নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষিত লোকই জাতির মেরুদণ্ড নহে

ভীতু সিংহ

একজন কৌতূহলী, আত্মভোলা অনুসন্ধানী। জানতে এবং জানাতে চাই অনেক কিছুই। কিন্তু কতটুকু সফল সেটা আর জানা হয়ে উঠেনা।অপরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল, নিজের বিশ্বাসের প্রতি অবিচল।আমার ব্লগে সবাইকে স্বাগতম।

ভীতু সিংহ › বিস্তারিত পোস্টঃ

সত্য ও সুন্দরের পথ প্রশস্ত এখানে কোন সংকীর্ণতার স্থান নেই, পচনশীল সমাজ ব্যবস্থায় এই বিষয়টা আমরা যত তাড়াতাড়ি বুঝে উঠতে পারবো ততই কল্যাণ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

চরিত্রহীনা নারী চরিত্রহীন পুরুষের জন্য, আর চরিত্রহীন পুরুষ চরিত্রহীনা নারীর জন্য। সৎ চরিত্রবতী নারী সৎ চরিত্রবান পুরুষের জন্য, আর সৎ চরিত্রবান পুরুষ সৎ চরিত্রবতী নারীর জন্য।" ___সূরা আন নুর-২৬

চট্টগ্রামের মরহুম ডাক্তার আত্মহত্যা করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলেন অশালিনতা, অনৈতিকতা কতটা ভয়াবহ আকার ধারন করেছে। সবাই একযোগে মেয়েটিকে দোষারোপ করছে অথচ বিয়ের ৬ বছর আগে থেকে ওই মেয়ের সাথে ডাক্তার সাহেব এর অনৈতিক সম্পর্ক ছিলো!! ডাক্তার সাহেব নৈতিকভাবে পরাজিত হওয়ায় স্ত্রীর কোন অন্যায়ের প্রতিবাদ করতে পারেননি, সর্বশেষ নিজেকেই তিনি শেষ করে দিলেন।

ইসলাম ভালো মন্দের পার্থক্য করে দেয়, মানা না মানার স্বাধীনতা সবারই আছে যেমন :

১. ছেলে মেয়েদের বিবাহ বহির্ভূত কোন সম্পর্কই ইসলাম অনুমোদন করে না।

২. চরিত্রহীন কোন মেয়েকে চরিত্রবান কোন পুরুষ বা চরিত্রহীন কোন পুরুষকে চরিত্রবান কোন নারীর বিয়ে করা নিষেধ।

৩. পারস্পরিক মিলমিশ বনিবনা না হলে পৃথক হয়ে যাওয়ার পথ খোলা আছে।

তারপরও বলবো আল্লাহ যেন উনাকে ক্ষমা করে দেন। এই ঘটনার পরে ব্লগে কেউ কেউ ডাক্তার সাহবেকেও নির্বোধ বলছেন। তবে দুটো বিষয় খেয়াল রাখা উচিৎ।

প্রথমত, বাংলাদেশের দণ্ডবিধি দাম্পত্য বিশ্বাস ও ভালবাসার সাথে এই ভয়াবহ প্রতারণার কোন প্রকার শাস্তি থেকে ওই নারীকে অব্যাহতি দিয়েছে। ব্রিটিশ আমলের ওই মান্ধাতার আইনের ৪৯৭ ধারা এখনো ধরে নিচ্ছে সেই ব্যভিচারী স্ত্রী পুরুষের প্রলোভনের শিকার; সেকশনেই উল্লেখ করে দেয়া আছে সেই নারীকে ব্যভিচারের সহযোগী হিসেবে দায়ী করা যাবে না।

দ্বিতীয়ত, স্ত্রীর ফ্যামিলির সোশ্যাল স্ট্যাটাস রক্ষার চাপে বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয়েছিল ৩৫ লক্ষ টাকা! বিচ্ছেদ চাইলেই ঠুকে দেয়া হবে অনাদায়ী দেনমোহরের মামলা- পরিশোধের সাধ্য নেই, যৌতুক ও নারী নির্যাতন মামলা, সামাজিক গঞ্জনার খড়গ তো ঝুলছেই!
আলোচ্য ঘটনায় স্বামীটি কোন পথে যাবে? স্ত্রীকে খুন? সেটি যে মৃত্যু দণ্ডনীয় অপরাধ!


সর্বশেষ একটা কথাই বলতে চাই আধুনিকতার নামে আমরা যতই নাস্তিকতা, অনৈতিকতা, বহুগামিতা এগুলোকে অনুমোদন করবো ততই আমাদের অবস্থা আরো শোচনীয় হতে থাকবে। তাই আমাদের উচিৎ ধর্মীয় অনুশাসন মেনে চলা কেননা সত্য ও সুন্দরের পথ প্রশস্ত এখানে কোন সংকীর্ণতার স্থান নেই, পচনশীল সমাজ ব্যবস্থায় এই বিষয়টা আমরা যত তাড়াতাড়ি বুঝে উঠতে পারবো ততই কল্যাণ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

রাজীব নুর বলেছেন: কিছু একটা ঘটলেই একদল বলে গেল গেল্বাংলাদেশ গেল।
আপনি কি সেই দলের লোক?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৪

ভীতু সিংহ বলেছেন: জী না।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪২

ঋণাত্মক শূণ্য বলেছেন: বাংলাদেশে কিছু ছাগল আছে, তাদের কাজই হচ্ছে কিছু ঘটলে আসলে কি ঘটল, কেন ঘটল তা না চিন্তা করে আজেবাজে চিন্তা করে।

এরা অনৈতিক সম্পর্ক গুলিকে দ্বায়ী করে না; এরা অবৈধ্য সম্পর্ক গুলিকে দ্বায়ী করে না; এরা সমাজের নষ্ট হয়ে যাওয়াকেও দ্বায়ী করে না।

এরাই আজেবাজে ব্লগ তৈরী করে পরকিয়াকে বৈধ্য করবার চেষ্টা করে। এরাই স্ত্রীর এত্তোগুলান ছেলে বন্ধু থাকা এবং স্বামীর এত্তোগুলান মেয়ে বন্ধু থাকাকে শুধু ঠিক-ই নয়, বরং বাঞ্চনিয় মনে করে। বন্ধু বান্ধবী, বিশেষ করে স্ত্রীর ছেলে বন্ধু, না রাখতে দিলেই এদের বেশী গায়ে জ্বলন ধরে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪

ভীতু সিংহ বলেছেন: ঠিকই বলেছেন। তবে এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। মন্তব্যর জন্য ধন্যবাদ।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০১

সৈয়দ মেহবুব রহমান বলেছেন: পুরুষ নির্যাতন রোধে পুরুষের পক্ষে কিছু আইন দরকার , শুধু দরকারই নয় জরুরী

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৮

ভীতু সিংহ বলেছেন: ঠিকই বলেছেন। আপনার সাথে আমিও একমত।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জী না।

ভেরি গড।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৯

ভীতু সিংহ বলেছেন: কি কমেন্ট করেন কোথায় করেন তার আগামাথা আপনি নিজে বুঝেন তো?

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন: হত্যা ও আত্মহত্যার পেছনে অনেক মোটিভ থাকে, আত্মহত্যায় স্বীকৃতি স্বরুপ যদি নিজের হাতের লেখা চিঠিও থাকে তারপরও পাওয়া গেছে এটি সাজানো হত্যা !!! হত্যার পেছনে অনেক বড় যোগসাজস থাকে আবার নিছক কারণ ও থাকে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৫৪

ভীতু সিংহ বলেছেন: আপনার আশঙ্কাও অমূলক নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.