![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস, মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস! আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল! আমি মানি না কো কোন আইন, আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন!
কোথায় গেল হেফাজতের মৌলবাদী মানা,
বৈশাখের এই নিদাঘ দিনে চরমপন্থার হানা?
শাড়ী রঙে, ধ্রুপদী ঢঙ্গে দিন যে পেল আলো,
ফতুয়ার আহা দীপ্র রঙে কট্টরেরা ঘুমালো।
মঙ্গল যাত্রায় ফ্যাঁকড়া বাঁধায় হিন্দুয়ানী বলে,
বর্ষা দিনে তাদের ঘরে রবী ঘুরে কলে,
বাংলা নামে চুলকানি হয় কাফির কাফির ভাব,
"আমার ভাষা" "আমার দেশ" দেশপ্রেমের অভাব?
নারী ভূমিকায় ফোস্কা পড়ে যে নরদের আঁতে,
বোনেরা তাদের দফতর করে ভাত এনে দেয় পাতে,
অর্থনীতির কলের শ্রমিক অধিকাংশই নারী,
হেফাজতের ঘোর সমর্থক মালিক হাঁকায় গাড়ি।
নারীপুরুষ বেশ,
একত্রে সুখ মিছিল করে, গোঁড়ামি নিঃশেষ।
ছেলেমেয়ের মনে,
নতুন দিনের তান দিয়ে যায় মুক্তি জনে জনে।
©somewhere in net ltd.