নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষিত লোকই জাতির মেরুদণ্ড নহে

ভীতু সিংহ

একজন কৌতূহলী, আত্মভোলা অনুসন্ধানী। জানতে এবং জানাতে চাই অনেক কিছুই। কিন্তু কতটুকু সফল সেটা আর জানা হয়ে উঠেনা।অপরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল, নিজের বিশ্বাসের প্রতি অবিচল।আমার ব্লগে সবাইকে স্বাগতম।

ভীতু সিংহ › বিস্তারিত পোস্টঃ

ব্লগ হোক মত প্রকাশের সুস্থ মাধ্যম, ফ্লাডিং কিংবা বিকৃতির হাতিয়ার নয়।

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯

সামুতে আছি প্রায় ছয় বছর হতে চলল। এখানে বিভিন্ন ব্লগার তার মূল্যবান মতামত প্রকাশ করবেন এটাই স্বাভাবিক। তবে আমরা বাঙালী তো। সুযোগ পেলে সেটার অপব্যাবহার করা আমাদের চেয়ে ভালো আর কেইবা জানে। কুরুচিপূর্ণ পোস্ট, ধর্মীয় অনুভূতিতে আঘাত এইসব কারনে ফেসবুক আর ইউটিউবকে একপ্রকার পচিয়ে দিয়েছি আমরা। কিন্তু এরপরেও সামু বাংলা ব্লগিং প্লাটফর্মে টিকে আছে সমহিমায়। আশা করি ভবিষ্যতেও এর ব্যাতয় হবে না। ইতোপূর্বে নাস্তিকতার প্রচারের জন্য পুরো ব্লগ কমিউনিটি দায়ী হয়েছে। এর পাশাপাশি প্রখ্যাত ব্লগারদের পোস্টে যেয়ে ফ্লাডিং, নোংরা ছবি পোস্ট এসবের কারনেও অনেক ভালো ব্লগার সামু থেকে চলে গিয়েছেন।



মডুদের প্রতি এবং সেই সাথে সিনিয়র ব্লগারদের প্রতি অনুরোধ থাকবে সামুর পরিবেশ নস্টকারী এইসব আবর্জনা যত দ্রুত সম্ভব ব্লগ থেকে যেন অপসারণ করা হয়। সামু আপনার আমার সকলের। মত প্রকাশের অজুহাতে কেউ যেন একে ডাস্টবিনে পরিণত না করতে পারে।

উপরে এইসব কথা লেখলাম এই জন্যই আবার আগের মত একজন অবারচীন বিভিন্ন জনের পোস্টে যেয়ে ব্যাক্তি আক্রমন করছে। আশা করি সম্মানিত মডুগণ এই ব্যাপারে জোরালো পদক্ষেপ নিবেন।

ধন্যবাদ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

বলেছেন: স হ ম ত

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:১১

ভীতু সিংহ বলেছেন: ধন্যবাদ।

২| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো সেডিস্ট। পারিবারিক জীবনে অসুখী। আবর্জনা...

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:১২

ভীতু সিংহ বলেছেন: ঠিক বলেছেন। যত যাই হোক ব্লগে ব্যাক্তি আক্রমন কোনভাবেই কাম্য নয়।

৩| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩

নতুন নকিব বলেছেন:



অাশা করছি, সম্মানিত মডুর নজর এড়িয়ে যাবে না বিষয়টি। এ ধরনের ব্যক্তি অাক্রমনকারী নিকের ব্যাপারে তাদের ভূমিকাও প্রত্যক্ষ করার অপেক্ষায় থাকলাম।

ধন্যবাদ, পোস্ট দিয়ে সবার সামনে তুলে ধরায় বিষয়টি।

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৬

ভীতু সিংহ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আশা করি মডুগন এই ব্যাপারে পদক্ষেপ নেবেন।

৪| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

টারজান০০০০৭ বলেছেন: আমার পোস্টেও এই আবালীয় কর্ম সাধন করিয়াছে। আমি অবশ্য উত্তরও দিয়াছি !!

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

ভীতু সিংহ বলেছেন: সঠিক কাজটাই করেছেন।

৫| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: প্রতিটা ব্লগার আমার কাছে সম্মানিত।

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

ভীতু সিংহ বলেছেন: আমার কাছেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.