নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল

আরাফাত শাহরিয়র

আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস, মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস! আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল! আমি মানি না কো কোন আইন, আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন!

আরাফাত শাহরিয়র › বিস্তারিত পোস্টঃ

রাস্তাঘাটে এইসব কি?

০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:০৮

একদিন দেখি রাস্তার মাঝখান দিয়া এক বয়স্ক মতন লোক সমানে হেঁটে যাচ্ছেন। তিনি রাস্তা পার হচ্ছেন না। রোড ডিভাইডারটা ঘেঁষে ব্যস্ত রাস্তায় একবারে নাক বরাবর হাঁটছেন। আর একটা কাঠি না কাকপক্ষীর পাখনা দিয়ে কে জানে, সমানে কান খোঁচাচ্ছেন! সামনে বোধহয় একটা ভাঙা আছে; হয়ত ভাবলেন “রাস্তা পার হয়ে কি হবে, ভাঙাটা দিয়ে ঢুকে যাই! তারপর হওয়া যাবে এইসব রাস্তাঘাট পার-টার”! মাঝে মাঝে গাড়ীগুলো হর্ন দিচ্ছে দেখে কান খোঁচানোতে ডিস্টার্ব হচ্ছে ভদ্রলোকের। সেই জন্য খুবই বিরক্ত মনে হল তাঁকে! পাশ দিয়ে যাওয়ার সময় খেয়াল করলাম হনহন করে হাঁটছেন দেখে লুঙ্গিতে ফতফত করে শব্দ হচ্ছে! পিক্যুলিয়ার!



আরেকদিন দেখি একজন ভদ্রমহিলা স্কুল ছুটির পর তার বাচ্চাটাকে হাতে ধরে রেখে গাড়িঘোড়ার সাথে হাডুডু খেলছেন! এই গেলাম, গেলাম, এই গেলাম না। দৌড় দৌড় দৌড়- দৌড়ানোর ভঙ্গি করে, আবার পিছনে ফিরে আসছেন। কাণ্ডজ্ঞানহীন মায়ের কর্মকাণ্ডে বাচ্চাটা খুব মজা পাচ্ছে। ড্রাইভাররা কিন্তু খুব সিরিয়াস এই খেলায়। কড়া নজর রাখছে। কিছুতেই মহিলা যেন রাস্তা পার হতে না পারে।



অদ্ভুত মানুষজন! গাড়িঘোড়ার সাথে হাডুডু, দাড়িয়াবান্ধা একলা একলা খেলেন? প্রয়োজনে আপনার স্বামীকে খবর দেন। তিনিও খেলুক আপনার সাথে! কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে কেন?



কিছু বাইক-ওয়ালা আছে একটা বাইকে পুরা পরিবার নিয়ে ঘুরেন! সামনের তেলের ট্যাঙ্কি'র উপর একটা পিচ্চি, আর পেছনে এক পাশ হয়ে বসে থাকা স্ত্রীর কোলে আরেকটা পিচ্চি। মহিলা শুধু পিচ্চিকে ধরে রেখে সিটে ব্যাল্যান্স করে বসে আছেন। বাইক চলছে ঘণ্টায় ৩০ থেকে ৪০ মাইল বেগে। চমৎকার! বুঝলাম না এইসব খেলা ফ্রি দেখান কেন? সার্কাসে গিয়ে খেলা দেখান? রাস্তাঘাটে কেন? সবাই পয়সা দিয়ে টিকেট কেটে খেলা দেখুক!



খেয়াল করেছি, স্কুল থেকে ফেরার সময় বাচ্চার মায়েরা বাচ্চাটাকে নিয়ে হাঁটার সময় বাচ্চাটাকে রাখেন রাস্তার দিকে! গাড়ি গেলে বাচ্চার হাত ধরে হেঁচকা টান দেন। গাড়ি চলে যেতেই আবার যেমনতেমন! কেন? বাচ্চাটাকে ঐপাশে রেখে নিজে রাস্তার পাশে থাকেন!

মায়ের চেয়ে মামার দরদ বেশি মনে হচ্ছে?

আসলে কিন্তু বিষয়টা দরদের না! কমন সেন্সের। সচেতনতার। আমাদের মামদের মানে মায়েদের সচেতনতার অভাব আছে। তাই মামারা যদি সচেতন হয়ে থাকেন, তাদের উচিৎ নোটিফিকেশন দেওয়া। নোটিফিকশ দিলেই চলবে না। খেয়াল রাখতে হবে, মায়েদের 'লাইক' পড়ে কিনা। এই নিয়ে মিডিয়াতেও প্রচারণার দরকার আছে বলেও আমি মনে করি!



কথা সিম্পল। দুই চাকার বাইকে বাচ্চাকাচ্চা ঝুলিয়ে চলা যাবে না। আইনত নিষিদ্ধ করা হোক। রাস্তাঘাটে বাচ্চাদের সেইফ সাইডে রাখতে হবে। বাচ্চা হাতে নিয়ে রাস্তা পার হওয়ার নামে রাস্তাঘাটে হাডুডু খেলা যাবে না। সিগন্যালে (ট্রা-পুলিশের হাতের ইশারায় হোক আর লাল আলোতে) গাড়ি থামলেই কেবল হাডুডু, দাড়িয়াবান্ধা ইত্যাদি খেলা খেলা যাবে। বাচ্চারা দুধভাত। ওদের রাস্তাঘাটের কোনও খেলাতেই নেওয়া যাবে না।



আপনারা খেলেন! জামাই-বউ মিলে লাফাতে লাফাতে রাস্তায় যান আর গাড়ীর চালকদের গিয়ে ডাক পাড়েন,



“ডাক ডাক বেলি, (চালকেরা বলবে আমরা সবাই খেলি!) কে নেবে ফুল কে নেবে ফল?” :D

মন্তব্য ৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

সেলিম মোঃ রুম্মান বলেছেন: ভালো লিখেছেন।

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৫

আরাফাত শাহরিয়র বলেছেন: ধন্যবাদ!

২| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৭

বাবু বিসি বলেছেন: ভাই আমিতো বাইক চালাই। মাঝে মাঝে মেয়েকে আর মেয়ের মাকেও নিয়ে চালাই। :-B

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৫

আরাফাত শাহরিয়র বলেছেন: খুব খারাপ!

৩| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৩

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ভাই মাথা নষ্ট লিখছেন.......পুরা উরাধুরা......

৪| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:২১

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ভাই ফেবুতে শেয়ার দিলাম

৫| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩০

মদন বলেছেন: ++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.