![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারেক বিন জিয়াদের নাম শুনেছ নিশ্চয়...?
এই সেই বীর মুজাহিদ যে সমুদ্রের এক প্রান্তে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলেছিল "হে আল্লাহ আমি তোমার বানী কে সমুদ্রের ওপারে (স্পেনে) নিয়ে যেতে চাই।
রাতে তিনি সপ্নে নবীজি কে দেখলেন তিনি দেখলেন নবীজি তার সাহাবাদের নিয়ে স্পেনে আবতরন করছে আর নবীজির পেছনে তারেক বিন জায়েয়েদের দল।সুবহান আল্লাহ কত্ত সুন্দর সপ্ন!যেখানে নবীজির পা পড়েছে সেখাকার বিজয় ঠেকাবে কার এমন দুঃসাদ্ধ!!!
যখন তার দল স্পেনে নোঙর ফেলল তখন তারেক বলল সব জাহাজ গুলো পুড়িয়ে দাও।তার এ সিদ্ধান্তে হতবাক সবাই।তারেক মুচকি হেসে বলল "হে বীর মুজাহিদগন আমরা এখানে এসেছি স্পেনে আল্লাহর দ্বীন কায়েম করতে ফিরে যাবার জন্য নই,হই শহীদ হব নই স্পেনে আল্লাহর দ্বীন কায়েম করব(চিন্তা করুন একবার আল্লাহর উপর কি পরিমান আস্তা আর ভালবাসা ছিল)।
মাত্র ৭০০০ সেনা নিয়ে স্পেন জয় করলেন কয়েক লক্ষ কাফেরের বিরুদ্ধে।এই জন্য বুকে বল থাকা লাগে আল্লাহ রাসুলের উপর আস্থা আর ভালবাসা থাকা লাগে যার কোন টিই নেই আমাদের মাঝে তাই সামান্য একটা লোকের বিরুদ্ধএ প্রতিবাদ করার সাহস আমাদের নেই।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৪
আরব বেদুঈন বলেছেন: আপনাকেউ ধন্যবাদ আপনিও খুব সুন্দর লিখেন
২| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৪
মোহাম্মদ সাজ্জাদ খান বলেছেন: অনেক সুন্দর পোষ্ট | জাজাক আল্লাহ খাইরান|
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮
প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট। ধন্যবাদ