নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা কথা ভাবছি...
কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি নিয়ে কথা হচ্ছিল তো সবাই এবিষয়ে কথা না বললেও সচেতন মানুষেরা কিন্তু ঠিকিই এর বিরুদ্ধে কথা বলছিল।মিডিয়াও ছিল উত্তাল!
কিন্তু হঠ্যাত তনু হত্যার বিচার নিয়ে সারা দেশ তোলপাড়! মিডিয়ারও নজর ঘুরে গেল তনুর দিকে পেছনে পড়ে রইল ব্যাংক ডাকাতি।
তনুর বিচার আমিও চাই কারণ আমি মুসলিম আমি মানুষ।কিন্তু ব্যপারটা আবার এমন না তো যে জনগণের মনোযোগ ব্যাংক ডাকাতি থেকে অন্য দিকে ফিরানোর প্রচেষ্টা?ধর্ষন তো বহু হইছে, বহু ধর্ষনে এমন ছবি ভিডিও প্রকাশ পেয়েছে কিন্তু এই রকম বিচারের উম্মাদনা এই প্রথম দেখছি।
যেমন তনু হত্যার বিচার নিয়ে সারাদেশ মাতাল!আজ এখানে কাল ওখানে কিন্তু ব্যাংক ডাকাতি নিয়ে কয় জায়গায় মিটিং মিছিল হইছে?
ব্যাপারটা আবার এমন না যে ব্যংক ডাকাতরাই পরিকল্পিত ভাবে তনু কে হত্যা করেছে যাতে সবার মনযোগ ডাকাতি থেকে তনুর ধর্ষণের দিকে ঝুকে যায় সবাই যেন ভুলে যাই ব্যাংক ডাকাতির কথা!
আমার এই যুক্তি অনেকে পাগলের প্রলাপ বলবে কিন্তু আমি বলব "এটা একু বিংশ শতাব্দির নোংরা রাজনীতি ভাই এখানে টাকাই বড়,রাজনীতে এরকম দুই একটা খুন আসলে কোন ব্যপারই না,এত টাকা চুরি করবা আর হাত লাল করবা না তা কি করে হই?"
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তনু? তনুর চাইতে সিরিয়াস ছিল সাগর - রুনি। আর মাত্র কয়টা দিন যেতে দিন। নতুন ইস্যু আসিতেছে.....
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬
বেলায়েত হােসেন ইমন বলেছেন: এরই নাম পলিটিক্স। বুঝলেন ?
০৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫১
আরব বেদুঈন বলেছেন: তা আর বলতে!ধন্যবাদ
৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬
মনিরা সুলতানা বলেছেন: জিনিস টা কি ?
এমন কিছু তো শুনি নাই
যেখানে তনু কেই চিনি না
০৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫৪
আরব বেদুঈন বলেছেন: সমস্যা নাই চিনে যাবেন যেদিন এই বিষয় গুলো ইতিহাসে পরিনত হবে যেমন ব্যাংক ডাকাতি এখন ইতিহাস
৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৭
মামুন রেজওয়ান বলেছেন: "ইস্যু আসে ইস্যু যায়
ইস্যুর চাপে ইস্যু হারায়।"
০৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫২
আরব বেদুঈন বলেছেন: ++ যথাযথ বলেছেন
৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৪
কলাবাগান১ বলেছেন: আপনি জানেন না .........??? এই ডলার গুলি হাসিনার বেড রুম থেকে উদ্ধার করা হয়েছে (এবার খুশী তো ইস্যু হারায় না জানতে পেরে)।
৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭
তট রেখা বলেছেন: ব্যাংক ডাকাতি আবার হয়ছে না কি? ওটাতো ডিজিটাল বাংলাদেশের ছোট একটা ভাইরাস। এন্টি ভাইরাস আছে না? আমদের কাছে সারে চার হাজার কোটী টাকায় কোনো টাকা না, আটশত কোটি টা কা আবার টাকা!
০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩১
আরব বেদুঈন বলেছেন: যথাযথ বলেছেন।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২১
বিজন রয় বলেছেন: হারায়ে গেল।