নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"হারিয়ে যাওয়া মানুষ দ্বিতীয় বার হারায়না, হারিয়ে যেতে চাইলে তাকে ফিরে আসতে হবে। আমি বার বার ফিরে এসেছি, বার বার হারিয়ে যাওয়ার জন্য \" --- আমি

আরিয়ান রাইটিং

ভাল কিছু লেখার জন্য সময় দিতে হয়, অহেতুক তারাতারি করতে গেলে ভাল কিছু হারাতে হয় - আমি

আরিয়ান রাইটিং › বিস্তারিত পোস্টঃ

নোটবুকটা ঘুমাক...!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫১



ঝাপসা চোখ...
চোখে গ্লাস না পরলেতো আমার চলেই না। চোখটাকে খেয়েছি অন্ধকারে এক বিন্দু আলো খুঁজতে যেয়ে।আলো তো আর মেলেনি তবে আলোর সন্ধানটা করার নেশাটা আজকের কাহীনি না।আলো আলো গানটা তাহসান কবে গেয়েছে আর আমি কিছুটা পাগলের মত কবে থেকে সেইগানটা মনের অজান্তে ভালবেসে গাইতে সুরু করেছি, সেটার সূত্রপাত উৎঘাটন করতে গেলে আমাকে ঠিক কতটা পিছন থেকে সুরু করতে হবে সেটাও ঠিক জানিনা ! কারন স্মৃতির নোটবুকটার উপর মোটা করে ধুলোর যে চাদর আজ দেখতে পারছি,সেই চাদর সরিয়ে নোটবুকটার ঘুম নষ্ট করে যে কিছুই পাবার নেই ওটা জানা হয়ে গেছে।জানা হয়ে গেছে এটাও আমার চোখের মত স্মৃতি গুলোও ঝাপসা হয়ে গেছে। তবে ঝাপসা স্মৃতি থাকলেও ঝাপসা হতে দেইনি সেই নামটিকে,যেটা শতবার করে লিখলেও আনন্দ ঠিক তেমনটিই থাকবে...!আলো !আলো তার নাম ।আলোর মতই ছিল সে,ঠিক দিনের আলো। এখন সকাল তো একটু পরেই সে রাত !তবে তার আলো আধাঁরের সকল মুহূর্ত গুলোর মধ্যে বিকেলটা আমার খুব পছন্দের ছিলো !কারনটা আমার কাছে মধুর ছিলো,ওর কাছে হয়তো একটু তেতো হবে।
অভিমানে ভরা ছিলো তার পুরো বিকেলটা,আর আমার ঝাপসা চোখে তার অভিমান ভাঙ্গাতে হতো ! কারন চশমাটা সে অভিমানি হয়ে আমার চোখ থেকে খুলে চেপে ধরে বসে থাকতো । শাস্তি স্বরূপ আমাকে সবকিছু ঝাপসা দেখতে হতো।কিছুখনের জন্য হুমায়ূন আহমেদ এর শুভ্র হয়ে যাই।সবকিছু সাদা-কালো পেটার্নে দেখা শুরু করি।খুবি অস্বস্তি লাগতো। যতক্ষণ না তার মন ভালো হচ্ছে ততোখণ চশমা পাবার আশা করাটা ছিল বড় ভুল। এটা সেটা বলে তার ঠোটের হাসিটা যখন মিলত তখন আমার ঝাপসা চোখদিয়েই তা দেখতে হত।তার পর যখন চশমাটা আমাকে পরিয়ে দিত,ততোক্ষণে ওর হাসিটা মৃদু হয়ে আসতো। প্রত্যেক বার আমাকে ওর মৃদু হাসিটাই ঝাপসাহীন ভাবে দেখতে হত।আফসোস্ একটু আছে তার জন্য,তবে ভালবাসাটা হয়তো এর জন্যই একটু বেশি ছিল ।
কতজন ওর পিছনে ঘুরতো সেটা ওই ভালো জানতো,আর আমি ভালো জানতাম কোন কোন পথ ধরে গেলে আমার শরীরের হাড় এক হয়ে যাবার সম্ভাবনা আছে ! আমার জীবনে এত হুমকি আমি কখনই শুনিনি যেদিন থেকে ওর কাছাকাছি এসেছি।খুব সাহসী বা ভীতু কিনা ওটা প্রমাণ করার দরকার বোধ করিনি।আমার একটা ভুল পদক্ষেপে ওর ক্ষতি হোক এটা কখনই চাইনি।তবে এটা প্রমাণ তো দূরের কথা,এখনো বুঝে উঠতে পারিনি যে আমাকে কি দেখে পছন্দ করলো !
আমি আলোকে সবসময় দূর থেকে দেখতাম।দূর থেকে দেখতে দেখতে ভালোবেসে ফেলা।এই মেয়েটাকে যতই দেখতাম ততই আমি মায়া জালে আটকে যেতাম ,এত সুন্দর কেনো মেয়েটা ? আমার পক্ষে কখনই ওকে প্রোপজ করার সাহস কয়েছিল না।এত ছেলে ওর পিছনে লেগে ছিল সেটা ভেবেই আমার দীর্ঘ নিঃশ্বাস ছাড়া। তবে বন্ধুদের চোখে এই ভালবাসাটা লুকিয়ে রাখতে পারিনি ।বন্ধুদের একান থেকে সে কান হতে হতে যখন ওর কানে কথাটা ছুঁলো, তখনি আমার জীবনে লুকালুকি করার মত ঘটনার আবির্ভাব হল। এই হলো আমার বন্ধুদের কাজ।বন্ধুদের কাছে যাব, বলব একটু হেল্প কর সেই কথাটা বলারি বা সুযোগ কোথায় ছিল ।পরে আর কি...যা হবার তাই,আমার সামনে হুট করে এসে প্রশ্ন করলো "এই ছেলে তুমি বলে আমাকে পছন্দ কর,আমাকে ভালোবাসো? " আমারতো পা কাপেনা কিন্তু থোরা কাপে ! সেই মুহূর্তের কি কেপে ছিল কে জানে !আমিতো পুরাই বোবা হয়ে ছিলাম।থাকাটাই স্বাভাবিক,কারন যাকে দূর থেকে দেখে ভালোবেসেছি সেই মানুষটা ঠিক নাক বরাবর সামনে দাঁড়িয়ে কথা বলছে... ঠিক থাকি কি করে? ওর চোখের পলক পরাটা,হালকা বাতাসে চুলের খেলা করা,কথা বলার সময় ঠোটের ছোঁয়া না ছোঁয়ার দৃশ্য আমার কাছে তখদ HD slow motion এ দেখা কোন অনুভূতি...
তার পর থেকে ওকে দেখলেই লুকিয়ে চলতাম। লুকিয়ে থাকাটা হতোনা।আমাকে ঠিকি খুঁজে বের করতো।আমি কাঁচুমাচু হয়ে অন্যদিক ছুট দিতাম আর সে হেসে কুটিকুটি হত।আমাকে বিব্রত অবস্থায় ফেলে সে কি আনন্দ পেতো আমি এখনো জানিনা।তার সেই আনন্দ করা আমার মোটা গ্লাসের চশমা চুরি করা পর্যন্তই ছিল।তার পর ...!
এখনতো আমিই খুঁজেবেরাই সেই আলোকে !থাকনা আজ সেই কথা গুলো।ভালোলাগার কথা আর ভালোবাসার কথা গুলোতো ভালোই লাগে শুনতে।ভালোবাসার মানুষটি কাছে নেই সেই কথাগুলো ভালোনাও লাগতে পারে। থাকুক না সেই কথা গুলো স্মৃতির পাতা গুলোতে। থাকুক অমোলিন হয়ে। ঘুমাতে দিয়েছি স্মুতির নোটবুকটাকে ধুলোর চাদর পরিয়ে। বিরক্ত করার মন মানসিকতা নেই...

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৫

একজন সৈকত বলেছেন: খুব চমৎকার গদ্য- গোছানো ও আবেগী লেখা।
অল্প কিছু বানান ঠিকঠাক থাকলে লেখাটি আরো হৃদয়গ্রাহী হতো।
ভালো থাকবেন।

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪৮

আরিয়ান রাইটিং বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যটি রাখার জন্য।

২| ০৭ ই জুন, ২০১৭ রাত ১২:৫৪

কাল্পনিক হিমু বলেছেন: খুব চমৎকার

২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৯

আরিয়ান রাইটিং বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.