![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল কিছু লেখার জন্য সময় দিতে হয়, অহেতুক তারাতারি করতে গেলে ভাল কিছু হারাতে হয় - আমি
লাল শাড়ি পরে লাল হয়ে গেছে দিপা।বরযাত্রী এই এলো বলে।দিপার দু'টি হাত মেহেদির রং নিয়ে যেনো খেলা করছে।হাতের মেহেদির রং খুব বিরক্ত লাগছে তার।হাতের দিকে চেয়ে আছে অপলক দৃষ্টিতে।
হুট করেই সে হাত ঘসা শুরু করলো।উঠছেনা!সমস্ত শক্তি দিয়ে হাত ঘসে মেহেদির রং উঠাবার ব্যর্থ চেষ্টা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল।নুয়ে পড়া হাতের চুড়ির শব্দ দেয়ালের ঐপাশে থাকা মানুষজন শুনছেনা।দেখছেনা কেউ লাল শাড়ি পরা মেয়েটির দেহ কেপে কেপে শব্দহীন কান্না করা চোখের জল।
বরযাত্রী চলে এসেছে,চারিদিক আনন্দ-উচ্ছাসের শব্দে মুখরিত হয়ে উঠলো।সারাটি বাড়িতে শুধু একজনের কোনো উচ্ছাস নেই।দিপার ছোটবোন পিংকি দরজা খুলে রুমে আসতেই দিপা চোঁখ মুছে নিলো।হাপাতে হাপাতে পিংকি বলে গেল-আপু বরযাত্রী এসেছে!
মোবাইলের স্কৃনের দিকে দিপা কিছুখন তাকিয়ে রইলো।যেই মেসেজটি আসবেনা সেই মেসেজটির জন্য যেনো অহেতুক অপেক্ষা করা। অজানা রাগে তার লাল শাড়িটা দেখতে থাকে। তিন বছরের সম্পর্কটা এই লাল শাড়ির কাছে আজ তুচ্ছ!
#আরিয়ান_রাইটিং
১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৫
আরিয়ান রাইটিং বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন।
২| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: লিখাটি পাঠে ভাল লেগেছে।
১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪১
আরিয়ান রাইটিং বলেছেন: আপনার মন্তব্যটি আমার ভাল লেগেছে।
ভাল থাকুন,ধন্যবাদ।
৩| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ২:০৫
অতঃপর হৃদয় বলেছেন: লেখাটি দারুণ ছিল।
১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৭
আরিয়ান রাইটিং বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
সুন্দর হোক আগামি দিনগুলি আপনার,শুভ কামনা রইলো।
৪| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৯
মোস্তফা সোহেল বলেছেন: ছোট্ট গল্পটি অনেক ভাল লাগল।
১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৪
আরিয়ান রাইটিং বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন নিরন্তর।
৫| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৮
ধ্রুবক আলো বলেছেন: পরিপাটি, ছোট কিন্তু খুব সুন্দর +
১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩১
আরিয়ান রাইটিং বলেছেন: সুন্দর মন্তব্য রাখার জন্য ধন্যবাদ।
৬| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৯
ধ্রুবক আলো বলেছেন: লেখা গল্পটি পাঠে ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর লিখেছেন