![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল কিছু লেখার জন্য সময় দিতে হয়, অহেতুক তারাতারি করতে গেলে ভাল কিছু হারাতে হয় - আমি
আজকের দিনে সবাই এত বেশি ইগোইস্টিক, যে স্যরি বলতে গেলে মনে হয় ইজ্জতটাই যেন শেষ হয়েযাবে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারনা। বরং আপনার ছোট্ট একটি স্যরি সেই মানুষটির মনে আপনার জন্য অন্যরকম এক দৃষ্টিকোণ সৃষ্টি করতে পারে। স্যরি হুটকরে বলেদিলেই যে সবকিছু ঠিক হয়েযাবে সেটাও কিন্তু বলা যায়না। তবে স্যরি যদি আপনি একটু রোমান্টিক হয়ে বলেন তাহলে সেই স্যরি আর স্যরি থাকেনা, স্যরি তখন রোমান্টিকতায় পরিণত হয়।
চলুন তাহলে কিছু রোমান্টিক ভাবে স্যরি বলা দেখেনেই।
১)আপনার সঙ্গীর পছন্দের ফ্লেভারের
কেকের উপর চকোলেট সস
দিয়ে স্যরি লিখে ওর সামনে হাজির করুন৷
তবে ঝগড়ার পরের দিন৷ তার ভাল লাগার সুন্দর
চেহারা দেখতে আপনার ভাল লাগবে।
২) রাতে ঝগড়া হলে পরদিন
সকালে আয়নায় লিপস্টিক দিয়ে বড়
করে স্যরি লিখতে পারেন৷ তবে খুব
বেশি চেপে লিখে কাচটাই খারাপ
করে দেবেন না৷
৩) সকালের বেড টী টা আপনিই করুন৷ সঙ্গে দু
লাইনের ছড়া লিখে দিন, মানে স্যরি সূচক৷
আর ছড়া না লিখতে পারলে হাসির নোট
দিয়ে দিন প্লেটের উপর, ঠিক কাপের
নীচে৷
৪) এত কিছু না করতে পারলে বেডসাইড টুলের
পাশে লাল টুকটুকে একটা গোলাপ
রেখে দিন৷ সকালে ঘুম থেকে উঠে আপনার
সঙ্গীরও ভালো লাগবে, আর মুখ
ফুটে কিছু বলার হাত থেকে আপনিও
বাঁচলেন৷
৫) টেক্সট মেসেজেও আপনার মনের
ভাবটা স্পষ্ট করে বোঝান তাকে,
তবে মেসেজ যেন খুব একটা লম্বা না হয়৷
আর ব্যাপারটা যদি বার বার হতে থাকে,
বা সমস্যা খুবই গুরুতর হয়,
তবে একটা সারপ্রাইজ আউটিং প্ল্যান
করুন বা কোনও হাল্কা গয়না কিনে উপহার
দিন৷ এমন কেউ নেই যার
এগুলো ভালো লাগে না৷ আর তিনি-ও
বুঝতে পারবেন আপনি কত কেয়ারিং৷
৬) একটু অভিনবত্বের
ছোঁওয়া চাইলে ফ্রিজ, দরজা,
ওয়ার্ডরোবে একটা করে স্টিকি নোট
রেখে দিন৷ মানে বাড়ি ফিরে যেই যেই
জায়গায় সে যাবে৷ কেন আপনি আপনার
সঙ্গীকে ভালোবাসেন তা ছোট ছোট
করে লিখুন৷ তারপর বিছানায় বালিশের
নীচে একটুকরো স্যরি লেখা কাগজ৷ বরফ
গলতে বাধ্য৷
৭) ছোট একটা টেডিবিয়ার সাথে
ছোট করে স্যরি লেখা রঙিন কাগজ রেখেদিন
তার দৈনন্দিন কাজে হাত দেয়া একটি যায়গায়।
অবাক হয়ার সাথে সে খুশিও হবে।
ধন্যবাদ পড়ার জন্য।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৫
আরিয়ান রাইটিং বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৫
প্রামানিক বলেছেন: চমৎকার আইডিয়া।