![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস, মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস! আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল! আমি মানি না কো কোন আইন, আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন!
কেউ বলে মদিনা সনদে দেশ চলবে। কিছু লোক নারীদের লোক-সম্মুখে উপস্থিত হওয়াকে আইনগত ভাবে বাতিল করতে চেয়ে হেফাজতের আন-লাকি ১৩ দফার রফা চায়। কিছু লোক নারীদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে খবরের কাগজে অশ্লীল গল্প ফাঁদে। বিশেষ করে চট্টগ্রামে হেফাজতের চকিত প্রাদুর্ভাব ও ১৩ দফার গ্রহণযোগ্যতা চমকপ্রদ।
কিন্তু কি অবাক করা!
কাল বৈশাখে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম এবং ফিরছিলাম, আমি মুগ্ধ হয়ে দেখছিলাম রাস্তার আশেপাশের লোকজনের উদ্দীপ্ত সমাগম। হেফাজতের ডেরা হাট-হাজারীর নরনারীর বাঁধ ভাঙা বৈশাখী অংশগ্রহণ! অদক্ষ হাতে মেয়েরা পরেছিল সাদা-লালের শাড়ী। শান্তিনিকেতনী অলঙ্কারে অলঙ্কৃত ছিল তাদের রোদে পোড়া ত্বক। মুখে ছিল নিঃসংকোচ তারুণ্যের দীপ্তি। ফলস চুলে করা বেণী দুলিয়ে, অনভ্যস্ত হাই হিলে চড়ে গর্বিত মোরগের মত মাথা উঁচু করে চলছিল তারা রাস্তায়। এবড়ো-থেবড়ো রাস্তার ভাঙাচোরা গাড়িঘোড়া, তাদের চাকা ঘুরে ঘূর্ণায়মান ধুলা, এলোমেলো লোকজনদের বড়ই বেমানান লাগছিল চারদিক আলো করা এই নারীদের উপস্থিতিতে।
হাট-হাজারীর আশেপাশের গ্রামের ছেলেরা ট্রাক ভাড়া করে প্যান্ডেল টাঙ্গিয়ে মাইকে বাদ্য বাজিয়ে দলবেঁধে উদ্যম নাচ নেচেছে কাল। ঘুরেছে এই প্রান্ত থেকে ঐ প্রান্তে।
যদি ঠিক এই ছেলেমেয়েগুলোর সাক্ষাৎকার নেওয়া যেত, নিশ্চিতভাবে আমরা শুনতে পেতাম, তারা হেফাজতে ইসলামকে সমর্থন করে। মেয়েদের ভাইদের কেউ কেউ দ্যাখা যাবে হেফাজতের সরাসরি কর্মী। এরা আসলে জানে না ১৩ দফার বাস্তবায়ন তাদের ভাগ্যে কি বয়ে আনতে পারে। তারা জানে না দাবিগুলো আসলে কি।
মনে মনে ভাবি, বাংলাদেশের মত একটি মুক্ত, অস্বীকৃত স্যাকুলার দেশে, হেফাজতের দাবী কি শুধু মধ্যযুগীয় নাকি হাস্যকর?
যদি এই অঞ্চলে ঘোষণা দেওয়া হয়, হেফাজতের ১৩ দফার সবকয়টি মেনে নিয়েছে সরকার; তৎক্ষণাৎ ছেলেমেয়ে, নারীপুরুষ আনন্দ মিছিলে বের হবে পথে। নরনারীর অবাধ অংশগ্রহণে সেই মিছিলে ১৩ দফার স্বীকৃতি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে নাচে, গানে, আনন্দে, একসাথে।
২| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩
তিক্তভাষী বলেছেন: আপনার পর্যবেক্ষণ শক্তি প্রসংশনীয়। আত্মপরিচয়ের সংকটে দেশবাসী। আমাদের দেশে প্রত্যেকটি সরকার তার আগের বিপক্ষীয় সরকারের গড়া জাতিগত পরিচিতি, অবস্থান ভেঙে ফেলার জন্য সর্বশক্তি নিয়োগ করে আসছে। তাই এই জগাখিচুড়ি অবস্থা।
০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:০৪
আরাফাত শাহরিয়র বলেছেন: অনেক ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০
দখিনা বাতাস বলেছেন: আপনের কথায় তো মনে হইতেছে হাট হাজারি একটা চিড়িয়াখানা