![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস, মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস! আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল! আমি মানি না কো কোন আইন, আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন!
এই আন্দোলন সুন্দর। কোন কিছুর দাবিতে আমরা অনেক দিন এইভাবে একত্রিত হই না। তাই সুন্দর। অভূতপূর্ব নয় তবে, দুর্লভ-পূর্ব। কিন্তু এই আন্দোলনের ভবিষ্যৎ কি? পুলিশিয় কড়া নিরাপত্তার ভেতরে এই অবস্থান কার উদ্দেশ্য সফল করছে? "রাজাকারের ফাঁসি নিশ্চিত হওয়ার আগে আমরা যে ঘরে ফিরে যাব না", এই ঘোষণাকে কতটা গুরুত্বের সাথে নিচ্ছে সরকার? নাকি দাঁত ও নখর-হীন, শুধুই স্লোগানে মুখর ব্যাপক এই আস্ফালনকে শুধুই কাজে লাগানো এটা জেনে যে, এর কোন ভবিষ্যৎ নাই, ফলাফল নাই?
বিষয়টা পরিষ্কার করা দরকার। আমার নিজেরই পরিষ্কার হওয়া দরকার।
আমরা কি বলতে চাই না যে, এই লঘু বিচার মানি না? এবং এই বিচার সাজানো?
দলগুলোর মধ্যে গোপন আঁতাত হয়েছে?
সরকারই এর নাটেরগুরু?
তারা আমাদের নিয়ে খেলছে?
যদি তাই হয় জামাতশিবিরকে প্রত্যাখ্যান করে, এবং তাদের দোসর হিসেবে সরকারকে দায়ী করে এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন। তবে সরকার এত মজা পাচ্ছে কেন? তাদের নেতানেত্রীরা ওখানে কি করছে? তারাও কি দাবী করে যে তাদের দল নিয়ন্ত্রিত সরকার গোপন আঁতাত, সমঝোতা করেছে জামাত শিবিরের সাথে?
স্লোগান ও দাবীগুলোও খুবই কৌশলী। কেউই ঝেড়ে কাশছে না।
"রাজাকারের ফাঁসি চাই।" অজামাতশিবির সবাই তাই চায়।
"তুই রাজাকার তুই রাজাকার"। অপরাধ প্রমাণের মাধ্যমে রাজাকার প্রমাণিত হয়েছে বলেইতো শাস্তি হয়েছে, তা লঘুই হোক, আর গুরুই হোক। সুতরাং এই শ্লোগানও গুরুত্ববহ নয়, আবেগবহ*।
তারপর আর যা আছে রাজাকার বাংলা ছাড়, পদ্মামেঘনাযমুনা, ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোনটাই এই আন্দোলনের ভিত্তিকে চিত্রিত করে না।
আমরা যদি বলতে চাই, এই বিচার আপসের বিচার, গোপন আঁতাতের বিচার, তবে আমাদের স্পষ্ট করে তা বলতে হবে। বিচার ব্যবস্থা স্বাধীন। সুতরাং আমরা যদি বলতে চাই, এই বিচার স্বাধীনভাবে হয়নি, তবে কই বলি? বলি না কেন? বললেও এত কম কেন? আইনজীবীরা, বিশেষজ্ঞরা বলছে তথাকথিত, সেকেলে মানসিকতার কারণে সর্বচ্চ শাস্তি এড়িয়ে যাওয়া হয়েছে। আইন সংশোধন নিয়েও চিন্তা করা হচ্ছে। কিন্তু যদি আইন সংশোধন হয় তবে কি কাদের মোল্লার বর্তমান দণ্ড বাতিল করে তবেই পুনরায় তাকে বিচারের আওতায় আনা যাবে? যদি বর্তমান রায় বাতিল করতে হয়, তবে কি বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশও বাতিল হয়ে যাবে? নাকি বর্তমান রায় বহাল রেখেও পুনরায় এদের ট্রাই করা যাবে?
আমরা যদি বলতে চাই, আরে রাখেন এইসব ফালতু কথা, সবই আপনাদের চাল। তবে আমাদের ঝেড়ে কেশে স্লোগানে স্লোগানে তাই বলতে হবে!! গান গেয়ে দেশপ্রেমে আবেগপ্রবণ হয়ে লাভটা কোথায়? ভাল লাগে, এইতো?
ভাল লাগছে শুধু এটাই যে এই আন্দোলন জামাত-শিবিরের বিরুদ্ধে মানুষকে সোচ্চার করছে। রাজাকারের বিচার যে সবাই চায়, তাই প্রমাণিত হচ্ছে। স্লোগানগুলো দিতে ভাল লাগে। একমনা মানুষের জমায়েতে একসাথে থাকতে ভাল লাগে। হাটা চলা করতে ভাল লাগে। চাসিগেরেট খেতে ভাল লাগে। কিন্তু যতক্ষণ না, মানুষ রাজাকারের ফাঁসি চেয়ে ও জামাত শিবিরকে প্রত্যাখ্যান করে তাদের অবস্থান কার বিরুদ্ধে, তা পরিষ্কার করছে এবং তার সাথে সাথে যতক্ষণ না সরকার এই আন্দোলনকে সিরিয়াসলি নিচ্ছে, তাদের টনক নড়ছে, মানুষ ঝুঁকি নিচ্ছে এই আন্দোলন কি গতি পাচ্ছে?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩
আরাফাত শাহরিয়র বলেছেন: আইন সংশোধন নিয়েও চিন্তা করা হচ্ছে। কিন্তু যদি আইন সংশোধন হয় তবে কি কাদের মোল্লার বর্তমান দণ্ড বাতিল করে তবেই পুনরায় তাকে বিচারের আওতায় আনা যাবে? যদি বর্তমান রায় বাতিল করতে হয়, তবে কি বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশও বাতিল হয়ে যাবে? নাকি বর্তমান রায় বহাল রেখেও পুনরায় এদের ট্রাই করা যাবে?
আমাদের কিন্তু ভাইবা কথা বলতে হবে। আন্দোলনের ফাঁক দিয়া যদি বাচ্চু রাজাকাররা বাইচা যায় আইন সংশোধনের মধ্য দিয়া? আগে জানতে হবে কোনটা হইলে কোনটা হবে না।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
মহানাম বলেছেন: যদি এতেও সরকারের টনক না নড়ে, তবে এই জনতাই রাজাকার-আলবদর-আলশামসদের, জামাত-শিবিরের বদমাশদের, তাদের সহযোগীদের, তাদের পক্ষে কথা বলা কুকুরদের ও স্বেচ্ছাচারী বিচারকদের ফাঁসিতে ঝুলিয়ে দেবেই দেবে। এর অন্য কোন পন্থা আর খোলা নাই। হয় মার নতুবা নিজে মর।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
আরাফাত শাহরিয়র বলেছেন: সরকারের টনক কি নড়বে! সে তো মনে হয় মজা দেখতেসেরে ভাই! আমাদের কি তারা সিরিয়াসলি নিসে মনে করছেন। টিভি চ্যানেলে নিরাপত্তা কর্মীদের কথা শুইনা মনে হইল, ঈদের জামাত হইতেসে। "আমরা যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। ব্লা ব্লা ব্লা! ঘটনা কি? এইটা কি আন্দোলন নাকি মজা? আন্দোলন'তো সরকার বিরোধী! তাইলে এরম কেন? তাছাড়াও,
//আইন সংশোধন নিয়েও চিন্তা করা হচ্ছে। কিন্তু যদি আইন সংশোধন হয় তবে কি কাদের মোল্লার বর্তমান দণ্ড বাতিল করে তবেই পুনরায় তাকে বিচারের আওতায় আনা যাবে? যদি বর্তমান রায় বাতিল করতে হয়, তবে কি বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশও বাতিল হয়ে যাবে? নাকি বর্তমান রায় বহাল রেখেও পুনরায় এদের ট্রাই করা যাবে?//
আমারে শুধুই এই প্রশ্নের উত্তর দেন, তাইলে আমি বলব আমি আইনের সংশোধন চাই কি চাই না। যদি আইন সংশোধন করতে গিয়া ঘটনা পরের সরকারের কাছে চইলা যায়? তখন কি করবেন?
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
ক্যাতক্যাতা বলেছেন: ট্রাজিক নাটকের কমিক রিলিফ চলছে আর কি। পদ্মা সেতু, হলমার্ক. শেয়ারবাজার ইত্যাদি ট্রাজেডির পর একটা কমিক রিলিফ থাকতে হবে। এটা মহান গ্রীক দার্শনিক এরিস্টটলের সুপ্রমাণিত তত্ত্ব। কমিক রিলিফ না খাকলে ট্রাজিক নাটক দর্শকের জন্য উপাদেয় হয় না। সেই ক্লাসিকাল সুত্রই এখন রাজনীতিতে ঘাঘুর দক্ষতায় প্রযুক্ত হচ্ছে বটে।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
শিপু ভাই বলেছেন:
দাবী স্পষ্টঃ
১) বিচারাধীন যুদ্ধাপরাধীদের "ফাঁসি" চাই। (চিহ্নিত, স্বীকৃত অপরাধী এরা। আদালতের রায় বা বিচার প্রক্রিয়া এখানে সভ্যতার প্রকাশ বা আনুষ্ঠানিকতা)
২) জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
আর যে শ্লোগান গুলোর কথা বললেন সেগুলো আমাদের উদ্দিপ্ত করে, প্রেরণা জোগায়, লক্ষ্যে অবিচল রাখে!!!
জয় বাংলা!!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
আরাফাত শাহরিয়র বলেছেন: তাহলে আমরা আইন সংশোধন চাই না কারণ সেই ক্ষেত্রে সময়ের ঝুকি আছে। ঠিক কিনা শিপু ভাই? তাহলে কিন্তু এটাও মেনে নিতে হবে মোল্লা কসাইয়ের ফাঁসি আর হইতেছে না। কিন্তু এই নিশ্চিত করতে হবে যে, রায় যেন বহাল থাকে। আপিল করে, পুনরায় আপস হতে যেন না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। এবং বিচারাধীন সকল যুদ্ধাপরাধীর ফাঁসি চাই। অতি শীঘ্র চাই। এটলিস্ট একটা দিক পাওয়া গেল।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
পাতি মাস্তান বলেছেন: সরকার ললিপপ চুষতিছে রে ভাই
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
শান্তশিষ্ট বলেছেন: এই আন্দোলন নিয়ে সামুতে এ পর্যন্ত আমার পড়া পোস্টগুলো থেকে মনে হচ্ছে- কোথাও না কোথাও কিছু কিছু সংশয়ের ফোকর থেকেই যাচ্ছে। এগুলোকে দ্রুততার সাথে মিটিয়ে ফেলা না হলে এই একতা দূর্বল হয়ে যাবে। আর একবার দূর্বল হলে রাজনৈতিক দস্যুরা আমাদের জিম্মি করার সুযোগ আরো ভালভাবে পেয়ে যাবে। তখন অবস্থাটা কি দাঁড়াবে একবার চিন্তা করেন!!
পোস্ট ভাল লেগেছে। ধন্যবাদ সুন্দরভাবে লেখার জন্য।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
আরাফাত শাহরিয়র বলেছেন: আমরা আইনের সংশোধন চাই না শান্তশিষ্ট ভাই। আমরা বিচারাধীন অন্য সব রাজাকারদের ফাঁসি চাই। অতি শীঘ্রই চাই। রায়ও শীঘ্রই চাই। ফাঁসি কার্যকর ও যেন তাড়াতাটি হয়। দেড়ি হলে ভিন্ন দলের অন্য প্রেসিডেন্ট আইসা ক্ষমা কইরা দিব। দ্রষ্টব্যঃ শিপু ভাই। (এইতো আমরা সংশয় থেকা বাইর হওয়া আসতেছি। কিন্তু বুইঝা আন্দোলন করা দরকার))
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
শিপু ভাই বলেছেন:
আরেকটা দাবী আছে (এটার জন্যই মূলত আমাদের প্রথম পথে নামা)- কাদের মোল্লার 'যাবজ্জিবন কারাদন্ডের" পরিবর্তে ফাঁসি চাই (এজন্য সরকার আইন পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে শুনলাম। এখন রাস্ট্রপক্ষ সাজা বৃদ্ধির আপিল করতে পারবে। আর অন্যদের বিচার কাজ যথারীতি চলতে থাকবে)।
অন্যদের বিচার চলছে- সেগুলোর রায়ও যাতে গনদাবী মেনেই আসে সেটাও সরকারকে জানিয়ে দেয়া হল।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
শিপু ভাই বলেছেন:
৪২ বছর অপেক্ষা করেছি- ২/১ মাস আরো লাগলে আপত্তি নাই!!!
সময়ের ঝুকি আছে বটে তবে তা সামান্যই!!!
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
নন্দনপুরী বলেছেন: দাবি একটাই রাজাকারের ফাঁসি চাই