে দাম বাড়িয়ে প্রমাণ করেন আমরাই নির্ভেজাল ব্যবসায়ী!!!
ডাক্তারের কাছে গেলে সিরিয়ালটা আগে পাবার জন্য দুর্নীতি করি, ব্যাংক ঋণ পাবার জন্য ঘুষ প্রদান করি, চাকরী পাবার জন্য ঘুষ দেই, ভূমি অফিসে জাল দলিল করার জন্য ঘুষ দেই, সুদে ব্যবসা করি, সাধারণ জনগণের টাকায় ছেলে মেয়ে নিয়ে বিদেশ ট্যুরে যাই, রাস্তায় টেন্ডারের কাজ নিয়ে রডের বদলে বাঁশ দেই ,নিজের গার্লফ্রেন্ড নিয়ে চিপায় যেয়ে ফেসবুকে ধার্মিক সাজি, মাদক নিতে নিতে মাদক বিরোধী পোষ্ট দেই।
একটি দেশের পুলিশের, আমলার, নেতার ব্যবহার নির্ভর করে সে দেশের জনগণের আচার আচরণ কেমন তার উপর। সামগ্রিক ব্যবস্থায় স্বচ্ছতা না আসলে, নিজে সচেতন না হলে, আইন না মানলে, নিরাপদ সড়ক কোনদিন আসবে না। তাই আসুন আগে নিজেরা পরিবর্তিত হই।
০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫১
ভীতু সিংহ বলেছেন: ভালো বলেছেন। তবে সেই সাথে আমাদেরও মানসিকতার পরিবর্তন জরুরি। কারন নেতা, পুলিশ বা আমলা তো আমাদের মাঝে থেকেই আসে।
২| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫০
রাজীব নুর বলেছেন: বিএনপির ফিটনেস নেই;
জামায়াতের লাইসেন্স নেই;
আর বামদের বেশিরভাগই মেয়াদউত্তীর্ণ। এদের কাছে নিরাপদ রাজনীতি আশা করেন?
০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৩
ভীতু সিংহ বলেছেন: আমি কি কোথাও বলেছি যে এদের কাছে রাজনিতি আশা করি? লেখাটা আরেকবার পড়ুন। আশা করি বুজতে পারবেন।
৩| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৭
টারজান০০০০৭ বলেছেন: সহমত ! কথাতেই আছে , আপ ভালো তো জগৎ ভালো ! নিজের ইয়ে চালুনির মতন ঝাঁঝরা , অন্যদিকে সুঁইয়ের ইয়েতে ফুটো কেন ইহা লইয়া চিল্লাচিল্লি !
নেতা , আমলা সব আমাদের মধ্য হইতেই আসে ! আমরা ভালো হইলে আমাদের শাসকও ভালো হইবে ! শাসক ভালো হইলে আমরাও ভালো হইব, ইহা একটি ভুল ধারণা ! বেলাইনে চলা কোন জাতি যদি কখনো কোন শাসকের দ্বারা লাইনে আসে, বুঝিতে হইবে জাতি নিজেই পরিবর্তন চাহিয়াছিল , তাই শাসক পরিবর্তনে সচেষ্ট হইয়াছে !
যে জাতি নিজের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করে না, আল্লাহও তাহাদের ভাগ্য পরিবর্তন করেন না ! জাতি হিসেবে আমাদের নিজেদের পরিবর্তনের কোন চেষ্টাই আমরা করিনা , আল্লাহর কি ঠেকা পড়িয়াছে পরিবর্তন করার ! আমরা অপেক্ষা করিতেছি মহাথির, লি কুয়ানের ! উহারা কি আসমান হইতে আসিবে ?
০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৪
ভীতু সিংহ বলেছেন: আরে বনের রাজা আমার ব্লগে। স্বাগতম স্বাগতম।
"শাসক ভালো হইলে আমরাও ভালো হইব, ইহা একটি ভুল ধারণা ! বেলাইনে চলা কোন জাতি যদি কখনো কোন শাসকের দ্বারা লাইনে আসে, বুঝিতে হইবে জাতি নিজেই পরিবর্তন চাহিয়াছিল , তাই শাসক পরিবর্তনে সচেষ্ট হইয়াছে !"
এই সহজ কথাটাই অনেকে বুঝতে চায় না।
মন্তব্যর জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
৪| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩০
সে্নসেটিভ শিমুল বলেছেন: ডাক্তার এর সিরিয়াল টা শৃঙ্খলার জন্য সৃষ্টি। নময়ীতা আর লোভে তাতেও দুর্নীতি ; বিশৃঙ্খলা।
সবই কানেক্টেড, একের সুবিধায় অন্যের দুর্নীতি ।
যার মূলেই শাসক শ্রেণী!
০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৬
ভীতু সিংহ বলেছেন: দুর্নীতির এক দুষ্টচক্রে আমরা সবাই আটকা। এর থেকে পরিত্রানের জন্য আগে নিজেদের পরিবর্তনটা জরুরি।
মন্তব্যর জন্য ধন্যবাদ।
৫| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৪
ভ্রমরের ডানা বলেছেন:
আরে ভাই, সব দোষ সরকারের, পুলিশের (আওয়ামী বিএম্পি বুঝিনা)! জনগণ তুলশী পাতা..... সাধু, পূজনীয়! মন্ত্রজপ শুরু করেন-
ওম জনগনে সুহায়া....
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯
ভীতু সিংহ বলেছেন: হা হা হা। ঠিক বলেছেন।
৬| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৯
বিজন রয় বলেছেন: সর্বত্র ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করা জাতির জন্য কোন আইন-ই প্রযোজ্য নয়।
......... সহমত।
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫০
ভীতু সিংহ বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।
৭| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫
আরণ্যক রাখাল বলেছেন: একটার সাথে আরেকটা রিলেটেড। আমরা এমন, ওরা আমাদের সাথে এভাবেই ট্রিট করে৷
নিজে দুর্নীতিতে ডুবে থেকে, অন্যের কাছ থেকে আমি ভাল কিছু আশা করতে পারি না৷
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬
ভীতু সিংহ বলেছেন: "নিজে দুর্নীতিতে ডুবে থেকে, অন্যের কাছ থেকে আমি ভাল কিছু আশা করতে পারি না"৷
ঠিক বলেছেন।
৮| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৮
কাওসার চৌধুরী বলেছেন:
যেমন দেশ তেমন মানুষ, তেমন নেতা আর ঠিক তেমন আইন?
০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৪
ভীতু সিংহ বলেছেন: আমার পোস্টে আপনার কমেন্ট দেখে খুব ভালো লেগেছে। আপনি ঠিকই বলেছেন, "যেমন দেশ তেমন মানুষ, তেমন নেতা আর ঠিক তেমন আইন"। এই অবস্থার পরিবর্তনের জন্য আগে আমাদের নিজেদের ঠিক হওয়া প্রয়োজন। কেউ কেউ হয়তো ভুল বুঝতে পারেন, যে আমি চলমান আন্দোলনের বিরোধিতা করছি। ব্যাপারটা কিন্তু তা নয়। তবে যেটা বললাম, এইসব আন্দোলন তখনি সফল হবে যখন আমরা নিজেরা সংশোধিত হব।
৯| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি কি কোথাও বলেছি যে এদের কাছে রাজনিতি আশা করি? লেখাটা আরেকবার পড়ুন। আশা করি বুজতে পারবেন।
ক্ষমতায় টিকে থাকাটা একটা নার্ভ গেইমের খেলা। যার নার্ভ যত শক্ত , সে তত শক্ত ভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে পারে। নার্ভ দুর্বল হয়ে গেলে ক্ষমতা আর টিকিয়ে রাখা যায়না। এটা ইতিহাস সাক্ষি।
০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০০
ভীতু সিংহ বলেছেন: ভালো বলেছেন। মন্তব্যর জন্য ধন্যবাদ।
১০| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩২
চাঁদগাজী বলেছেন:
আপনি বদলায়ে গেলেন, টং'এর চা দোকানদার বদলে গেলো, চাষী বদলে গেলো, রিক্সা ড্রাইবার বদলে গেলো, শুধু মুহিত একা বদলালো না; এখন আপনাদের সবার বদলানোর কোন মুল্য থাকার কথা নয়।
০৯ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৩৫
ভীতু সিংহ বলেছেন: হুম। তা অবশ্য ঠিক।
১১| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:২৪
মুমিত প্রত্যয় বলেছেন: ঠিকই বলেছেন। নিজেদের আগে পরিবর্তন করা উচিৎ।
আমি নিরাপদ সড়ক চাই-এর আন্দোলন করেছি। চেষ্টা করছি নিজেও নিয়মকানুন মানার। ওভার ব্রীজ ছাড়া রাস্তা পার হচ্ছিনা। গাড়িতে সিটবেল্ট বাঁধছি। যেগুলো আগে করা হয়ে ওঠেনি সচরাচর।
কিন্তু, আন্দোলনটা নিয়ে হতাশায় ভুগছি।
০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪০
ভীতু সিংহ বলেছেন: আন্দোলনটা নিয়ে হতাশায় ভুগার কিছু নেই। ধীরে ধীরে পরিবর্তন হবে।
১২| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৪
টারজান০০০০৭ বলেছেন: @চাঁদগাজী !
আপনি বদলায়ে গেলেন, টং'এর চা দোকানদার বদলে গেলো, চাষী বদলে গেলো, রিক্সা ড্রাইবার বদলে গেলো, শুধু মুহিত একা বদলালো না; এখন আপনাদের সবার বদলানোর কোন মুল্য থাকার কথা নয়।
সবাই যদি বদলাইয়া যায়, মুহিত একা না বদলাইলে মুহিতকেই বদলিয়ে দেওয়া হইবে এ ব্যাপারে নিশ্চিত থাকেন ! কোন সমাজ বা রাষ্ট্রই জনগণের স্বভাবের সাথে খাপ খায় না এমন কাউকে শাসক হিসেবে রাখে না !! জনগণের স্বভাব যেমন হয় , শাসকও তেমনই হইয়া থাকে !
০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪০
ভীতু সিংহ বলেছেন: হা হা হা হা। যথার্থ বলেছেন।
১৩| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২১
ভ্রমরের ডানা বলেছেন:
জনগণ নিজেকে রাজা ভাবে আর ফকিরের মত চলে....
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৫
ভীতু সিংহ বলেছেন: যথার্থ বলেছেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পরিবর্তনটা শীর্ষ থেকে নিচের দিকে আসতে হবে | আগে রাজনৈতিক দলগুলোর নেতারা তাদের ডাবল স্ট্যান্ডার্ড থেকে বেরিয়ে আসুক, পাবলিক তখন নিজেরাও শোধরাতে শুরু করবে | গণতন্ত্র গণতন্ত্র বলে মুখে ফেনা তুলে ফেলে এই সকল ডাবল স্ট্যান্ডার্ডধারী নেতাগুলো, অথচ তাদেরই শাসনামলে কেউ কোনো সমালোচনা করলেই পিটিয়ে তক্তা বানিয়ে দেয়া হয় পোষা বাহিনী দিয়ে | এই সকল হিপোক্রেটগুলো আগে নিজে ঠিক হোক, দেশবাসী তখন অবশ্যই নিজেদের ভুলত্রুটি সংশোধনে সচেষ্ট হবে |