![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন কৌতূহলী, আত্মভোলা অনুসন্ধানী। জানতে এবং জানাতে চাই অনেক কিছুই। কিন্তু কতটুকু সফল সেটা আর জানা হয়ে উঠেনা।অপরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল, নিজের বিশ্বাসের প্রতি অবিচল।আমার ব্লগে সবাইকে স্বাগতম।
গতকাল ছিল শোক দিবস। কিন্তু মাইকের ক্রমাগত অত্যাচারে প্রান ওষ্ঠাগত হয়ে উঠেছিল। আচ্ছা, শোক হিসেবে দেশাত্মবোধক গান এর ব্যবস্থা বাদ দিয়ে দোয়া দরূদ কিংবা দান করার বিষয়টাকে বেশি গুরুত্ব দিলে ভালো হতো না?
রান্না করা খিচুড়িটা এলাকার বাড়িওয়ালাদের না পাঠিয়ে নিম্নশ্রেণীর ভাড়াটিয়াদের কিংবা এতিমদের দিলে ভালো হতো না?
আচ্ছা, অন্তত বঙ্গবন্ধুর আদর্শে দেশে কোনো নতুন পরিবর্তন হয়েছে কি আজ থেকে? কোনো নতুন নিয়ম যা সবার উপকারে আসবে? আমি জানতে চাচ্ছি কেবল।
গান প্লে করা মানুষগুলোর মধ্যে কতজন মোনাজাতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেছে? কারো প্রার্থনায় কি 'বাংলাদেশ' শব্দটা উচ্চারিত হয়?
বঙ্গবন্ধু বলেছিলেন - "দেশ স্বাধীন করলে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি!"
আচ্ছা, জালিয়াতি বা ঘুষ ব্যবস্থা কমানোর উদ্দেশ্যে কোনো নতুন নিয়ম কি তৈরী হয়েছে যা আজ থেকে বাস্তবায়িত হবে?
"মুক্তির সংগ্রাম", "স্বাধীনতার সংগ্রাম " শব্দগুলো শব্দতেই সীমাবদ্ধ রয়ে গেলো। ধর্ষিতার বাবা হিসেবে নিজেকে পরিচয় দেওয়া মানুষটির আদর্শ আমাদের ঠোঁটের কোণা ছেড়ে কর্মে তেমন আসেনি। কিছু মানুষ আড়ালে ধর্ষক, জনসম্মুখে ধর্ষিতার ভাই।
আমি গত রাত থেকে একটার পর একটা দেশাত্মবোধক গান শুনছি। ইচ্ছে করে শুনছি না, এলাকায় কারা যেনো বাজিয়ে চলছে। স্বাধীনতা দিবসের গান, শহীদ দিবসের গান, বিজয় দিবসের গান, দেশের রূপ বর্ণনার গান সব একসাথে বাজছে। শোক পালনের জন্য গান চলছে। হয়তো আমি কম বুঝি তাই আমার কাছে বিষয়টা অদ্ভুত লাগছে। শোক দিবস মানেই কি দেশের সব গান উচ্চশব্দে বাজানো?
আমি রাজনীতির ধার ঘেষিনি কখনো। সাধারণ পরিবারের সন্তান। যে ভালো কিছুর উদ্যোগ নেয় তাকেই অসম্ভব ভালো লাগে। হোক সে যে দলের!!
আর বঙ্গবন্ধু দল দেখেননাই, দেশ দেখেছিলেন।
যদি রাত পোহালেই শোনা যেতো, বঙ্গবন্ধু মরে নাই!!!
আপনাকে সত্যি দরকার ছিলো খুব।।
মুজিব স্মরণে শুধু গান নয়, তার সম্পন্ন করতে না পারা ভালো কাজের ইচ্ছা গুলোর কিছুটা অন্তত সম্পন্ন হোক।
আশা করি আগামী বছর গুলোতে শোক দিবস ধর্মীয় বিধান মোতাবেক করা হবে।
১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪
ভীতু সিংহ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। বুঝতেই পারিনি কিভাবে ৬ বছর হয়ে গেছে।
২| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০১
বাকপ্রবাস বলেছেন: ডান্ডাবেড়ীর শাসন চলছে তায় এসব নিয়ে এখন কেউ কিছু বলবেনা, এখন সবাই জি হুজুর পোষ্ট দেবে। মাইক লাগিয়ে গানবাজনা, ভাষণ ইত্যাদি সব চলবে। যেন এক উৎসব, এসব নিয়ে কিছু বলা যাবেনা, চেতনা নিয়ে টানাটানি হবে।
১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৯
ভীতু সিংহ বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।
৩| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৪
ঈশ্বরকণা বলেছেন: ছয়বছরেও ভীতুই থেকে গেলেন ! গানের শব্দে একটু সাহসী হন না একটু I এতো অল্পেই আপনার কান ভয় পাবে আর তাতেই কমপ্লেইন করলে চলবে? বছরে একবারই শোক দিবস I কি আশ্চর্য,গান বাজিয়ে আনন্দের সাথে পালন করতে দেবেন না !
১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৯
ভীতু সিংহ বলেছেন: গানের শব্দে সাহসী হওয়া। ভালোই বলেছেন।
৪| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২১
ঢাবিয়ান বলেছেন: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আওয়ামী পরিবারের ব্যানারে বের করা শোক মিছিলে হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় দুইপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আজ বুধবার দুপুরে এ ঘটনায় কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছ।
একটু অন্যরকম শোকদিবস পালন- ছাত্রলীগ স্টাইল
১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩০
ভীতু সিংহ বলেছেন: একটু অন্যরকম শোকদিবস পালন- ছাত্রলীগ স্টাইল । হা হা হাহ হা
৫| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪২
ভুয়া মফিজ বলেছেন: শোক দিবস এখন পালনের বিষয় না, উদযাপনের বিষয়। দেশের সোনার ছেলে এবং নেতারা এভাবেই উদযাপন করবে, এটাই আওয়ামী স্টাইল।
আপনার সমস্যা হলে দেশ ছেড়ে চলে যান।
তাছাড়া ধর্মীয় স্টাইলে অনেকটা জামাত-শিবিরের ফ্লেভার চলে আসে। সেটাও মাথায় রাখতে হবে।
আপনাদের মতো লোকের জন্যই দেশটার উন্নতি আটকে আছে। সবকিছুতে দোষ ধরা ভালো লক্ষন না।
১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৫
ভীতু সিংহ বলেছেন: সবকিছুতে দোষ ধরা ভালো লক্ষন না। তা যথার্থই বলেছেন।
৬| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৪
এ আর ১৫ বলেছেন: মনে করুন শোক দিবস ১০০% ইসলামিক রিচুয়াল অনুযায়ি করা হোল , সারা দিন দোয়া দরুদ , কোরানখানি , নামাজ পড়া , মোনাজাত করা সহ সব কিছুই করা হোল ।
তাহোলে কি ইসলামিক পন্ডিতরা একে মেনে নিবে ??
না কোন দিন ই তারা এটাকে মেনে নিবে না , তারা বলবে -- এই ভাবে নবী রসুল (সা: ) , সাহাবারা কখনো শোক দিবস পালন করেন নি , সুতরাং ১০০ % ইসলামিক ওয়েতে শোক দিবস পালন করলে ও ,ওটা হবে ''' বিদাত ''' । যেমন শবে বরাত , মিলাদ , বিশ্ব ইস্তেমা ইত্যাদি বিদাত ।
শোক দিবস ধর্ম নিরপেক্ষ চেতনায় করলে হবে হারাম এবং ইসলামিক চেতনায় করলে হবে বিদাত । ধন্যবাদ
১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৬
ভীতু সিংহ বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।
৭| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৬
ভাইয়ু বলেছেন: শোক দিবস পালনের মধ্যদিয়ে নেতকর্মীরা উপর মহলের দৃষ্টি আকর্ষনে ব্যস্ত থাকে ৷ সবকিছুতে নোংরামি চলে আসছে...
১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭
ভীতু সিংহ বলেছেন: তাই বলে মাইক ব্যাবহার করে শোক পালন করা পাব্লিকের উপর একধরনের অত্যাচার।
৮| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৯
রাজীব নুর বলেছেন: শোক দিবস এমন ভাবে পালন করতে হবে যাতে সমাজের উপকার হয়।
১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭
ভীতু সিংহ বলেছেন: ঠিক বলেছেন।
৯| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
আলআমিন১২৩ বলেছেন: শ্রদ্ধা প্রকাশে দু ফোটা চোখের জল অনেক Valueকেরী করে। চাটুকারিতা শ্রদ্ধাবোধ হতে অনেক দুরর অবস্হান করে। অল্প শিক্ষিতরা চাটুকারিতায় আমোদিত হয়। সো....
১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮
ভীতু সিংহ বলেছেন: অল্প শিক্ষিতরা চাটুকারিতায় আমোদিত হয়।
কঠিন এবং নির্মম সত্য।
১০| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব হলো ধান্দাবাজি। সবচেয়ে মজার ঘটনা হয় যখন শোক দিবসের অনুষ্ঠানে দুই পক্ষের মারামারি হয়...
১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯
ভীতু সিংহ বলেছেন: আসলেই পুরো ব্যাপারটাই ধান্দাবাজি ছাড়া আর কিছু নয়।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ৬ বছর পূর্তিতে অভিনন্দন।