নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনে ক্লান্ত হলেও বিশ্রাম নিতে শিখিনি :)

অ্যাপল ফ্যানবয়

where oceans bleed into the sky………

অ্যাপল ফ্যানবয় › বিস্তারিত পোস্টঃ

এবারের বাংলাদেশের টেস্ট ক্রিকেট দল এবং কিছু কথা ।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৬

ওহ্ ! আর কতো কিছু দেখতে হবে ! বাংলাদেশ কি কোনোদিন টেস্টের জন্য হলেও ভালো টিম সিলেকশন করতে পারবে না !?

প্রথমেই বলতে হয় দল নির্বাচনের কথা । দলে থাকলেন না অসাধারণ খেলতে থাকা আনামুল হক বিজয় , মাহমুদুল্লাহ রিয়াদ ! আর দলে জায়গা পেলেন সৌম্য সরকার ও সাব্বির রহমানের মতো অফ-ফর্মে থাকা খেলোয়ারেরা । এর মধ্যে সৌম্য তো ব্যাটিং করতেই ভুলে গেছেন ! পরে মোসাদ্দেকের চোখের সমস্যার ফলে জায়গা হলো বাংলাদেশের ব্র্যাডম্যান মমিনুল হকের ।

এবার আসি বেস্ট ইলেভেনের দিকে । ওপেন করলেন সৌম্য ও তামিম । ব্যক্তিগত ৮ রানে সৌম্য প্যাভিলিয়নে । এরপর ইমরুল-সাব্বিরের জোড়া শূণ্য । অতঃপর সাকিব-তামিমের পার্টনারশিপ টা না হলে তো বাংলাদেশ আজকে তিন অঙ্কের মুখ দেখতো না । মিস্টার ডিপেন্ডেবল মুশফিক ও বেশি সুবিধা করতে পারেননি । সবমিলে ২৬০ রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ ।

এখন বলি নিজের কথা । মমিনুল কি দোষ করেছিলো যে তার জায়গায় সাব্বির কে নামানো হল ? আর কোন রাহূর প্রভাবে বিজয় দলেই নেই ? আর দুর্দান্ত ফর্মে থাকা রিয়াদ কে বিবেচনাই করা হলো না ? বিশেষ করে সামনে যখন অস্ট্রেলিয়া !

আশা করি বোর্ড দ্বিতীয় টেস্টের সময় বিষয়গুলো বিবেচনা করবে । তবে বাংলাদেশ জিতুক বা হারুক , আমরা সবসময় বাংলাদেশের সাথে ছিলাম , আছি এবং সারাজীবন থাকবো ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৩

মোস্তফা সোহেল বলেছেন: যারা দল নির্বাচন করে এরাই আবার বড় বড় দেশ প্রেমের কথা বলে।
সৌম্য যে বাজে ফর্মে আছে তাকে দলে নেওয়ার কোন কারনই দেখিনা।

২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৭

অ্যাপল ফ্যানবয় বলেছেন: একদম তাই । আমাদের পাইপলাইনে শাহরিয়ার নাফীস , জুনায়েদ সিদ্দীকির মতো এক্সপেরিয়েন্সড খেলোয়ারেরা রয়েছেন । কিন্তু টিম সিলেকটর দের ঘাড়ে সৌম্যের ভূত ভর করেছে ।
অটোমেটিক চয়েস মাহমুদুল্লাহ র মতো অভিজ্ঞ খেলোয়ার থাকতে সাব্বিরের এন্ট্রির বিষয় টা বুঝলাম না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.